You are viewing a single comment's thread from:

RE: শুধু নারীদের ই দায়?

in আমার বাংলা ব্লগ2 months ago

আমি মনে করি আপনার ম্যাথ কোর্স শিক্ষক যে সকল রেফারেন্সগুলো নিয়ে এসে স্বামী-স্ত্রীর বিষয় কথা বলতো সেগুলো যদিও বা শুদ্ধ কিন্তু উনার বোঝার ভুল রয়েছে। কেননা ইসলাম কখনোই নারী বা পুরুষের পক্ষে এককভাবে কথা বলেনি। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন স্বামী-স্ত্রী উভয়ই পরস্পর সহযোগী হয়। জান্নাত জাহান্নাম সেতো আমাদের কর্মফলের প্রতিদান। নারী পুরুষের জন্য একক ভাবে নয়। সব মিলিয়ে বলতে পারি আমি আপনার শিক্ষকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। যার কারণে তিনি শুধুমাত্র একপাক্ষিক কথা বলেই আপনাদের বুঝিয়েছেন। কেননা ইসলাম হচ্ছে সমঝোতার ধর্ম যেখানে সব দিকেই সমান বিবেচনার দৃষ্টিপাত হয়েছে এবং আলোকপাত রয়েছে। এরকম হওয়াটা আমি মোটেও কাম্য মনে করছি না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 56589.13
ETH 3005.25
USDT 1.00
SBD 2.16