ক্লাস নাইন টেনের একটা বাংলা বইয়ে মোতাহার হোসেন চৌধুরীর লেখা বই পড়া নামের একটি গল্পে পড়েছিলাম, মানুষ এর ঘরে জন্ম নিলেই মানুষ নামে পরিচিতি পাওয়া যায় কিন্তু প্রকৃত অর্থে মানুষ হতে গেলে মনুষ্যত্বের প্রয়োজন হয়। আসলেই আমাদের সব ধর্মের মানুষের একটাই লক্ষ্য হওয়া উচিত যেন মানুষে মানুষে আমাদের শান্তি বিরাজ করে অশান্তির বেড়াজাল যেন আমাদের আশেপাশেও না আসে। আর আমাদের উচিত ক্ষণিকের দুনিয়ায় ভালো সব কাজ করে যাওয়া যাতে মানুষ আজীবন মনে রাখে। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আমাদের উচিত ভালো কাজের দিকে সর্বদা অগ্রসর হওয়া।