You are viewing a single comment's thread from:
RE: প্রতিদ্বন্দ্বী ভেবে নয়, সহযোগী ভেবে কাজ করি।
আমাদের জীবনটা সত্যিই একটি যুদ্ধ ক্ষেত্র ভাইয়া। এখানে সব সময় প্রতিযোগিতার মধ্যে থাকে সবাই। অন্যকে দেখে উৎসাহিত না হয়ে কিভাবে অন্যকে নিচে নামিয়ে নিজে ওই জায়গায় যাওয়া যায় এই প্রতিযোগিতাটাই করা হয় সব সময়। যেমনটা আপনি ক্লাসে ফার্স্ট হওয়ার বিষয়ে উদাহরণটি দিয়ে বুঝিয়েছেন। তবে একটা স্টুডেন্ট যখন শত চেষ্টা করার পরেও ভালো রেজাল্ট করতে পারে না তখন তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর আসলেই মিথ্যা লোকের কথার স্বাদ একটু বেশি হয় এবং সকলেই তার প্রতি সদাশীল হয়। এজন্যই তো আপনার পরে জয়েন করা লোকটির পজিশন এখন অনেকটাই ভালো। আসলেই ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমাদের উচিত পরস্পরকে শত্রু না ভেবে সহযোগী হিসেবে কাজ করলেই আমরা আমাদের নিজেদের সহ আরো বাকি মানুষদের পরিবর্তন করে ফেলতে পারব।