আম গাছের দ্বিতীয় ধাপের পরিচর্যা।।

in আমার বাংলা ব্লগ6 months ago
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা,

কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।আজকে আবারো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন বন্ধুরা শুরু করা যাক।

IMG_20240128_170705_1.jpg

আম গাছের দ্বিতীয় পর্যায়ের পরিচর্যা:

বন্ধুরা আম আসলেই একটি সুস্বাদু প্রকৃতির ফল,এটা আপনারাও খুব ভালো করেই জানেন।তবে একটি কথা বলতে চাই ,যেকোনো ভালো জিনিস পেতে গেলে অবশ্যই তার পিছনে সঠিক পরিশ্রম দিতে হয়।পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ অব্দি যত মানুষ তাদের কাঙ্ক্ষিত জায়গায় সফল ভাবে যেতে পেরেছে শুধু মাত্র তাদের সঠিক পরিশ্রম,একাগ্রতা,এবং নিজের কর্মের প্রতি একনিষ্ঠতা থাকা।ঠিক সেরকম ভাবে বৃক্ষ থেকে ভালো মানের ফল নিতে গেলে অবশ্যই তার পরিচর্যা একটি অপরিহার্য বিষয়।একজন সুস্থ মা থেকে যেমন একটি সুস্থ সন্তান ভূমিষ্ট হয়,আসলে বৃক্ষে ফল ফলানো বিষয়টা খানিকটা সেরকম।

IMG_20240128_163109.jpg

IMG_20240128_163049_1.jpg

IMG_20240128_160409.jpg

IMG_20240128_160225_1.jpg

আম বাগান এর বিষয় নিয়ে যেহেতু আগের পোস্ট এ লিখেছি তাই ঐদিকে যেতে চাচ্ছিনা আজ।যেহেতু আজকে আম বাগানে ওষুধ দেওয়ার কথা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম,তাই সকাল সকল উটে ঘুম থেকে,নাস্তা করে বাগানে যারা ওষুধ দিবে তাদের সাথে বের হয়ে যাই।আর আমারও ইচ্ছা ছিল যে বাগানের পরিচর্যার বিষয়টা দেখবো নিজে থেকেই।এর আগে বৃক্ষের গোড়ায় হরমোন জাতীয় তরল পদার্থ দিয়েছিল বাগানীরা,এখন চলছে পরিচর্যার দ্বিতীয় পর্যায় তথা বাগানে স্প্রে করার বিষয়টি চলমান।এই সময়ে প্রতিটা বাগনিরা তাদের বাগানে মেডিসিন ব্যাবহার করা শুরু করেছে।

IMG_20240128_154849_1.jpg

IMG_20240128_154840_1.jpg

IMG_20240128_154833.jpg

মেডিসিন ব্যাবহার করার কারণটি হলো,এখন বাগানে মুকুল আসতে শুরু করেছে তাই যেনো আগত এই নতুন মুকুলে কোনো পোকা,মাকর,ছত্রাক জাতীয় রোগ,বৃক্ষে দুর্বলতা ইত্যাদি সকল ঝামেলা গুলো হতে বৃক্ষকে মুক্ত রাখার জন্যে ইত্যাদি সকল মেডিসিন ব্যাবহার করা শুরু করেছে বাগানের মালিকরা।কারণ এখন যে ওষুধ ব্যাবহার করা হচ্ছে এই স্প্রে করার পর আর এক মাস বাগানে স্প্রে করা যাবেনা, মানে যতদিন মুকুল থেকে আম ফুটবেনা ততদিন স্প্রে করা যাবেনা নাহলে মুকুল নষ্ট হয়ে যাবে তাতে আমের ফলন অনেক কম হবে।বাগানের সবাই এখন নতুন ফলের আগমনে উৎসুক হয়ে আছে।

IMG_20240128_170655_1.jpg

IMG_20240128_163049_1.jpg

IMG_20240128_160132_1.jpg

বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের পোস্ট টি। দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

🥰ধন্যবাদ পোস্টটি ভিজিট করার জন্যে🥰

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

vote@bangla.witness as a witness

received_1423949511668636.jpeg

or

received_686410693469029.jpeg

Sort:  
 6 months ago 

খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া পৃথিবীর সৃষ্টি থেকে সফল ব্যাক্তির সফলতার পিছনে ত্যাগ,পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সফল হতে পেরেছে। ভালো ফল পেতে গেলে অবশ্যই কঠোর শ্রেম দিতে হয়।আজকে আম বাগানের অনেক খুঁটিনাটি পরিচর্যা জানতে পেলাম আপনার পোস্টে।খুব ভালো লাগলো আম বাগানের পরিচর্যার বিস্তারিত জানতে পেরে।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60589.35
ETH 2628.62
USDT 1.00
SBD 2.53