অরিগমি পোস্ট।।রঙিন কাগজ দিয়ে বাটারফ্লাই তৈরি।।10%shy-fox &5%abb-school beneficiary

in আমার বাংলা ব্লগ7 months ago
আসসালামু আলাইকুম,

হ্যালো,

আমার বাংলা ব্লগ বাসি,, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে অরিগমী পোস্ট। রঙিন পেপার দিয়ে প্রজাপতি তৈরি।আমার আজকের ব্লগের বিষয়টি আপনাদের মাঝে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে বর্ণনা করার যথেষ্ঠ চেষ্টা করবো।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন শুরু করি তাহলে।

IMG_20231215_104429.jpg

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরির প্রক্রিয়া সমূহ:
প্রয়োজনীয় উপকরণ:
১•রঙিন আর্ট পেপার।
২•কেচি এবং স্কেল।
বাটারফ্লাই তৈরির প্রক্রিয়া চলমান:

IMG_20231215_092559.jpg

IMG_20231215_101703.jpg

স্কেল দিয়ে মেপে নিতে হবে চতুরদিকে যেনো এক সমান হয় সে অনুযায়ী একটা মাপ নিয়ে পেপারটিকে কেটে নিতে হবে।দেখতে যেনো বর্গাকৃতির হয়।

বাটারফ্লাই তৈরির প্রক্রিয়া চলমান:

IMG_20231215_102955.jpg

IMG_20231215_103013.jpg

IMG_20231215_103102.jpg
এখন বর্গাকৃতির পেপারটিকে কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে নিবো।আর শেষের চিত্রের মত করে মাঝখানে ভাঁজ করে নিতে হবে।

বাটারফ্লাই তৈরির প্রক্রিয়া চলমান:

IMG_20231215_104625.jpg

IMG_20231215_104609.jpg

IMG_20231215_104537.jpg

এমনভাবে ভাঁজ করতে হবে যেনো ত্রিভুজ আকৃতির হয়।তারপর ভাঁজ করা দুইটা অংশকে পুনরায় মাঝখানে ভাঁজ করে নিতে হবে,ঠিক চিত্র দুই এবং তিন এর মত করে।

বাটারফ্লাই তৈরির প্রক্রিয়া চলমান:

IMG_20231215_103628.jpg

IMG_20231215_103819.jpg

IMG_20231215_104517.jpg

এইবার চিত্র এক এর মত করে পিছনের অংশটিকে সামনের দিকে ভাঁজ করে নিতে হবে।ঠিক চিত্র এক এবং দুই এর মত করে।এরপর ঠিক চিত্র তিন এর মত দেখাবে।

বাটারফ্লাই তৈরির প্রক্রিয়া চলমান:

IMG_20231215_104724.jpg

IMG_20231215_104711.jpg
এখন সামনের দিকের ছোট অংশটিকে উপরের দিকে ভাঁজ করে দিতে হবে।এরকম ভবে আরো কয়েকটি বাটারফ্লাই বানিয়ে নিয়েছি।অবশেষে বাটারফ্লাই তৈরির কাজটি সম্পূর্ণ হলো।

IMG_20231215_104429.jpg
বন্ধুরা আজকের মত এ পর্যন্তই।দেখা হবে পরবর্তী পর্বে।এতক্ষন পোস্টটি পড়ার জন্যে ধন্যবাদ।ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।আল্লাহ হাফেজ।

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 7 months ago 

আপনার কাজগুলি আমি প্রথম থেকে দেখে আসছি আপনার ভিতরে অনেকে প্রচেষ্টা আছে, যা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করেছেন। দুর্দান্ত ছিল। প্রতিটি ধারা খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 7 months ago 

চমৎকার ভাবে আজকে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। আপনার এই প্রজাপতি তৈরি করা গুলো বেশ চমৎকার হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি এভাবে আপনি প্রতিনিয়ত অনেক কিছু আমাদের মাঝে তৈরি করে দেখানোর চেষ্টা করবেন।

 7 months ago 

অবশ্যই ভাইয়া চেষ্টা করবো আরো ভালো কিছু করে দেখানোর।

 7 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে অসাধারণভাবে প্রজাপতি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের প্রজাপতি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। খয়েরি কালারের কাগজের প্রজাপতি সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

 7 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে এরকম প্রজাপতি তৈরি করলে সেগুলো অনেক সুন্দর লাগে এবং কিউট লাগে দেখতে। ছোট বড় করে এরকম প্রজাপতি তৈরি করে, দেয়ালের মধ্যে লাগালে অনেক সুন্দর লাগে। এই ধরনের কাজগুলো তো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। আপনি অনেক সুন্দর করে তিনটি প্রজাপতি তৈরি করেছেন ‌। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই প্রজাপতিগুলো তৈরি করেছেন, যা দেখেই বুঝতে পারছি। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এই প্রজাপতি তৈরি করে নিতে পারবে।

 7 months ago 

ওয়াও ভাই রঙিন কাগজ কেটে বাটারফ্লাই তৈরি করেছেন দেখতে বেশ দারুন লাগছে। এ ধরনের অরিগামি তৈরি করতে আসলে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ অরিগামি তৈরি করার সময় একটু এদিক ওদিক হলেই প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর তিনটি প্রজাপতি তৈরি করেছেন ভাইয়া। প্রজাপতি তৈরি করার সময় কাগজের প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে প্রজাপতি আমিও তৈরি করতে পারব। এরকম রঙিন কাগজের ছোট ছোট অরিগ্যামি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।

 7 months ago 

কাগজের প্রজাপতি দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক দক্ষতার সাথে সুন্দর করে কাগজ কেটে কেটে প্রজাপতি তৈরি করেছেন। রঙিন প্রজাপতিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে ভাইয়া।

 7 months ago 

কাগজ দিয়ে প্রজাপতির এই অরিগামি গুলো আমিও তৈরি করেছিলাম। খুব সুন্দর লাগে এবং এই প্রজাপতি গুলো তৈরি করতেও ভালো লাগে। খুবই সতর্কতার সাথে ভাঁজগুলো আস্তে আস্তে দিতে হয় তাহলেই কাজ সুন্দর হয়। আপনার তৈরি করা প্রজাপতিগুলো অনেক সুন্দর হয়েছে।

 7 months ago 

ভিন্ন কালারের আলাদা আলাদা দুটি প্রজাপতি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই চমৎকার প্রজাপতি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে প্রজাপতি তৈরি করা হয়েছে। খুবই চমৎকারভাবে এই প্রজাপতিগুলো তৈরি করেছেন আপনি। সাদা কালার দিয়ে দুইটি এবং ভিন্ন একটা কালার এর রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি তৈরি করেছেন। তিনটি প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগতেছে। আপনার উপস্থাপনা ভালোভাবে দেখে আমি শিখে নিয়েছি, প্রজাপতি তৈরি করার পদ্ধতি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57400.65
ETH 3108.60
USDT 1.00
SBD 2.42