স্বরচিত কবিতা।। ভালোবাসার প্রতিদান।।10%shy -fox benifishari & 5%abb -school।।
তারিখ:-১১ নভেম্বর ২০২৩
রোজ:-শনিবার
আসসালামু আলাইকুম/নমস্কার /আদাব,
হ্যালো আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করি আপনারা অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্মের দুই বাংলার সকল বন্ধুদেরকে জানাই হেমন্ত ঋতুর শুভেচ্ছা। আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি আমার একটি স্বরচিত কবিতা নিয়ে ।কবিতার নাম, 'ভালবাসার প্রতিদান'। আশা করি আমার কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে।
আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য। আমার আইডি নাম হচ্ছে @shahid540। আমি এর আগে যদিও বা বেশ কিছু কবিতা লিখেছি এবং গল্প লিখেছি কিন্তু সেগুলো আমি সঠিক ভাবে কোথাও পাবলিস্ট করতে পারিনি। আমার এখন চাওয়া হল আমি আমার প্রতিটি লেখা সৃজনশীল ভাবে এবং নিজের মেধায় যতটুকু সম্ভব আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সম্পূর্ণভাবে উপস্থাপন করব। এই দৃঢ়তা নিয়ে আমি কাজ করা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি স্বরচিত একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতার নাম হলো ভালোবাসার প্রতিদান। এখানে ভালোবাসার কি পরিণাম হয় এবং ভালোবাসা নিয়ে সম্পূর্ণ রূপে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। জানিনা কতটা সফলভাবে উপস্থাপন করতে পেরেছি আমি। আশা করি আমার ভুলগুলো আপনাদের মার্জনার দৃষ্টিতে দেখবেন এবং কবিতাটি পড়বেন। আর আমার কবিতাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যেন আমি পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সক্রিয় কর্মী হিসেবে। তো চলুন এবার শুরু করা যাক বন্ধুরা।
।।ভালোবাসার প্রতিদান ।।
ই টি শাহিদ ইসলাম
ভালোবাসা,
তুমি সবার মনের নিঠুর আশা
কিন্তু সর্বনাশের মূল।
তুমি ফুলের মত পবিত্র,
অগ্নির মতো জ্বলন্ত,
তোমারি খপ্পরে পড়ে অনেকে করেছে ভুল।
তোমার মাঝে শান্তি খুঁজেছে যারা,
বিনিময়ে যন্ত্রণা পেয়েছে তারা।
ভালোবাসা,
তোমার তরে মরেছে কত প্রেমিক
ইতিহাস দেয় তার সাক্ষী।
পরকীয়া প্রেমে উন্মাদ হয়ে মনির রিমাকে করেছে খুন
একই কারণে রেনুকে মেরে পায়েল করেছে ভুল।
তোমার তরে ডেইজি মরল হাসানের পাতানো ফাঁদে,
নাসরিন ছাড়লো সোনার সংসার হাসানকে কাঁদিয়ে।
সেই শোকে শোকাহত বনের পশুরাও কাঁদে।
ভালোবাসা,
আর কত লোক মেরে তুমি রচিবে ইতিহাস,
তোমার তরে বাইজির ঘরে ধুকেধুকে মরছে দেবদাস।
লাইলির লাগি মজনু ফিরেছে,
পথ ঘাটও অন্তরে।
ভালোবাসা,
অনুরোধ করি তোমারে,
আর দিও না ব্যথা,
কাহার ও অন্তরে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |