ভাজা ডিম ও সবজির মিশ্রণে তৈরি মজাদার ডিমের ঝোল তরকারি। ১০% shy-fox 5% abb-school
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা। কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলা-আমীনের দোয়ায় আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর মেহেরবানীতে আমিও ভালো আছি।
আমি @shabab7 আজ অনেকদিন পর আপনাদের মাঝে খুব সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে আমার শেয়ারকৃত রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে।ডিম আমাদের বাঙ্গালীদের সকলেরই মোটামুটি পছন্দসই একটি খাবা। আমার তৈরি করা আজকে রেসিপিটি হলো ভিন্ন ধরনের ডিম রান্না। অনেক সময় খুব তাড়াতাড়ি এবং ঝামেলা ছাড়া খাবার প্রস্তুত করতে হয় সে ক্ষেত্রে এ রেসিপিটি খুবই কার্যকর এবং খেতেও সুস্বাদু একটি রেসিপি।
তো আর দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক।
উপকরণ | পরিমাণ |
---|---|
ডিম | ৫ টি |
পিয়াজ কুচি | ১ কাপ |
আদা বাটা | ১ টেবিল চামচ |
রসুন বাটা | ০.৫ টেবিল চামচ |
হলুদের গুঁড়া | ১ চা চামচ |
মরিচের গুঁড়া | ০.৫ চা চামচ |
ধনিয়ার গুড়া | ১ চা চামচ |
জিরার গুঁড়ো | ০.৫ চা চামচ |
পটল | ৪ টি |
ধাপ ১
- প্রথমে ডিমগুলোকে ভেঙে ভালোমতো গুলিয়ে বা ফেট নিতে হবে এবং পটল গুলোকে কেটে নিতে হবে। সাধারণত আমরা ডিম ভাজার জন্য যেভাবে ডিমগুলি বাড়িতে থাকি সে ভাবে নিলেই হবে। ডিম গুলিকে ভেজে পরিমাণ অনুযায়ী টুকরো করে কেটে রাখতে হবে।
ধাপ ২
- এ পর্যায়ে একটি কড়াইয়ে তেল নিয়ে নিতে হবে এবং একটু গরম হয়ে গেলে এতে আগে থেকে করে রাখা পেঁয়াজকুচি গুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজকুচি গুলো হালকা হলুদ বর্ণের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
ধাপ ৩
- এখন এতে আগে থেকে করে রাখা বাটা মসলা গুলো এবং গুঁড়ামসলা গুলো বিয়ে দিতে হবে। সকল মসলা গুলি ভালোভাবে একটু ভূনে নিতে হবে।
ধাপ ৪
- এখন এতে আগে থেকে কেটে রাখা পটল এবং পরিমাণ মতো মরিচ দিয়ে দিতে হবে। তরকারিতে গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো পানি দিতে হবে।
ধাপ ৫
- এ পর্যায়ে তরকারি গুলো একটু সিদ্ধ হলে এতে আগে থেকে ভেজে টুকরো করে কেটে রাখা ডিমগুলি বিয়ে দিতে হবে এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে ডিমের ভিতর গ্রেভি এবং মসলাগুলো ভালোভাবে ঢুকে যায়।
ধাপ ৬
- ব্যাস এভাবেই খুব সহজে তৈরি হয়ে যাবে ভাজা ডিম এবং সবজি দিয়ে তৈরি খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত ঝোল তরকারি।
আমার এখনো উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন ভাজা ডিম ও সবজির মিশ্রণে তৈরি এই ঝোল তরকারি। আশা করি আমার শেয়ার করা এই রেসিপিটি আপনাদের সকলের ভাল লেগেছে তবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ব্লগে নতুন কিছু নেই।
Device : iphone x
ভাজা ডিম ও সবজির মিশ্রনে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো এবং ইউনিক মনে হচ্ছে। আর এত সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
ভাজা ডিম ও সবজির মিশ্রণে তৈরি মজাদার ডিমের ঝোল আমি আগে কখনো খাইনি । আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ও লোভনীয় হয়েছে। এটা আমি অবশ্যই বাসায় তৈরি করে খাব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনি অত্যন্ত সুন্দর করে ডিমের ভাজি ও সবজির মিশ্রণে তৈরি মজাদার ডিমের ঝোল রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে আমার খুব ভালো লাগলো। বিশেষ করে ডিম আমার অত্যন্ত প্রিয়। তাই ডিম দিয়ে যেকোন প্রকার রেসিপি করলে আমার কাছে খুব ভালো লাগে। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
ভাজা ডিম ও সবজির মিশ্রণে তৈরি মজাদার ডিমের ঝোল তরকারি রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। আপনার রেসিপি দেখে ভালো লেগেছে। আমিও শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
খুব সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুধুমাত্র ডিম রান্না করে ডিমের ঝোল খাওয়া হয়েছে কিন্তু এভাবে সবজি এবং ডিম একসাথে রান্না করে কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্বাদু এবং লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া অনেক সময় খুব তাড়াতাড়ি রেসিপি তৈরি করতে হয় তখন এভাবে ডিমের রেসিপি তৈরি করে খেতে খুবই ভালো লাগে। আপনি ভাজা ডিম ও সবজি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আমিও মাঝে মাঝে সময় না থাকলে এভাবে ডিমের রেসিপি তৈরি করি। আমার কাছে ডিমের এই রেসিপি অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার রেসিপিটি সত্যি অনেক আকর্ষণীয় এবং মজাদার একটি রেসিপি, অল্প সময়ের দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন, সবজি দিয়ে ভাজা ডিম খেতে খুবই সুস্বাদু হয়, আপনার ভাজা ডিম ও সবজির মিশ্রণে তৈরি মজাদার ডিমের ঝোল তরকারি অসাধারণ হয়েছে, এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এরকম ডিমের ঝোল খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। ডিম ভাজি দিয়ে ঝোল এর রেসিপি। গ্রামে থাকতে এরকমভাবে গিয়েছিলাম আমি। খুব সুন্দর করে এই রেসিপির প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন।যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই ঝোল রেসিপিটা আমাদের বাসায় মাঝে মাঝে করে তবে আমি খেতে পারি না আফসোস খুব সুন্দর হয়েছে আপনার রেসিপিটা ধন্যবাদ গুছিয়ে শেয়ার করার জন্য।
এই রকম ভাজা ডিম দিয়ে আলু দিয়ে খেয়েছি,আমার কাছে ভালো লাগে খেতে।তবে পটল দিয়ে খাওয়া হয়নি,তবে রেসিপি দেখে বেশ ভালো হয়েছে,মনে হচ্ছে। ভালো লাগলো। ধন্যবাদ