লেভেল-২ হতে আমার অর্জন। || By-shabab7 || 10% beneficiary for clever shy-fox.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম,

আমার বাংলাব্লগের ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে আমার @abb-school
level-2 এর লিখিত পরীক্ষা দিতে হাজির হয়েছি।

@abb-school এর ভাইয়ারা তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদেরকে কোয়ালিটি সম্পন্ন ব্লগার হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তারা খুব সুন্দরভাবে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছি।
@abb-school level-1 আমি সফলতার সাথে পাশ করে এসেছি। এবং level-2 থেকে আমি যা যা অর্জন করতে পেরেছি তা নিম্নে লেখার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি আশা করি আপনাদের সকলের মাঝে ভালোভাবে তুলে ধরতে পারবো।

IMG-20220312-WA0000.jpg

Device: iphone x



১) কী-কে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি?
  • উত্তরঃ কী-কে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি
  • ১. পাবলিক কী ও
  • ২. প্রাইভেট কী।

2) পাবলিক কী কি?

  • উত্তরঃ পাবলিক কী আসলে উন্মুক্ত যা সংরক্ষণ করার তেমন দরকার নেই। ব্লকচেইনের ডাটা এনক্রিপ্ট করে দেখতে চাইলে এই কী ব্যবহার করতে হয়।

৩) প্রাইভেট কী কি? এই কী কত প্রকার এবং কি কি?

  • উত্তরঃ প্রাইভেট কী অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলোকে বিভিন্নভাবে লেয়ারিং করা হয়েছে। একেকটা কী এর কার্যক্রম একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে যাতে করে যে কাজের জন্য যে কী ব্যবহার করা দরকার এই কী ব্যবহার করা যেতে পারে।
  • এই কী কে ৪ ভাগে ভাগ করা হয়েছে :-
    ১. পোস্টিং কী
    ২. অ্যাক্টিভ কী
    ৩. উনার কী
    ৪. মেমো কী

৪) পোস্টিং কী এর কাজ কি?

  • উত্তরঃ এই কী কেবলমাত্র সোশ্যাল এক্টিভিটিস এর জন্য ব্যবহার করা হয়। পোস্ট কমেন্ট ভোট দেয়ার মত কাজগুলো এই কি দিয়ে করা হয়। এছাড়াও পোস্ট এডিট কমেন্ট এডিট এবং রিস্ট্রিম করার ক্ষেত্রেও এই কী ব্যবহার করা হয়। এর বাইরে এ কী দিয়ে অন্য কোন কাজ করা সম্ভব নয় এটি অন্যান্য কি থেকে কম সেনসিটিভ কি হিসেবে ধরা হয়।

৫) অ্যাক্টিভ কী এর কাজ কি?

  • উত্তরঃ এই কী দিয়ে একাউন্টের আর্থিক কাজগুলো করতে হয়। কোন লেনদেন করতে চাইলে এই কী অবশ্যই প্রয়োজন হবে। তাই বোঝা যাচ্ছে এটি একটি সেনসিটিভ কী। এই কী দিয়ে পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন করা যায়। কেউ যদি এই অ্যাক্টিভ কী পেয়ে যায় তাহলে সে মুহূর্তেই অ্যাকাউন্ট থেকে লিকুইড steem বা SBD ট্রানস্ফার করে নিতে পারবে।

৬) উনার কী এর কাজ কি?

  • উত্তরঃ নাম শুনেই বোঝা যাচ্ছে এটি এক ধরনের মালিকানা সংক্রান্ত কী অর্থাৎ ব্লকচেইনে যদি যদি মালিকানা প্রমাণ করতে হয় তাহলে এই কী প্রয়োজন হবে। যদি কোন কী হারিয়ে যায় বা অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে একটি কী রিকভার অথবা একাউন্ট রিকভার করার ক্ষেত্রে এই কী সহযোগিতা করে। এই কী যার কাছে থাকবে সে ওই অ্যাকাউন্টের মালিকানা দাবি করতে পারবে। তাই বলা যায় এই কী অন্যান্য কী
    থেকে অনেক বেশী সেনসিটিভ এবং এটিকে আলাদা জায়গায় অনেক যত্ন করে লিখে রাখা বা অনেক ভালভাবে ব্যাকআপ রাখা উচিত।

৭) মেমো কী এর কাজ কি?

  • উত্তরঃ কাউকে প্রাইভেট মেসেজ পাঠাতে কিংবা পেতে এবং যেকোনো সাংকেতে পরিবর্তন করে পাঠাতে যা পরবর্তীতে দেখা যাবে সে ক্ষেত্রে এই কী ব্যবহার করতে হয়। এই কী এর ব্যবহার খুবই কম এবং এর সম্বন্ধে বেশি না জানলেও চলে। এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে এবং এনক্রিপ্ট করা মেসেজ দেখতে এই কী এর ব্যবহার রয়েছে।

৮) মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি?

  • উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড অ্যাকাউন্ট খোলার সময় পাওয়া যায় অথবা নিজে জেনারেট করা হয়। উপরোক্ত আলোচনার সবগুলো কী মূলত এই মাস ওয়ার্ড পাসওয়ার্ড এর ভিত্তিতে তৈরি । তাই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কি এর কার্যক্রম পরিচালনা করা যায়। এটি আপনার স্টিমিট অ্যাকাউন্ট সংরক্ষণের সবচেয়ে বড় ভূমিকা রাখে। এবং এটি সব কী গুলো থেকেও সেনসিটিভ এটি কোন কী নয় মূলত এটি একটি পাসওয়ার্ড।

৯) মাস্টার পাসওয়ার্ড নিরাপদে রাখার জন্য আপনার প্ল্যান কি?

  • উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড যেহেতু সবগুলো কিয়ের মাথা তাই এটিকে খুব ভালোভাবে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।
    ১. পিডিএফ ফাইলটি প্রিন্ট করে রেখে দিতে হবে।
    ২. ডাইরি অথবা কোন খাতায় লিখে রাখতে হবে।
    ৩. গুগোল ড্রাইভএ আপলোড দিয়ে রাখা যাবে।
    ৪. কম্পিউটার অথবা মোবাইলে নোটপ্যাড এ লিখে রাখতে হবে।

১০) পাওয়ার আপ কেন জরুরী?

  • উত্তরঃ স্টিম পাওয়ার এর কাজ হল স্টিমিট একাউন্টের শক্তি বৃদ্ধি করা।স্টিমিটে স্থায়ীভাবে কাজ করতে গেলে একাউন্ট এর সমৃদ্ধি বাড়াতে হবে আর তার জন্য পাওয়ার আপ করতে হবে। স্টিমিট একাউন্টের যতো পাওয়ার থাকবে সেই ইউজারের একাউন্ট ভ্যালু ততো বৃদ্ধিপবে। পাওয়ার আপ বলতে স্ট্রিমকে পাওয়ার অপ করে স্টিম পাওয়ার এ কনভার্ট করাকে বোঝায়।

১১) পাওয়ার অফ কিভাবে করা হয় ?

  • উত্তরঃ প্রথমে আপনাকে অ্যাক্টিভ কী দিয়ে লগইন করতে হবে। অ্যাক্টিভ কি দিয়ে লগইন করলে আপনি আপনার ওয়ালেট এর অবস্থান দেখতে পাবেন। স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে কয়েকটি অপশন বাটন পাওয়া যাবে সেখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাউন্টি যত পরিমাণ লিকুইড স্টিম দেখতে পাবেন তার থেকে যতটুক ইচ্ছা পাওয়ার আপ করতে পারবেন।

১২) সেভিংস এ থাকা steem অথবা SBD উইথড্র দিয়ে ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হতে কতদিন সময় লাগে?

  • উত্তরঃ সেটিংস এ থাকা steem অথবা SBD ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হতে ৩ দিন সময় লাগে।

১৩)মেমো ফিল্ডের কাজ কি?

  • উত্তরঃ কাউকে steem অথবা SBD ট্রানস্ফার করে থাকি ওই ট্রানজেকশন এর সাথে কিছু গোপন অথবা কোন কোড দিতে চাইলে মেমো ফিল্ড ব্যবহার করতে হয়। মোটকথা এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে এবং এনক্রিপ্ট করা মেসেজ দেখতে এটি ব্যবহার করা হয়।

১৪) ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস পি নিজের একাউন্টে ফেরত আসে?

  • উত্তরঃ ডেলিগেশন ক্যানসেল করার মূলত ৫ দিন পরে উক্ত এস পি নিজের কাছে ফেরত আসে।

১৫).ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

  • উত্তরঃ এক্ষেত্রে আমার পূর্বের ডেলিগেশন এর সাথে নতুন ডেলিগেশন যোগ করে পরিমাণটি লিখতে হবে। যেমন আগে যদি ডেলিগেশন থাকে ২০০ এস পি এবং বর্তমান ডেলিগেশন থাকে ১০০ এস পি তাহলে লিখতে হবে মোট ৩০০ এস পি।

আশাকরি আপনাদের মাঝে লেভেল-২ থেকে শিখা বিষয় গুলি ভালো ভাবে উপস্হাপন করতে পেরছি।

Sort:  
 2 years ago 

পর্যায়ক্রমে level-1 পার করে লেভেল 2 এর এক্সাম দিয়েছেন আশা করি আপনি উত্তীর্ণ হবেন। লেভেল 2 থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সেগুলা মোটামুটি আমাদের মাঝে ভালোভাবে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

অভিনন্দন লেভেল দুই হতে আপনি এবিবি স্কুল এর ক্লাস করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।নিজের মেধা দিয়্র কাজ করে এগিয়ে জান সেই কামনা করি।

আপনাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। লেভেল টু সম্পর্কে আপনি খুব ভালোভাবে জেনেছেন তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আপনি সুন্দর ভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আর কী গুলো সম্পর্কে আপনি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

আপনি লেভেল ২ এর বিষয় বস্তু গুলো খুব ভালো ভাবে বুঝতে পেরেছেন। আশা করি শিগ্রই এই লেভেল অতিক্রম করে যাবেন। সামনের লেভেল গুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই। ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনি লেভেল টু হতে অনেক ভালো জ্ঞান অর্জন করেছেন। লেভেল টু চামড়া অনেক গুরুত্বপূর্ণ কিছু কী এবং পাওয়ার আপ ও ডেলিগেশন সম্পর্কে শিখতে পেরেছি। এভাবে আপনি আপনার পরবর্তী লেভেল গুলোতে ভালোভাবে শিখে একজন পরিনত ইউজার হয়ে উঠবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আমাদের মাঝে পোস্ট টি শেয়ার করার জন্য । অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাহ আপনার উপস্থাপনা টা দারুন ছিল। দেখে বোঝা যাচ্ছে লেভেল 2 এর প্রত্যেকটি বিষয় সম্পর্কে বেশ ভালোভাবেই জেনেছেন। আশা করছি খুব শীঘ্রই লেভেল টু এর ট্যাগ ও পেয়ে যাবেন। এভাবেই এগিয়ে চলুন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি সবসময় একটা কথাই বলি, অর্জিত কোনো কিছু হয় না বর্জিত। আপনার অর্জন আপনারই রয়ে যাবে। তবে শুধু মনোযোগ এবং কন্টিনিউ এবিবি স্কুলের ক্লাস গুলো করে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার এই শিক্ষা যাত্রার জন্য। ভালো থাকুন সবসময়।

 2 years ago 

লেভেল 2 ক্লাস করে আপনি তো অনেক কিছুই শিখতে পারলেন দেখলাম। খুবই সুন্দর ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন। আপনার প্রত্যেকটি প্রশ্ন এবং প্রশ্ন উত্তর গুলো সবারই খুবই কাজে লাগবে। আশা করব পরবর্তী ক্লাসগুলো করে আরো অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

লেভেল-২ হতে অনেক কিছুই অর্জন করেছেন দেখছি। খুব ভালো পরিক্ষা দিয়েছেন আপনি। প্রতিটি ধাপ খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্য

 2 years ago 

লেভেল দুই থেকে যে বিষয়গুলো শিখতে পেরেছেন সেগুলো খুব সুন্দর ভাবে আপনার পোস্টে উপস্থাপন করেছেন।এছাড়াও নিচের প্রশ্নগুলোর ও সঠিক উত্তর দিয়েছেন। আশা করি খুব শীঘ্রই পরবর্তী ধাপে উন্নীত হতে পারবেন।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58559.96
ETH 3156.41
USDT 1.00
SBD 2.44