||ছোট বোনের জন্মদিন উপলক্ষে ফরিদপুরের তিন তারকা মানের রেস্টুরেন্টে খেতে যাওয়া ||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে মহান রাব্বুল আলামিনের মেহেরবানীতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে আমার ছোট বোনের উপলক্ষে ৩ তারকা রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার এবং পরিবারের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।

IMG-20230211-WA0020.jpg

আমার ছোট বোনের জন্মদিন উপলক্ষে পরিবারের সকলে মিলে গিয়েছিলাম ফরিদপুরের সুনামধন্য তিন তারকা মানের নোরা ক্যাফ রেস্টুরেন্ট টিতে। এটি ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র খাবাসপুর মরে খাবাসপুর জামে মসজিদের বিপরীত পাশেই অবস্থিত।

IMG_20230211_182310.png

রেস্টুরেন্ট খুবই আকর্ষণীয়ভাবে সাজানো গোছানো এবং মনোরম। রেস্টুরেন্ট দিতে তাদের গেস্ট বসার পর্যাপ্ত জায়গা রয়েছে। এখানে যেকোনো বড় মাঝারি এবং ছোট সব ধরনের পার্টির আয়োজন করা যাবে। এই রেস্টুরেন্টের পরিবেশটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং তাদের পরিবেশটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।

IMG_20230211_182752.png

রেস্টুরেন্টের ডেকোরেশনটি আমার কাছে খুব ভালো লেগেছে। রেস্টুরেন্ট ফরিদপুরের আর অন্যান্য রেস্টুরেন্ট থেকে ভিন্ন ধচের। রেস্টুরেন্টিতে ঢুকতেই চোখে পড়বে দরজার উপরে করা একুরিয়ামটির দিকে যেখানে নানান ধরনের বিভিন্ন রংয়ের মাছ রয়েছে এবং রেস্টুরেন্টের দেয়ালে জুড়ে রয়েছে নানা ধরনের রঙিন ক্যানভাস যা দেখতে খুবই মনোরম এবং আকর্ষণীয়।

IMG_20230211_183723.png

আমরা অন্যান্য দিনের তুলনায় আজ একটু ভিন্নধর্মী কিছু অর্ডার করেছিলাম। তার মধ্যে প্রথম খাবারটি ছিল চিকেন স্টেক, ফ্রাইড রাইস, ভেজিটেবল্স, সালাদ এবং আরেকটি ছিল গ্রিল চিকেন, ফ্রাইড রাইস,ভেজিটেবল, সালাদ। আলহামদুলিল্লাহ তাদের খাবার গুলো খুবই সুস্বাদু ছিল।

IMG_20230211_184510.png

তারা খুবই আন্তরিকতার সাথে খাবারটি পরিবেশন করেছিল এবং খাওয়া দাওয়া শেষে তারা আমাদের কমপ্লিমেন্টারি কফি খেতে দিয়েছিল। কফি টাও আলহামদুলিল্লাহ খেতে ভালই ছিল। কফির চাঁদের তুলনায় ডেকোরেশন টি বেশি আকর্ষণীয় ছিল।

IMG_20230211_185543.png

ছোট বোনের জন্মদিন উপলক্ষে দিনটি বেশ ভালই কাটিয়েছিলাম এবং সেদিনের কিছু ক্যামেরা বন্দি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পোস্টটি পড়ে আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজা আর নয় দেখা হবে পরবর্তী কোনো পোস্টে নতুন কিছু নিয়ে। কতদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা।

Device : Iphone X, Redmi note 10 lite

সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

logo.gif

Sort:  
 2 years ago 

প্রথমে আপনার ছোট বোনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। ছোট বোনের জন্মদিন উপলক্ষে অনেক খাবার খেয়েছেন।কফি আমারও খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মূহুর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

প্রথমেই জানাই আপনার ছোট বোনের জন্য জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। এমন দিনটি ওর জীবনে বারবার ফিরে আসুক সেই দোয়া করি। আপনি আপনার বোনের জন্মদিন উপলক্ষে ফরিদপুরের তিন তারকা মানের রেস্টুরেন্টে পরিবারের সবাইকে নিয়ে খেতে গিয়েছেন জেনে অনেক ভালো লাগল।আপনারা বেশ ভালো খাবার খেয়েছেন, খাবার শেষে আবার কফি খেয়েছেন জেনে অনেক ভালো লাগল। জন্মদিন উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সময় কাটিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কাটানো সময়টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমেই আমি আপনার ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন। দিনটি আপনারা দারুন ভাবে উপভোগ করেছেন। দিনটিকে কেন্দ্র করে আপনারা ফরিদপুরের পাশ তিন তারকা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

শুরুতেই আপনার ছোট বোনের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো ৷ ছোট বোনর জন্মদিন উপলক্ষে রেস্টুরেন্টে আপনাদের খাওয়া দাওয়ার সুন্দর মুহূর্ত দেখে অনেক ভালো লাগলো ৷ দারুণ কিছু সময় অতিবাহিত করেছেন ৷ ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনার ছোট বোনের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শুভ জন্মদিন। জন্মদিনের উপলক্ষে রেস্টুরেন্টে খেতে যাওয়ার মুহূর্ত খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন। কফি খাওয়ার অনুভূতি খুবই অসাধারণ। কফির ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে । এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার ছোট বোনের দীর্ঘায়ু কামনা করছি। জন্মদিনের শুভেচ্ছা। আপনি একদম বড় ভাইয়ের মত কাজ করেছেন। ছোট বোনকে নিয়ে তিন তারা মানের রেস্টুরেন্টে গিয়েছেন এবং তাতে নিশ্চয়ই আপনার বোন অনেক খুশি হয়েছে। খাবার দেখে ত লোভ লেগে গেল। রেস্টুরেন্টের পরিবেশ সত্যিই অনেক সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড ছিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। এত সুন্দর করে মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই রেস্টুরেন্টের নাম ইদানিং অনেক শুনছি। ছবি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। তবে এটা যে তিন তারকা মানের তা জানা ছিলনা। কফিটা আসলেই দেখতে বেশ আকর্ষনীয়। খাবারের প্রাইসটা দিলে ভালো হতো। ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া নোরা ক্যাফে এবং শিরিন গার্ডেন এ দুটি বলা চলে ফরিদপুরে তিন তারকা মানের রেস্তোরা। তাদের খাবারের দামটা অন্যান্য রেস্তোরাঁ থেকে একটু বেশি হলেও খাবারের গুণ ওমান অনুযায় থেকে আলাদা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32