|| ফ্যামিলি পিকনিকে গাজীপুর সাফারি পার্কে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা পর্ব - ২ ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে মহান রাব্বুল আলামিনের মেহেরবানীতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি।

IMG-20230218-WA0044.jpg

এর আগে আপনাদের সাথে ফ্যামিলি পিকনিকে গাজীপুর সাফারি পার্কে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার ১ম পূর্ব শেয়ার করেছিলাম আজ তার ২য় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। আমাদের ঘুরতে যাওয়ার সবারই প্রার্থীর মূল আকর্ষণিক কেন্দ্র বৃন্দ ছিল উন্মুক্ত চিড়িয়াখানা। যেখানে বিভিন্ন ধরনের পশু উন্মুক্তভাবে তাদের দেখা যায় এবং উপভোগ করা যায়। তবে এর জন্য আমাদের একটি মিনি বাসে করে যেতে হয়েছিল।

IMG-20230218-WA0034.jpg

বাসে করে উন্মুক্ত চিড়িয়াখানায় ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পেলাম তিনটি জিরাফ এর এবং জিরাফ গুলি উন্মুক্তভাবে এখানে বিচরণ করছিল। সবাই বাপের জানালা দিয়ে তাদের ছবি তুলছিল আমরাও যেগুলি ছবি তুলতে আর দেরি করিনি। আসলে জিরাফ আমাদের দেশে সচরাচর দেখা যায় না তাই সাফারি পার্কে জিরাফ গুলিকে দেখে নিজের কাছেই বেশ উৎফুল্ল লাগছিল।

IMG-20230218-WA0042.jpg

বনের ভিতরে মিনি বাসে করে আরেকটু যাওয়ার পর দেখতে পেলাম কয়েকটি জেব্রার। জেব্রা গুলো একত্রে পানি খাচ্ছিল। আসলে আমাদের কাছে এসব প্রাণীগুলো খুব পরিচিত মনে হল এগুলো আমাদের দেশে চিড়িয়াখানা ছাড়া সচরাচর দেখা মেলেনা এমনকি সব চিড়িয়াখানাতে এগুলো দেখতে পাওয়া যায় না। তবে এই সাফারি পার্কে এগুলো সবই উন্মুক্ত অবস্থায় উপভোগ করার সুযোগ মিলে যা কিনা এই পার্কের মূল আকর্ষণ।

IMG-20230218-WA0041.jpg

বনে আরো কিছুদূর আগানোর পর দেখতে পেলাম একটি হরিণ শাবককে যে কিনা ঘুরে ঘুরে বিভিন্ন গাছের পাতা ও তৃণমূল খাচ্ছিল। এখানে যদিও বড় হরিণ ছিল তবে আমার কাছে এই হরিণ শাবকটিকেই বেশি সুন্দর লাগছিল। শাবকটি তার নিজের মত করে ঘুরে বেড়াচ্ছিল যা দেখে মনে হচ্ছিল সে আসলে এখানে স্বাধীনভাবে বিচরণ করতে পারছে। আসলেই স্বাধীনতার স্বাদ সকলের উপভোগ করতে পছন্দ কর।

IMG-20230218-WA0035.jpg

বনের আরেকটু ভিতরে যেতেই দেখা মিলল একটি গেটের যেটিতে লেখা ছিল সিংহ সাফারি। যা দেখে বুঝতে পেলাম এটির ভেতরের দিকে হয়তো সিংহ রাখা আছে। তো ভেতরে ঢোকার পর একটু অবাকই হলাম কারণটি ছিল এখানেও সিংহের মত হিংস্র প্রাণী কে তারা উন্মুক্ত অবস্থায় ছেড়ে রেখেছিল এবং আমরা বাসে বসে একটি নিরাপদ দূরত্ব থেকে ছড়াছড়ি চিহ্নটিকে দেখতে পাচ্ছিলাম। আসলে বনের রাজা কে এভাবে উন্মুক্তভাবে বনে বিতরণ করতে দেখে বেশ ভালই লাগছিল।

IMG-20230218-WA0040.jpg

এরপর সিংহের দিকে বের হওয়ার পর বনের ভিতর দিয়ে আগিয়ে এগিয়ে যাওয়ার সময় দেখা মিলল এক ভিন্ন ধরনের প্রাণীর সাথে যেটির সাথে আমরা কেউই হয়তো তেমন একটা পরিচিত নই। এটিকে অনেকে পাহাড়ি গাই বলে থাকে আবার অনেকে চৌমুরি গায়ও বলে থাকে। তবে আমি এটার সঠিক নাম জানতে পারিনি। এই পাহাড়ি গাই দেখার অভিজ্ঞতা আমার লাইভে এই প্রথমেই হলো আগে কখনো এই গাই দেখার সৌভাগ্য আমার হয়নি। আর সাফারি পার্কে চোখের সামনে একদম কাছ থেকে দেখে খুব ভালো লাগছিল। এটি দেখতে আমাদের দেশীয় গাই থেকে অনেকটা বড় এবং দেখতেও হিংস্র প্রকৃতির।

এই ছিল আমার সাফারি পার্কের মিনি বাসে করে বন ভ্রমণ অভিজ্ঞতা যেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।

আজ এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো পোস্টে নতুন কিছু নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা।

Device : Iphone X

Location : https://maps.app.goo.gl/urwBcCBjQNbadPwZ7

সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

logo.gif

Sort:  
 last year 

ফ্যামিলি পিকনিকে গাজীপুর সাফারি পার্কে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা পোস্ট পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। সাফারি পার্কে দেখছি অনেক রকমের পশু রয়েছে। ঢোকার সময় যদি এরকম সৌন্দর্যতা উপভোগ করা হয় তাহলে ভেতরে গিয়ে কিরকম সময় অতিবাহিত করেছেন ভাবতেই পারছি না। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু ভালো ছিল।

 last year 

সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

পিকনিক আমার খুবই পছন্দের। আপনি আপনার পরিবার নিয়ে সাফারি পার্কে ঘুরাঘুরি করে রেখেছেন দেখছি। এভাবে এরকম একটি জায়গায় ঘোরাঘুরি করার মুহূর্ত সত্যি অন্যরকম হয়। এই পার্কটিতে তো দেখছি অনেক রকমের পশু আছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই প্রশ্নগুলো দেখে ভীষণ ভালো লাগলো। দেখে বুঝতে পারছি বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন তাহলে।

 last year 

পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

গাজীপুর সাফারি পার্কে ফ্যামিলির সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে তবে আমি সত্যিই রীতিমতো অবাক হয়ে গেলাম যে, সিংহের মতো এতো হিংস্র প্রাণীকে তারা উন্মুক্ত অবস্থায় রেখেছেন। যখন তখন যদি মানুষের উপর হামলা করে তাহলে তখন কি হবে..!! যাইহোক আপনাদের এই ভ্রমণের সুন্দর মুহূর্তটা দেখে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59426.36
ETH 2654.07
USDT 1.00
SBD 2.43