|| বন্ধুদের সাথে এক বিকেলে ঘুরতে বের হয়ে কিছু ফটোগ্রাফি করা ||১০% লাজুক খ্যাঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে মহান রাব্বুল আলামিনের মেহেরবানীতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি।

IMG20230331141129.jpg

IMG20230331162254.jpg

সিয়াম সাধনার মাস রোজার মাস চলছে আর এই রোজার মাসে বিকেলে কিছুটা সময় ঘোরাঘুরি করে কাটাতে আমার বেশ ভালো লাগে। তাই মাঝেমধ্যেই বন্ধুরা মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে যাই। তো এদিনও তার ব্যতিক্রম কিছু ছিল না হঠাৎ বন্ধুরা মিলে প্লান করলাম কোথাও ঘুরতে বের হব তবে সেটা হবে শহরের বাইরে। বরাবরই আমি গ্রামের দিকে ঘুরতে পছন্দ করি কারণ সেখানে প্রাকৃতিক দৃশ্যগুলো আমার খুবই মনোরঞ্জন করে থাকে। বলতে পারেন এক কথায় প্রকৃতি প্রেমিকই বটে। তো শহর থেকে যখন বের হয় তখন চোখে পড়েছিল এই বটগাছটি এই গাছটি দেখতে খুবই সুন্দর লাগছিল গাছটির পাকা পাতার ফাঁকে ফাঁকে নীল আকাশের অভাব অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। এরপর আমরা গিয়েছিলাম সকলের নিকটস্থ চর আদমপুরের দিকে।

IMG20230331144557.jpg

IMG20230331144706.jpg

এরপর সেখান থেকে আমরা গিয়েছিলাম গোল ডাঙ্গী গ্রামের দিকে সেখানে আমরা একটি ব্রিজের উপর কিছুটা সময় অতিবাহিত করেছিলাম ওই ব্রিজের উপর থেকে এই ফটোগ্রাফি দুটি করা হয়েছিল। জায়গাটি বেশ সুন্দর এবং খুবই সুমধুর স্নিগ্ধ হাওয়া এসে গায়ে লাগছিল। যা রোজার ক্লান্তি থেকে একদমই কমিয়ে দিচ্ছিল।

IMG20230331150937.jpg

IMG20230331161639.jpg

IMG20230331161637.jpg

এরপর সেখান থেকে একটু এগিয়ে যাওয়ার পর চোখে পড়েছিল সবুজ ফসলের ঘেরা ক্ষেত এবং তারই এক পাশে চোখে পড়ল একটি ভুট্টা বাগানের। ভুট্টা বাগান দেখে ভুট্টা পুড়িয়ে খাওয়ার এক শখ জাগলো আমার মনে। পরে সেখানকার লোক খুঁজে তাদের কাছে বলে দুটি ভোটটা সেখান থেকে আমি নিয়েছিলাম। বেশ সুন্দর একটি সময় সেখানে অতিবাহিত করেছি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি।

IMG20230331162407.jpg

তো ঘুরতে ঘুরতে ইফতারের সময় হয়ে আসছিল তো আমরা আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় ফেরার পথে আবারও চোখে পড়ল একটি কুসুম ফুলের বাগানের। আপনাদের সাথে শেয়ার করার জন্য সেখানকার একটি ফটোগ্রাফি করেছিলাম। আসলে এই কুসুম ফুলের বাগান দেখতে অত্যন্ত সুন্দর লাগে। রঙিন এই ফুলগুলি দেখে চোখ জুড়িয়ে আসে। সেখানে বেশ ভালই কিছু সময় অতিবাহিত করে বাসায় ফিরে আসি।

এই ছিল আমার বন্ধুদের সাথে এক বিকেলে ঘুরতে বের হয়ে কিছু ফটোগ্রাফি যা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে। তবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টটি নতুন কিছু নিয়ে ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা।



ফটোগ্রাফার:@shabab7
ডিভাইস:Realme Narzo 50

সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

logo.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার হাতে ভুট্টা গুলো দেখে আমার নিজেরও খুব পুড়িয়ে খেতে ইচ্ছা করছে । আপনি তো দুটো নিয়েছেন আমাকে একটা দিয়ে দেন। যাইহোক ভাইয়া বিকেলে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে ভাইয়া। ভালো লাগছে গাছের পাতার ফাঁকে নীল আকাশের অভাব এর ফটোগ্রাফিটা। প্রকৃতির মাঝে এমন ঘোরাঘুরি করতে আমার কাছেও খুব ভালো লাগে ভাইয়া।

 2 years ago 

আসলেই ভুট্টা পুরা খেতে অসাধারণ লাগে। আপনার
ভুট্টা পুরা খাওয়ার দাওয়াত রইলো।

 2 years ago 

আসলে বিকালে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে প্রায় সবারই ভালো লাগে। নিশ্চয়ই আপনি বন্ধুদের সাথে ঘুরার মাধ্যমে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলেন। শেষে আবার দেখছি আপনার ভুট্টা পুড়িয়ে খাওয়ার ইচ্ছা জাগছিল। তাই সেখানে একজনের কাছ থেকে বলে দুইটা ভুট্টাও নিয়েছিলেন। যাইহোক সবমিলিয়ে আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলোর বেশ সুন্দর ছিল। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে পোষ্টটি পড়ে সুন্দর একটি মতামত দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68650.88
ETH 2429.74
USDT 1.00
SBD 2.37