RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৪
১।অত্যধিক শিকারের কারণেই হারিয়ে গেছে ম্যামথ.
২. চীনে প্যান্গলিন এবং পান্ডা হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড।
৩. ক্রিপ্টোজুলজি নাম এই বিদ্যার।
৪. পুরুষ ক্যাংগারু দেখতে অবিকল একজন বুড়ো মানুষের মুখের মতো দেখায়।
৫. "লেটুস" মহাকাশচারীদের কাছে এটি একটি প্রিয় সবজি ।
৬. Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়াএক মাসেরও বেশি বেঁচে থাকতে পারে.
৭. ভেনাস ফাইট্র্যাপ, ওয়াটারহুইল, সূর্যশিশির, কলসী উদ্ভিদ
মাংসাশী উদ্ভিদ বেশিরভাগই স্যাঁতস্যাঁতে জায়গায় জন্ম নেয়। এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন নিতে পারে না। তাই তারা বেঁচে থাকার জন্য এই রকম খাদ্য পদ্ধতি ব্যবহার করে।
৮. নখ ও চুল মৃত্যুর পরেও মানুষের বৃদ্ধি প্রাপ্ত থাকে অন্তত এক সপ্তাহ।
৯. জাক্সার্তেসের যুদ্ধ মহাবীর গ্রেট আলেকজান্ডার সর্বশেষ এই যুদ্ধের পরে অসুস্থ হয়ে মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১০. চেঙ্গিস খান পৃথিবীর সব চাইতে বেশি সংখ্যক গণহত্যার নায়ক।