মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ভাইয়া আপনাকে।লাল সবুজে ভরে উঠুক আমার দেশ,, বাঙালি জাতি।
মহান বিজয় দিবস উপলক্ষে আমার বাংলা ব্লগে আপনি খুবই চমৎকার একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন যা আমার কাছে অনন্য মনে হয়েছে।।
স্বাধীনতা তুমি সবুজ বাংলায়
♦জ্বলসে যাওয়া লাল গোলাপ,
ভাইয়া এই বানানটি একটু দেখে নিন জ্বলসে হবে নাকি ঝলসে হবে।
আপনার এই কবিতাটি পাঠ করার চেষ্টা করব ভাইয়া।সুযোগটা মিস করতে চাইনা♥♥
জ্বী, আমার বানানটি ঠিক আছে, আপনি বুঝতে ভুল করেছেন আপু। জ্বলসে যাওয়া মানেই হলো পুড়ে যাওয়া, আর ঝলসে যাওয়ার মানে হলো চকচক করা। আমি পুড়ে যাওয়াকে মিনস করেছি এখানে।
তাহলে উচ্চারণটা হবে জ্বলসে। অর্থাৎ "জ"