তেলেভাজা রেসিপি প্রতিযোগিতা | আলু ডিমের পা্পড় ও সুস্বাদু ডিম পিঠা | বাঙ্গালি খাবার @selinasathi1

আসসালামুয়ালাইকুম

স্বাগত জানাচ্ছি সকলকে আজকের এই তেলে ভাজা আলু-ডিমের পাপর রেসেপি নিয়ে আমি সেলিনা সাথী।

IMG_20210626_214507.jpg


উপকরন:

  • আলু
  • ডিম
  • সাদা আটা
  • চিনি
  • হলুদ গুড়া
  • লবন
  • জিরা গুড়া
  • সামান্য আদা
  • রসুন বাটা
  • স্বাদ মত লবন
  • মরিচ গুড়া
  • তেল

IMG20210626131009.jpg

IMG20210626131915.jpg


  • আসুন জেনে নেই কিভাবে আলু ও ডিমের পাপর বানাতে হয় এক নজরে দেখে নেই। আলু, ডিম,সাদা আটা সামান্য চিনি, হলুদ গুড়া, লবন জিরা গুড়া, সামান্য আদা ও রসুন বাটা, স্বাদ মত লবন, মরিচ গুড়া। প্রথমে আলু ছিলে পাতলা করে কেটে ছুড়ি দিয়ে ডিজাইন করে নিতে হবে।ভাল করে আলু গুলো ধুয়ে নিতে হবে।

IMG20210626131014.jpg


  • অল্প আঁচে আধা সিদ্ধ করে নিতে হবে।এর পর পানি নিংরিয়ে নিতে হবে।

IMG20210626132826.jpg


  • সব উপকরন গুলো এক সাথে ভাল করে মিশিয়ে নিতে হবে। এর পর সিদ্ধ আলু গুলো মিশ্রনে মেখে নিতে হবে।

IMG20210626132234.jpg

IMG20210626132313.jpg

IMG20210626132456.jpg

IMG20210626132806.jpg


  • চুলার জাল কমিয়ে কড়াই বসাতে হবে। পরিমান মত তেল দিয়ে আলু গুলো ভেজে নিতে হবে।

received_828728948068167.jpeg

IMG20210626133114.jpg

IMG20210626133210.jpg

IMG20210626133337.jpg


  • ভাজা হয়ে গেলে। অবশিষ্ট মিশ্রণের সাথে আটা মিশিয়ে চমৎকার স্বাদের ডিম পিঠা করে নিয়েছি। যা খেতে খুবই সুস্বাদু।

IMG_20210626_214335.jpg


  • তৈরি হয়ে গেল মজাদার আলু ডিমের পাপড় ও সুস্বাদু ডিম পিঠা।

received_515394806440377.jpeg



এই রিম-ঝিমঝিম বর্ষার দিনে, তেলেভাজা আলু ডিমের পাপড় ও সুস্বাদু ডিম পিঠা খেয়ে সময়টাকে আরো মধুমত করে তুলি। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে শুভেচছা ও অভিনন্দন যানাই। এই কমিউনিটির এডমিন ও মোডারেটের অসংখ্য ধন্যবাদ জানাই, এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

অনেক সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন আপু, খুব ভালো লাগলো আর আমাকে খেতে ইচ্ছে করতেছে।

 3 years ago 

চলে আসেন মজা করে খাবো এক সাথে।

কথাটা শুনে খুব ভালো লাগলো, যাব কই।

 3 years ago 

বাংলাদেশের একটি জেলা,
নীলফামারী নাম,
সদর থানায়
বাবু পাড়া গ্রাম।

এখনই যাইতেছি কিন্তু

 3 years ago 

সাবধানে নিরাপদে দেখে শুনে আসুন
স্বাগত আপনাকে।।।

আমি দুঃখীত যাইতে পারলাম না, বৃষ্টির কারণে, কিন্তু যাব কোন এক দিন, দেখা হবে।

 3 years ago 

আমি আশাবাদী

 3 years ago 

জীবে জল চলে আসছে আপু, খুবই চমৎকার ও স্বাদের রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ। চরে আসুন মজা করে খাব েক সাথে।

অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ। শুভ কামনা নিরান্তর

 3 years ago 

দারুন সুস্বাদু একটা খাবার, জিভে জল চলে এলো ।

 3 years ago (edited)

বাংলাদেশে আসলে দাওয়াত রইলো

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58006.10
ETH 3098.72
USDT 1.00
SBD 2.43