||বিশ্বকাপ ফুটবল ||প্রিয় দল আর্জেন্টিনা||~~~♥♥



আসসালামু আলাইকুম/আদাব

IMG_20221122_160452.jpg


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।
বন্ধুরা আপনারা অবগত আছেন যে, আমি ভীষণ অসুস্থ অবস্থায় বর্তমান দিন যাপন করছি। তারপরেও আজকে শিপুর পরীক্ষা ছিল। ওকে পরীক্ষার হলে নিয়ে গেলাম।। কিন্তু মনের ভেতর একটা টান টান উত্তেজনা ছিল। আজকে আর্জেন্টিনার খেলা। আর্জেন্টিনার ভক্ত সেই ছোটবেলা থেকে। আমার বাবা ছিল আর্জেন্টিনার ভক্ত। তাকে দেখে দেখে অনুপ্রাণিত হয়ে আর্জেন্টিনার ভক্ত হয়ে গেছি।আবারো সেই টান টান উত্তেজনায় বিশ্বকাপ ফুটবল খেলা।সে এক অন্যরকম ফিলিংস।বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে। খুব ইনজয় করি। খুব উপভোগ করি। শেরপুর পরীক্ষা শেষ হল দুপুর একটায় আর বিকেল চারটায় আর্জেন্টিনার খেলা কোথায় দেখব কিভাবে দেখবো ভেবে পাচ্ছিনা কারণ আমাদের টিভির সেটআপ বক্স নেই।আর তাই আমাদের বাসায় টিভি এখন প্রায় অচল।

IMG_20221122_170556.jpg


এদিকে শিপুর মন অনেক খারাপ । কারণ এখন পর্যন্ত সে তার প্রিয় দল আর্জেন্টিনার জার্সি কিনতে পারেনি। পরীক্ষা নিয়ে এতটাই ব্যস্ত।যাই হোক ওর পরীক্ষা শেষ হওয়ার পর, ওর মন মেজাজ অনেক খারাপ দেখে, বুঝতে পারলাম, যে জার্সির জন্য ওর মন খারাপ। তাই ওকে খাওয়া-দাওয়া করিয়ে মাথা ঠাণ্ডা করে। ওর হাতে টাকা দিয়ে বললাম বাবা একটা জার্সি কিনে নাও তোমার পছন্দমত।এরপর মুহূর্তে ওর মুখে হাসি দেখে মনটা ভরে গেল।


IMG_20221122_230634.jpg


আমরা সবাই মেসিকে বেশ পছন্দ করি। সিয়াম শিপু আমরা সবাই।এবার শিবু জার্সি কিনার জন্য দোকানে চলে গেল। ওর কয়েকটি বন্ধুকে সাথে নিয়ে বাইরে।এবং বন্ধুরা সবাই মিলে ওরা একসাথে খেলা দেখবে বাইরে।এদিকে আমি ছটফট করছি কোথায় খেলা দেখব কিভাবে খেলা দেখব।মোবাইলে দেখে তেমন তৃপ্তি পাই না।তাই নিজের মনকে মানাতে না পেরে পাশের এক মামার বাড়িতে গিয়ে খেলা দেখলাম।প্রথমদিকে সেই উত্তেজনা ছিল অনেক ভাল লাগছিল আর্জেন্টিনার খেলা দেখে।কিন্তু হাফটাইমের পর থেকে আর খেলা দেখতে কেমন যেন হৃদপিণ্ডটা কেঁপে কেঁপে উঠছিল।


IMG_20221122_230957.jpg

IMG_20221122_230414.jpg


যাইহোক সৌদি আরব যখন পরপর দুটি গোল দিলো তখন,তখন মনে হয় এই হৃদয় টা ভেঙে যাচ্ছে এরকম একটা অনুভূতি।তারপরও খুব ধৈর্য্য সহকারে শেষপর্যন্ত খেলা দেখলাম।মুহূর্তে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল।আসলে প্রিয় দল যখন হেরে যায় তখন দলের প্রতি কেমন যেন একটু অভিমান একটা খুব জন্ম দেয় আবার পরক্ষনেই সেটা ভুলে যাই।


IMG_20221122_230843.jpg

IMG_20221122_230812.jpg


যাই হোক অভিনন্দন জানাই বিজয়ী দল সৌদি আরব কে।খেলা দেখছিলাম আর বিশেষ বিশেষ কিছু মুহূর্তের ছবি তুলছিলাম মোবাইল দিয়ে টিভি থেকে।পরিশেষে এতটুকু বলব। জিতলেও আর্জেন্টিনা কে ভালবেসি। হারলেও আর্জেনটিনা কে ভালবাসি। ভালবাসি আর্জেন্টিনাকে।আশাকরি বিশ্বকাপ ফুটবল নিয়ে, আপনাদের সকলের একটা টান টান উত্তেজনা কাজ করছে আমার মত। যে যার প্রিয় দলকে নিয়ে।যাইহোক বন্ধুরা আবার সকলকে বিশ্বকাপ ফুটবল খেলার,উত্তেজনা ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। সকলে ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আজকের মত এখানেই।


IMG_20221122_170441.jpg

IMG_20221122_230523.jpg

IMG_20221122_230553.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আপনার মতো আমারও প্রিয় দল আর্জেন্টিনা। এবং প্রিয় খেলোয়াড় মেসি। সবারই একই অবস্থা হাফ টাইমের পর যেন মন ভেঙ্গে গেল। হাফ টাইমে আগে পড়া পর দুইটা গোল বাদ হয়ে গেল তখন থেকেই আরও বেশি মন খারাপ। মাঠে নেমেই যখন গোল দিল তখন ভেবেছিলাম আর কে আমাদের আটকাবে। জেনে ভালো লাগল যে আপনিও আর্জেন্টিনার সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টার রা এমন ভাবে লাফাচ্ছে যেন সৌদি আরব গোল দেয়নি ব্রাজিল গোল দিয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে ওই গোল দুটো যদি অফসাইড না হতো। তাহলে, আর্জেন্টিনা কালকে যেতে যেতে এটা নিশ্চিত
♥♥

 2 years ago 

আপনার সাথে দলের মিল এত সুন্দরভাবে মিলে যাবে এটা আগে বুঝতে পারিনি। আপু আমারও আর্জেন্টিনা খুব ফেভারিট একটি দল কিন্তু গতকাল আর্জেন্টিনা এবং সৌদি আরবের খেলা দেখে মনটা অনেক ভেঙে গেছে।

 2 years ago 

আপু গতকাল আর্জেন্টিনা এবং সৌদি আরবের খেলা দেখে, হার্টবিট বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিলো আমি বুঝি
স্টক করব । আবেগ-অনুভূতি এতটাই তীব্র হয়েছিল।♥♥

 2 years ago 

আপনার মতো আমিও আর্জেন্টিনার সাপোর্টার। ছোটো থেকেই এই দল টার সাপোর্ট করি। আর্জেন্টিনার আজকের হারে সত্যিই খারাপ লেগেছে। তবে একটা কথা শিকার করতেই হবে কালকের ম্যাচে সৌদি আরব অনেক ভালো খেলেছে। তাদের ডিফেন্স টা অনেক ভালো ছিল। খেলায় তো হার জিত থাকবেই। আশাকরি পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা জয়ী হবে।

 2 years ago 

আপনার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি। গতকাল অবশ্যই সৌদি আরব অনেক ভালো খেলেছে। আর সে জন্যই তাদের বিজয় হয়েছে।♥♥

 2 years ago 

আন্টি আমি কিন্তু ব্রাজিল ৷ তাই একটু দিমত পোষন করছি ৷ এবার ফাইনালে যাবে ব্রাজিল ৷
তবে আন্টি আপনার মতোই আমারও টিভি আছে কিন্তু সেটাআপ বক্স এখনো লাগানো হয় নি ৷ তাই আমিও খেলা দেখতে পারছি না ৷ তবে দুই একদিনের মধ্যে সেটআপ বক্স লাগাবো ৷ কারন ফুটবল খেলা তো বাঙালির ঐতিহ্য ৷

 2 years ago 

আপনি ব্রাজিল দলকে সাপোর্ট করেন। জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য অভিনন্দন। আমি আর্জেন্টিনা করি বলে, আপনার সাথে আমার দ্বিমত থাকবে। ঝগড়া হবে। এমনটি না। আসলে এটা একটি ভালো লাগার বিষয়।বিনোদনের বিষয়।♥♥

 2 years ago 

আমি খেলা দেখতে এমনিতে ভীষণ পছন্দ করি কিন্তু কোন দল সাপোর্ট করিনা। অনেকে দল নিয়ে ভীষণ ঝামেলা করে কিন্তু আমার কাছে সেগুলো ভালো লাগেনা খেলা দেখতে ভীষণ ভালোবাসি। কিন্তু এমনিতে শুনেছিলাম কালকে আর্জেন্টিনা হেরে গিয়েছিল। যার কাছে যে দল ভালো লাগে সে সেই দল সাপোর্ট করে। এখানে তো ঝগড়া ঝামেলা না করলেই ভালো হয়। ছোট ছোট ছেলেরা অনেক ঝামেলা করে এই বিষয়টি নিয়ে। যাইহোক আপনি আর্জেন্টিনা দল সাপোর্ট করেন এটা জেনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপু আসলেই যেকোনো প্রিয় জিনিস ই হচ্ছে মানুষের আবেগীয় দুর্বলতা। তাই আর্জেন্টিনা দলকে আমি সাপোর্ট করি বলে আমার ওখানে একটু দুর্বলতা আছে। এমনি করেই যে যে দলকে সাপোর্ট করে, সেই দলের প্রতি সবারই দুর্বলতা থাকে। তার মানে এই নয় যে, মারামারি করতে হবে। কাটাকাটি করতে হবে। ঝগড়া করতে হবে। এগুলো আমারও ভালো লাগেনা।
♥♥

 2 years ago 

আমিও আর্জেনটিনা সাপোর্টার। তবে আজ কষ্ট পেয়েছি আর্জেন্টিনার এই হেরে যাওয়াতে। তবে এই অফসাইড প্রযুক্তি না থাকলে আজ গোল হইতো ৪ টা। যাক সৌদি আরব যথেষ্ট ভালো খেলেছে। তাদের অভিনন্দন। আশা রাখি আর্জেন্টিনা পরের ম্যাচ জিতে যাবে।

 2 years ago 

খেলার মধ্যে হার-জিত থাকবেই। এটাই তো খেলার মজা তবে আমিও একটু কষ্ট পেয়েছি। যাইহোক আশা রাখছি পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা অনেক ভালো খেলা দেখাবে।

 2 years ago 

আজকের খেলাটি দেখে মনটা ভিষণ খারাপ ছিল। আসলে নিজেদের প্রিয়দল এতটি ম্যাচ টানা জিতার পর সৌদি আরবের মতো দুর্বল দলের সাথে হারবে।মানতে কষ্ট হয়।আসলে খেলায় হার জিত থাকবেই। আর আপনি ও যে আর্জেন্টিনার সার্পোটার জেনে খুব ভালো লাগলো। সামনের ম্যাচে আর্জেন্টিার জয়ের অপেক্ষায় রহিলাম। সৌদি আরবকেও জয়ী হওয়ার জন্য অভিনন্দন।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি, খেলার মধ্যে হার-জিত থাকবেই তাই বলে সৌদি আরবের সাথে এভাবে হেরে যাবে কখনো কল্পনা করতে পারেনি। সর্বোপরি সৌদি আরব টিমের জন্য শুভকামনা রইল। আশা করি পরবর্তী ম্যাচ গুলোতে আর্জেন্টিনা অনেক ভালো খেলবে।।

 2 years ago 

আপু আজকে আপনাদের আর্জেন্টিনা সম্পূর্ণ খেলাকে নষ্ট করে দিয়েছে।আমিও খেলা দেখছিলাম প্রথম ভালো খেলেছিল। এরপর কি হয়েছে বোঝতেই পারলাম না। অবশেষে হেরেই গিয়েছে। আমার ছেলে জার্সি পড়ে খেলা দেখতে বসে গিয়েছিল। ‌‌‌‌‌যেই দেখলো হেরে যাচ্ছে তখন সাথে সাথে খোলে ফেলে।তবে চিন্তা করবেন না সামনে জিততে পারে।

 2 years ago 

হা হা হা,,খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। আর যে দলকে ভালোবাসি। সেই দলটি হারলেও ভালোবাসি। জিতলেও ভালবাশি। তাই ভালবেশে যে জার্সি গায়ে দিয়েছি, সেটা তো হেরে গেলে খুলবো না।
তবে হেরে যাওয়াটা অনেক আঘাত করে হৃদপিন্ডে এটা স্বাভাবিক।♥♥

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81