পাওয়ার আপ কনটেস্ট- সপ্তাহ ৪ || ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||
শক্ত হাতে হাল ধরেছি
চিত্তে অনেক জোর
পাওয়ার আপের গুরুত্বটা
কেটে দিয়েছে ঘোর।।
সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন।আশা করি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
আমি টার্গেট ডিসেম্বরকে সামনে রেখে আগেও পাওয়ার আপ করেছি। আজ আবার ৫০ স্টিম পাওয়ার আপ সম্পূর্ণ করলাম।
আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত এই পাওয়ার আপ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন @rex-sumon
ভাইয়াকে মনের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।এত চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত বোধ করছি।।
আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন আমার টার্গেট ডিসেম্বরে টার্গেট অনুযায়ী আমার সক্ষমতা বৃদ্ধি করতে পারি।।
আবারো আমার বাংলা ব্লগের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে
পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করলাম।।আমি নিজেও চাই আমার সক্ষমতা বৃদ্ধি হোক।আমি এক নতুন আমিতে রুপান্তরিত হই।।ইনশাআল্লাহ এই পাওয়ার আপ প্রক্রিয়া চলমান থাকবে।।
পরিশেষে আবারো সকলকে আহ্বান জানাই
নিয়মিত পাওয়ার আপ করি
সক্ষমতা বৃদ্ধি করি♥♥
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভাল থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবসময়।।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।









আজকে আমিও পাওয়ার আপ করলাম আমিও। আপু আমি আমার শক্তি বৃদ্ধি করেছি আপনিও দেখে আপনার শক্তিবৃদ্ধি করছেন দিন দিন, খুব ভালো একটা উদ্যোগ আপু ভালো লেগেছে আমার কাছে আপনার পাওয়ার বৃদ্ধি দেখে শুভকামনা আপনার জন্য।
পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। তাই আপনি যেমন নিজের সক্ষমতা বৃদ্ধি করছেন আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি সক্ষমতা বৃদ্ধি করার জন্য।আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আপনি আমার জন্য দোয়া করবেন।♥♥
ঠিকই বলেছেন ভাইয়া। স্বক্ষমতা বৃদ্ধির বিকল্প নাই। স্টিমিট প্ল্যাটফর্মে। তাই চেষ্টা করছি নিজের সক্ষমতা বৃদ্ধি করার জন্য। দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা♥♥
পাওয়ার আপ করা মানেই নিজের ক্ষমতা বৃদ্ধি করা, সেই সাথে নিজের অবস্থান শক্ত করা। আপনার কাজ কে আমি সাধুবাদ জানাই, এভাবে আস্তে আস্তে পাওয়ার আপ করতে থাকলে আপনি একটা সময় অনেক ভালো একটা অবস্থানে যেতে পারবেন বলে আশা রাখি। শুভকামনা রইল আপনার জন্য
আপনি একদম ঠিকই বলেছেন।নিজের সক্ষমতা নিজেকেই তৈরি করতে হবে।শুধু এই ধারা অব্যাহত থাকলে এই একদিন অবশ্যই নিজেকে অনেক শক্তিশালী করা যাবে বলে আমিও বিশ্বাস করি।শুভকামনা আপনার জন্য♥♥
🥰🥰🥰
পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার সক্ষমতা বৃদ্ধি করেছেন। যা সত্যিই প্রশংসনীয়।
একমাত্র পাওয়ার আপ করার মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারবেন 💜
জ্বী ভাইয়া আপনি একদম ঠিকই বলেছেন।নিজের হাতটাকে শক্ত করার জন্য পাওয়ার আপ এর গুরুত্ব অনেক বেশি।সুন্দর পরামর্শ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা♥♥
আপুতো শক্তি বাড়িয়ে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছেন। আপনার শক্তি বাড়ানো দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। আমরা আপনার মত শক্তিধর হতে চাইছে জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি শক্তিধর পোস্ট দেওয়ার জন্য।
অনেক শক্তিশালী হয়নি এখনও। ছোট ছোট শক্তি অর্জন করার চেষ্টা করছি মাত্র। তবে এই ধারা অব্যাহত থাকলে নিশ্চয়ই একদিন বড় শক্তিশালী হব। দোয়া করবেন আমার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভ কামনা♥ ♥
নিজ বলে বলিয়ান হোন। এই কামনায়.....
♥♥
🌷
পাওয়ার আপ মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি আপু। স্টিমিট প্লাটফর্মে খুব দরকার এটা। আপনি পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপু।
আমারও অনেক ভালো লাগছে ছোট ছোট পাওয়ার আপ এর মধ্য দিয়ে নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পারছি বলে♥♥
আপু আপনাকে সাধুবাদ জানাই সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি পাওয়ার আফ এর মাধ্যমে আপনার সক্ষমতা অর্জনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন। শুভকামনা রইল আপু আপনার জন্য।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে খুবই চমৎকার করে উৎসাহ প্রদানের জন্য।
তবে আপনার লিখাটি তে "পাওয়ারআপ" না হয়ে "পাওয়ারঅফ" হয়ে গিয়েছে ভাইয়া এটা ঠিক করে নিয়েন।শুভ কামনা সব সময়♥♥
সত্যি বলতে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি দারুন একটি উদ্যোগ নিয়েছেন। আমি আপনার উদ্যোগকে সম্মান জানায়। এটি করার মাধ্যমে নিজের অবস্থান শক্ত হয় এবং আমাদের উচিত বেশি বেশি পাওয়ার আপ করা। আমরা পাওয়ার আপ কে ভালবাসিআপনি ঠিকই বলেছেন পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। তাই নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার করতে আমার ভীষণ ভালো।আসলে প্রতিটা ইউজারদের এই সক্ষমতা বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি♥♥
আপনার পাওয়ার বৃদ্ধি দেখে আমার খুব ভালো লাগলো। পাওয়ার আপ করেছেন মানে নিজের ক্ষমতা বৃদ্ধি করেছেন । আপনার জন্য শুভ কামনা রইল 💐
চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ♥♥