স্বরচিত কবিতার নাম " সিনেমা " || সেলিনা সাথী || 10% Beneficiaries @shy-fox
সেলিনা সাথী
ভন্ড প্রেমের নায়ক নিয়ে
নির্মিত এক সিনেমা,
নায়িকা তার স্মৃতি, নিশি
লাইনে আছে পূর্ণিমা।
ভন্ড প্রেমের সিনেমা দেখে
চোখ ভিজে যায় দর্শকের
বিবেক, লজ্জা লোভ পেয়েছে
পাগলা কুকুর ধর্ষকের।
প্রতারকদের প্রতারনায়
পিঠ ঠেকেছে দেয়ালে,
হারামজাদা ছল চাতুরে
বিড়ি টানে বেহালে।
খুনির বীর্যে খুনি জন্মাবে
অবাক হবার কি আছে
নষ্ট বাবার নষ্ট ছেলে
কি আর আছে তাঁর কাছে?
এই সিনেমার পরিচালক
তিনিই থাকেন রিমান্ডে
দেয় শপে দেয় নিজেকে
নষ্ট হিরোর ডিমান্ডে।
খল নায়করা পাচ্ছে পার
বাঘ- বোয়ালের আড়ালে
বুঝবে বাছা সেদিন তুমি
রিয়াল হিরো তাড়ালে।
এই সিনেমার পরিশেষে
খলনায়কের দন্ড
জায়গা মত আঘাত পেলে
কাবু হবে ভন্ড।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
Cc:
অনেক সুন্দর কবিতা আপনি আমাদেরকে উপহার দিলেন আপু! বাস্তবতাকে নির্মমভাবে তুলে ধরেছেন
অসংখ্য ধন্যবাদ ভাইয়া♥
সিনেমা নিয়ে দারুণ কবিতা লিখেছেন আপু।আসলে সত্যিকার দুঃখি মানুষকে দেখে কেউ চোখ ভিজায় না কিন্তু সিনেমাই কান্না দেখে সবাই কাঁদে।ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপু।
সিনেমাতে ঘটে যাওয়া সব মিথ্যা কাহিনীকে নিয়ে আপনার আজকের লেখা কবিতাটা অসাধারণ হয়েছে আপু। শুভ কামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া♥
আপনার কবিতাটি বরাবরের মতো এবারও সুন্দর হয়েছে তবে আপনার কবিতার মধ্যে আমি যেন জীবন্ত এক প্রাণ খুঁজে পাই যেন মনে হয় সবকিছু আমার চোখের সামনে ভাসছে এমনটাই খুঁজে পাই আপনার প্রতিটা কবিতার মাঝে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য
শুভ কামনা আপনার জন্য♥
মুভিপাড়ার যেকোনো মুভিরই সাধারণ ঘটনা তুলে ধরেছেন।লেখনি খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ🥰
ধন্যবাদ ভাইয়া!♥
আপু খুব সুন্দর এবং বাস্তব মুখু ছিলো এটা।
ধন্যবাদ
অনেক সুন্দর কবিতা আপনি আমাদেরকে উপহার দিলেন আপু! আপনার জন্য শুভকামনা রইলো 🥀
অসংখ্য ধন্যবাদ♥
Hi, @selinasathi1,
Thank you for your contribution to the Steem ecosystem.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
thanks a lot