রেসিপি- ♦ডিম পিঠা♦ || 10% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

♥আসসালামুআলাইকুম♥

বন্ধুরা,

আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আজ আমি আপনাদের সাথে "ডিম পিঠা" রেসিপি শেয়ার করব যা আমার খুবই পছন্দের একটি পিঠা। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক,শুরু করছি "

♦ডিম পিঠা♦ "রেসিপ"

IMG-20210822-WA0014.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

উপকরনপরিমান
চালের আটা২ কাপ
ডিম১ টি
চিনি২ কাপের একটু কম
লবন১ চিমটি
তেলপরিমান মত
নারকেলটেবিল চামচ (কুরনি)

IMG_20210823_100912.jpg

IMG_20210823_100933.jpg


প্রথমে আমরা একটি পাত্রে চালের আটা নেব দুই কাপ এর মধ্যে এক চিমটি লবণ এবং ডের কাপ পরিমাণ চিনি 1 টেবিল-চামচ নারকেল কুরনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

IMG_20210822_142610.jpg

IMG_20210822_142629.jpg


এরপর এক টেবিল চামচ তেল দিয়ে ভালো ভাব সে
টা কে মিশিয়ে নিতে হবে। ঠিক রুটির খামির এর মত।

IMG_20210822_142722.jpg


এবার ভালো করে মথে নিয়ে রুটি বানানোর পীড়ার মধ্যে আটটি কে গোল করে নিতে হবে।

IMG_20210822_142743.jpg


এবার আটার লেচি থেকে ছোট ছোট করে গোল করে নেব ঠিক এভাবে -

IMG_20210822_142813.jpg


এবারে গোলাকার গুলো একটা বিস্কুটের মত শেপে নিয়ে আসি এবং কাটা চামচ দিয়ে সেটাকে এভাবে ডিজাইন করি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে।

IMG_20210822_142909.jpg


এভাবে আমি এখানে বিশটি পিঠা তৈরি করেছি। কি চমৎকার দেখাচ্ছে তাইনা।

IMG_20210822_142930.jpg


এবার চুলায় একটা কড়াই দিয়ে সেখানে পরিমান মত তেল দিয়ে পিঠা গুলো ঠিক এভাবে ভেজে নেবে।

IMG_20210823_090444.jpg


তৈরি হয়ে গেল মজাদার ডিম পিঠা এটা দেখতে যত সুন্দর খেতেও তেমন সুস্বাদু। চমৎকার এই পিঠার স্বাদ যেন মুখে লেগেই থাকে।একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়।

IMG_20210823_090536.jpg


তো বন্ধুরা এভাবেই আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বাসায় দেখবেন অনেক সুস্বাদু একটি পিঠা এবং স্বদটা ও অসাধারন।

আমার রেসিপি টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন।

ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং পাশেই থাকবেন সবসময় এই আশা ব্যক্ত করে আজকের মত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20210105_173224.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  
 3 years ago 

ডিম পিঠা সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু। পিঠা আমার পছন্দ। আপনার ডিম পিঠা দেখতে খুবই সুন্দর লাগছে। পিঠার উপরের কাটা কাটা দাগগুলো খুব ভালো লাগছে দেখতে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে মন্তব্য করার জন্য

 3 years ago 

🙂

আপু একাই খাইবেন বুঝতে পেরেছি তাই নজর দিলাম না। অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

বাসার সবাই মিলে খেয়েছি তাছাড়া এই জন্যই আপনাদের সাথে রেসিপি টা শেয়ার করলাম যেন আপনারা সবাই এই পিঠাটি তৈরি করে করে খেতে পারেন♥

খাবো আপু আগে সহধর্মিণী আসুক😁😁😁😁

 3 years ago 

আপু পিঠার চেহারা দেখতে সুন্দর হয়েছে। খেতে ও আশা করি ভালো হয়েছে। আমার আম্মা এই ধরনের একটা পিঠা বানাতো। খেতে খুবই ভালো লাগতো।

 3 years ago 

সত্যি ভাইয়া এটা খেতে অসাধারণ সুস্বাদু খুবই মজাদার পিঠা♥

 3 years ago 

ডিম পিঠা সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু। পিঠা আমার পছন্দ। আপনার ডিম পিঠা দেখতে খুবই সুন্দর লাগছে.আমাদের সবাইকে একদিন বানিয়ে খাওয়াইয়েন। শুভ কামনা রইলো 🥀

 3 years ago 

ওকে ভাইয়া নিশ্চয়ই খাওয়াব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার তৈরি রেসিপিটা দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। সত্যি অনেক সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। আপনার এই রেসিপিটি কে দেখে আমিও বাসায় চেষ্টা করবো এ রকম পিঠা বানানোর জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি চমৎকার মন্তব্য করার জন্য♥

 3 years ago 

দেখতে অনেক লোভনীয় হয়েছে আপু😋। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আপু♥

 3 years ago 

অনেক সুন্দর এবং সহজ একটি রেসিপি, আমার কাছে মনে হচ্ছে তৈরী করে বাড়ীতে রাখার মতো একটি রেসিপি এটি।

 3 years ago (edited)

জি আপু মনি এটা খুব সহজ একটি রেসিপি আপনি যে কোন সময় আপনার বাড়িতে এটা করতে পারবেন♥

 3 years ago 

খুব সুস্বাদু পিঠা। দেখেই খেতে ইচ্ছা করছে। দারুন হয়েছে আপু। অনেক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া♥

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে পিঠাগুলি।ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ও শুভকামনাআপু♥

 3 years ago 

ওয়াও আপু এত সুন্দর করে আপনি ডিম পিঠা বানিয়েছেন। আমার পিঠা গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। আমিও বাসায় এভাবে বানানোর চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61659.26
ETH 2446.04
USDT 1.00
SBD 2.60