মজাদার ঝাল টক মিষ্টি "কামরাঙ্গার আচার" রেসিপি।।10% beneficially @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আশাকরি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি মজার রেসিপি যেটি নাম শুনলেই জিভে জল চলে আসবে।সেটির নাম হচ্ছে আমাদের দেশীয় ফল "কামরাঙ্গার আচার" আশা করি সকলেরই ভালো লাগবে আপনাদের ভাল লাগাই আমার পরম পাওয়া।


dropshadow_1634584452903.jpg

তো চলুন আর দেরি না করে শুরু করা যাক কামরাঙ্গার আচার কিভাবে তৈরি করেছি যদিও সচরাচর আমরা তেমন কেউই কামরাঙ্গার আচার করিনা।তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি কিভাবে কামরাঙ্গার আচার তৈরি করতে হয়।


dropshadow_1634584486959.jpg

siam,.png

উপকরন সমুহঃ

siam,.png

IMG_20211019_005945.jpg

♦ কামরাঙ্গা

IMG_20211019_010330.jpg

♦ সরিষার তেল

IMG_20211019_010142.jpg

♦ জিরা গুড়া

IMG_20211019_010212.jpg

♦পাঁচফোড়ন গুঁড়া

IMG_20211019_010236.jpg

♦ সরিষা গুড়া

IMG_20211019_010354.jpg

♦ শুকনা মরিচ

IMG_20211019_010306.jpg

♦ডাল চিনি, তেজপাতা, এলাচ।

IMG_20211019_010417.jpg

♦ রসুন

IMG_20211019_013859.jpg

♦আখের গুড়

siam,.png

প্রস্তুত প্রণালী

siam,.png

dropshadow_1634584420918.jpg

প্রথমে কামরাঙ্গা গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে।

siam,.png

IMG_20211019_010452.jpg

IMG_20211019_010532.jpg

এবার একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দেবো সেই সাথে শুকনা মরিচ দারুচিনি তেজপাতা শুকনা মরিচ ও পাচফোরন দিব।

siam,.png

IMG_20211019_010612.jpg

IMG_20211019_010651.jpg

এবার করার মধ্যে কামরাঙ্গা গুলো দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব।

siam,.png

IMG_20211019_010819.jpg

IMG_20211019_010651.jpg

এবার একে একে সব মসলার গুঁড়া গুলো দিব এবং লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব।

siam,.png

IMG_20211019_010743.jpg

IMG_20211019_010927.jpg

এবার গুড় গুলো দেবো সেই সাথে হালকা চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন কামরাঙ্গাগুলি ভালোভাবে সিদ্ধ হতে পারে।

siam,.png

IMG_20211019_011100.jpg

10 থেকে 15 মিনিট জ্বাল দেয়ার পর চুলার আঁচ কমিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে

siam,.png

IMG_20211019_011125.jpg

IMG_20211019_011201.jpg

হালকা তাপে আরও 5 থেকে 6 মিনিট এভাবে নাড়াচাড়া করে দিতে হবে।।গুড়ের শিরা টি আঠালো হয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে নিতে হবে।

siam,.png

dropshadow_1634584503619.jpg

তৈরি হয়ে গেল ঝাল টক মিষ্টি কামরাঙ্গার আচার।

বন্ধুরা আশাকরি কামরাঙ্গার ঝাল টক মিষ্টি আচার এর রেসিপি আপনাদের ভাল লেগেছে আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। তবে এই আচার টি আপনি চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন।

siam,.png

dropshadow_1634584486959.jpg

siam,.png

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি তবে আবারও আসবো আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি সেলিনা সাথী ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

আপু সচরাচর আমরা যে কামরাঙ্গার আচার খায় এগুলো আসলে এত সুন্দর করে কাটা হয় না। আমার কাছে সব থেকে ভালো লাগছে কামরাঙ্গা গুলো খুব সুন্দর করে কেটেছেন।
তারপর খুব পরিসন্ন পরিবেশে প্রতিটি পর্যায়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন।
জিভে জল আসা ছাড়া কোন উপায় নাই

 3 years ago 

কামরাঙা আমার খুবই পছন্দের একটি ফল। এটা কাঁচা অবস্থায় খেতে আমার খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে কামরাঙা দিয়ে আচার তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে দেখিয়েছে খুবই ভালো লেগেলো আপু🥰🥰

 3 years ago 

শুভ কামনা♥ ভাইয়া

 3 years ago 

আপনার তৈরি এত সুন্দর কামরাঙ্গার আচার দেখে আমার খুব ভালো লাগলো । চমৎকার ভাবে আপনি আচার টি তৈরি করেছেন , দেখে জিভে জল চলে আসছে।🤤🤤

 3 years ago 

এবার তো খেতে হবে তাইনা?

 3 years ago 

বাহ এত সুন্দর কালার এসেছে খেতে ইচ্ছে করছে খুব সত্যি। অসাধারন একটা রেসিপি শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক শুভ কামনা♥

 3 years ago 

❤️❤️❤️🙏🙏

 3 years ago 

আপু কামরাঙ্গা অনেক খেয়েছি। কিন্তু কামরাঙ্গার আচার কখনো খাই নি। অনেক সুন্দর হয়েছে দেখেই বুঝা যাচ্ছে।
অবশ্যই কখনো ট্রাই করে দেখবো।
আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

শুভ কামনা♥

 3 years ago 

খেয়ে দেখবেন অনেক মজা♥

 3 years ago 

কি দারুন.
এটি আমার কাছে শীতল এবং সত্যিই ভাল দেখাচ্ছে।
আমার জায়গায় এই ফল প্রচুর আছে, কিন্তু কেউ এই ধরনের খাবার তৈরি করে না।
শেয়ার করার জন্য ধন্যবাদ, আমি খুব আগ্রহী।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আপু, কামরাঙ্গা দেখলেই জিভে পানি চলে আসে। কামরাঙ্গা দিয়ে যে আচার বানানো যায় তা আমার জানাই ছিল না, অনেক ধন্যবাদ আপনার সুন্দর এই রেসিপির জন্য।

 3 years ago 

শুভ কামনা♥

 3 years ago 

অসাধারণ রেসিপি

ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপু মনি♥

 3 years ago 

ওয়াও!!!
অসাধারণ! আমার খুব পছন্দের একটি আচার।
আচার দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে।
অবশ্য খেতে অনেক মজাদার হবে মনে হচ্ছে।

 3 years ago 

সেইই,,,ই মজা হয়েছে♥

 3 years ago 

এমনিতে কামরাঙ্গা আমার খুব পছন্দের একটি খাবার, ছোটবেলায় লবণ এবং ঝাল দিয়ে এগুলো খুব খেয়েছি। আর আপনার রেসিপিটা দেখে তো আমার জিভে জল চলে এসেছে। অনেক সুন্দর তৈরি করেছেন আপু শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ♥

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।অনেক ভাল পোস্ট করছেন ।আশাকরি অনেক ভালো কিছু করবেন

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63004.58
ETH 2548.62
USDT 1.00
SBD 2.81