"গ্রীনভ্যালী পার্ক" এর মনোরম দৃশ্যের কিছু ফটোগ্রাফি|| ২য় পর্বে~~

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।

IMG_20221117_192730.jpg
location
Device: Oppo A5


সু-স্বাগতম গ্রীনভ্যালী পার্ক থেকে আজ আবারো। গ্রিন ভ্যালী পার্কের আরও বেশ কিছু ফটোগ্রাফি নিয়ে ২য় পর্বে হাজির হলাম। আজ নতুন কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গেই থাকুন,,,তবে গ্রিনভিলি তে আমার সঙ্গে ছিল এপার বাংলা ওপার বাংলার কবি সাহিত্যিকরা।তো দুই বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো অনেক অনেক শুভেচ্ছা।প্রথমে ছবিটিতে দেখছেন ওপার বাংলা থেকে পুস্পিতা মুখার্জী। কবি সাহিত্যিক ও বাচিকশিল্পী। এপার বাংলা থেকে আমি সেলিনা সাথী। কবি আবৃত্তিশিল্পী সংগঠক উদ্যোক্তা সমাজকর্মী।


IMG_20221117_193141.jpg

IMG_20221117_192327.jpg

location
Device: Oppo A5


সবুজের সমারোহে গ্রীনভ্যালী সবুজে সবুজময়।গ্রিন ভ্যালি তে প্রবেশ করলে মনে হয় সবুজের রাজ্যে প্রবেশ করেছে এত সবুজ চারিদিকে যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ আর সেই সবুজের আংশিক ফটোগ্রাফি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশাকরি আপনাদের ভাল লেগেছে।


IMG_20221117_193929.jpg

IMG_20221117_192939.jpg

location
Device: Oppo A5


বন্ধুরা গ্রীন ভ্যালি পার্ক এর সৌন্দর্যের উপমা আসলে দৃষ্টান্তমূলক । সত্যিই যতই দেখি ততই মুগ্ধ হই।
তাই এই মুগ্ধতার পরশ ছড়িয়ে-ছিটিয়ে দিচ্ছি আপনাদের হৃদয় আঙ্গিনায়। আশা করি আপনারা অনুভব করতে পারছেন। তবে আমি আপনাদেরকে আহবান করব। অবশ্যই নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে আসবেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ।


IMG_20221117_193308.jpg

IMG_20221117_192631.jpg

location
Device: Oppo A5


গ্রিন ভ্যালি পার্কের ভিতর রাস্তা গুলো খুবই চমৎকার। এবং সুন্দর টাইলস দিয়ে করা। যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। আমার কাছে সব মিলিয়ে দারুন লেগেছে। এই গ্রিন ভেলি পার্কটি। গ্রীন ভ্যালি পার্ক এর অপরূপ সৌন্দর্য এখনো মনকে নাড়া দেয় হৃদয়ে দোলা।


IMG_20221117_194630.jpg

location

Device: Oppo A5



বন্ধুরা পরিচয় করিয়ে দেই। এখানে আমার সাথে আছেন সামনে পুস্পিতা মুখার্জী। ওপার বাংলা থেকে।এবং মাঝখানে আমাদের জনপ্রিয় কবি সাহিত্যিক আলমগীর কবির হৃদয়, পাবনা থেকে। এবং আমি সেলিনা সাথী নীলফামারী জেলা থেকে।তারা দুজনেই আমার খুবই প্রিয় মানুষ। এবং আমার কাছে মনে হয় আপনের চেয়েও আপন।


IMG_20221117_194246.jpg

location
Device: Oppo A5


বন্ধুরা গ্রীন ভ্যালি পার্ক এর দ্বিতীয় পর্ব ফটোগ্রাফিতে ও বেশকিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে আরো অনেকগুলো ফটোগ্রাফি আছে। হয়তো সামনের দিকে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো বন্ধুরা আজকের মত এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। সেই সাথে আবারো আহ্বান করছি বাংলাদেশের নাটোর জেলার লালপুর গ্রীন ভ্যালি পার্কে অবশ্যই ভিজিট করবেন। অনেক অনেক ভালো লাগবে। কারণ এখানে সব ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে।



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"

এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

বাহ একসাথে কবি সাহিত্যিকদের দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ওপার বাংলার পুস্পিতা মুখার্জী এবং জনপ্রিয় কবি সাহিত্যিক আলমগীর কবির হৃদয়কে আপনার সাথে দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। তাছাড়া পার্কের ভিতরটা এত মনোমুগ্ধকর কি বলবো। আপনাদেরকে দেখে আমার নিজেরই যেতে ইচ্ছে করতেছে। এরকম সবুজের মাঝে সময় কাটাতে ভীষণ ভালোই লাগে।

 2 years ago 

আসলে যখন বেশ কয়েকজন কবি সাহিত্যিক একসাথে আড্ডা করে। একসাথে ঘুরে বেড়ায়। মজা করে। তখনকার সময়গুলো কত আনন্দে কাটে। তা শুধু কবি-সাহিত্যিকরা বুঝতে পারবে। তাদের ছন্দ ও তাদের কাব্যের মুখরিত হয়ে ওঠে সময়গুলো।♥♥

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর মহূর্তগুলো আমাদের সাথে তুলে ধরার জন্য। খুব ইচ্ছে ছিলো যাওয়ার। বাবু ছোট এজন্য পরে আর যাওয়া হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

দোয়া করি আপু। আপনার বাবু আগে বড় হোক। আর একটু বুঝতে শিখুক। তখন না হয় বেরিয়ে আসবেন।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।♥♥

 2 years ago 

আপু আপনার গ্রীনভ্যালী পার্কের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি আপু ছবি দেখেই বুঝতে পেরেছি সবুজের রাজ্যে প্রবেশ করেছেন।গ্রীন ভ্যালি পার্ক এর সৌন্দর্যের উপমা আসলে দৃষ্টান্তমূলক। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু। গ্রীন ভ্যালি পার্ক টিতে সবুজের সমারোহে আচ্ছাদিত। একবার দেখলে প্রশান্তিতে মন ভরে ওঠে।।♥♥

 2 years ago 

আসলেই গ্রীন ভ্যালি পার্কের সৌন্দর্যের প্রধান কারণ হচ্ছে সেখানে সবুজে ভরপুর আর এই সবুজ সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে। আমিও সেখানে গিয়েছিলাম আর এখন দেখছি অনেক কিছুই আবার নতুন করে হয়েছে। আপনার কাটানো কিছু সুন্দর মুহূর্ত আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাইয়া। এখন নতুন আরও অনেক কিছু যোগ হয়েছে। এবং আরো অনেক নতুন নতুন পদক্ষেপ নিয়েছে। এবং কার্যক্রম শুরু করেছে। যা আগামীতে দেখতে আরো ভালো লাগবে। আরো সমাদৃত হবে।।
♥♥

 2 years ago 

ওপার বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে গ্রীন ভ্যালিতে খুব সুন্দর সময় কাটিয়েছেন। এত সুন্দর সবুজের সমারোহ খুব একটা দেখা যায় না। তাছাড়া পার্কটির ভিতর খুব সাজানো গোছানো মনে হল। প্রথম পর্ব মিস হয়ে গিয়েছে। এই গ্রীন ভ্যালি কোথায় আপু? যাক এরপরে মনে হয় এই পার্কের আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারবো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু। দুই বাংলার কবি সাহিত্যিকরা মিলে সেই দিনটা আমরা অনেক আনন্দে কাটিয়েছি। অনেক উপভোগ করেছি, যা আসলে বোঝার মত নয়।।♥♥

 2 years ago 

অনেক ধন্যবাদ জানাই এমন মনোমুগ্ধকর ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। সত্যিই চোখ জুড়ানো সুন্দর পরিবেশ এখানে। আমি এখনো যাইনি এখানে, তবে পরিবেশটা ভীষণ সুন্দর ঘুরে আসতে ইচ্ছে করছে। যদি কখনও সুযোগ হয় ইনশাআল্লাহ যাবো একবার।
ধন্যবাদ আপনাকে এই চমৎকার ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য 🥀

 2 years ago 

সুযোগ করে কোন এক সময় ঘুরে আসবেন ভাল লাগবে আসলেই আমরাতো ঘুড়ে বেড়ানোর জন্য বিভিন্ন রিসোর্টে যাই।তাহলে গ্রীনভেলি কেন নয়। আগামীতে অবশ্যই গ্রিনভেলি বেরিয়ে যাবেন। ভালো লাগবে।♥♥

 2 years ago 

প্রিয় আন্টি অসাধারণ প্রতিটি ফটোগ্রাফি ৷ আপনি তো নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে খুব সুন্দর একটি সময অতিবাহিত করেছেন ৷ আর তার সাথে ফটোগ্রাফি গুলো সত্যি দারুন ছিল ৷ অনেক ভালো লাগলো ৷
ধন্যবাদ

 2 years ago 

সত্যি নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে সেদিনের সময়টা খুবই সুন্দর ভাবে আমরা অতিবাহিত করেছিলাম। আনন্দমুখর পরিবেশে।♥♥

 2 years ago 

আপু গ্রীনভ্যালী পার্ক সম্পর্কে অনেক তথ্য শুনেছি যদিও কখনো যাওয়া হয়নি। পার্কের নামের সাথে পার্কের সুন্দর্যের পুরোপুরি মিল রয়েছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সেটা সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার লাভ পয়েন্টের ছবিটার উপরে দুইটি কার্টন দাড়ানো আছে,সে গুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

গ্রীন ভ্যালি পার্ক এর ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভাল লেগেছে। জেনে খুশি হলাম। আসলে গ্রীনভ্যালী পার্ক টি সত্যি উপভোগ করার মতো।
♥♥

 2 years ago 

গ্রীনভ্যালী পার্ক থেকে শেয়ার করা ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। সবুজের সমারোহ দেখে খুবই ভালো লাগলো শেয়ার করা ফটোগ্রাফি গুলোতে । আপনার কাটানো সুন্দর মুহূর্তের কিছু ফটোগ্রাফি আজকের ব্লগের মাধ্যমে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66