DIY- Project এসো নিজে করি || কাগজ দিয়ে ম্যজিক পাখা তৈরি || ৩ নং পোস্ট

আসসালামু আলাইকুম


received_2558774637602415.jpeg

বাংলাদেশ থেকে আমি সেলিনা সাথী বলছি। আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি। এই প্রচন্ড গড়মে যখন সবাই হাপিয়ে উঠেছে। লোড সেডিংয়ের যন্ত্রণা যখন বিরক্তিকর, ঠিক সেই সময়ে সকলের কথা চিন্তা করে DIY-PROJECT "এসো নিজে করি" প্রজেক্টে কাগজ দিয়ে মনোরম সৌন্দর্যময় "ম্যাজিক পাখা" তৈরি করার প্রস্তুতি নিলাম। আশা করি সকলের উপকারে লাগবে।

চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক:

IMG_20210811_162112.jpg

উপকরন


  • কালার কাগজ
  • গ্লু গান
  • আঠালো টেপ
  • আঠা
  • স্কেল
  • পুথি
  • কলম
  • সুতা
  • কাচি ও এন্টি-কাটার
  • নিজের মেধা

IMG_20210811_163439.jpg

siam,.png

  • প্রথমে দুটি এফোর রঙ্গিন কাগজ স্কয়ার ভাবে কেটে নেই।

IMG_20210811_165448.jpg

IMG_20210811_165537.jpg

siam,.png

  • এরপর একটি একটি করে উল্টো সোজা ঠিক এরকম করে ভাঁজ করে নেই।

IMG_20210811_165613.jpg

siam,.png

  • দুটো কাগজের মাথা বরাবর আঠা লাগিয়ে দেই। ঠিক এভাবে।

IMG_20210811_165837.jpg

IMG_20210811_165852.jpg

siam,.png

  • এবার দুটো কাগজ এক সাথে করে গোড়ায় আঠা লাগিয়ে আর একটি লম্বা কাগজের সাথে মুড়িয়ে নেই ঠিক এভাবে।এর পর টেপ লাগিয়ে নেই যেন আঠা খুলে না যায়।

IMG_20210811_165932.jpg

IMG_20210811_175800.jpg

siam,.png

  • এবার সমান করে সুতা নেই দুটি। সুতা গুলো প্রথমে পাখার শেষে পাতায় আঠা দিয়ে এভাবে লাগাই, দু দিকেই। লাগানো হলে...

IMG20210811123318.jpg

IMG_20210811_200027.jpg

siam,.png

  • আর একটি কাগজের অর্ধেক কাগজ এভাবে গোল করে কাভার বানিয়ে নেই।

IMG20210811124826.jpg

siam,.png

  • এখন এই সুতোগুলো কভারের সাথে লাগিয়ে আবার টেপ দিয়ে নতুন একটি কভার লাগাই। কভারের সৌন্দর্যবর্ধনের জন্য কভার এর উপরের দিকে একটি ফুল বসিয়ে দেই।

IMG20210811170317.jpg

siam,.png

  • তৈরি হয়ে গেল ম্যাজিক পাখা। ম্যাজিক পাখার কভারটি নিচের দিকে টান দিলেই মূল পাখাটি উপর দিকে উঠে আসবে।

IMG20210811170355.jpg

IMG20210811170411.jpg

IMG20210811130548.jpg

ম্যাজিক পাখার শিতল পরশ
ছড়িয়ে পরুক আজ
এই গরমে এই পাখটি
করুক এবার রাজ


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20210105_173224.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  
 3 years ago 

অসাধারণ হয়েছে আপু, শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।শুভ কামনা

 3 years ago 

বাহ চমৎকার হয়েছে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা আপনার জন্য

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা নিরান্তর।

 3 years ago 

শুভকামনা।

 3 years ago 

বাহ। খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা সব সময়।

 3 years ago (edited)

সত্যি গরমের মধ্যে অনেকটা স্বস্তির নিঃশ্বাস দেবে আমাদের এই পাখাটি । এক কথায় অসাধারণ হয়েছে। খুব সুন্দর হয়েছে আপু। অনেক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে, চেষ্টা করে দেখবো আমি বানাতে পারি কিনা? মনে হচ্ছে পারবো আমিও।

 3 years ago 

অবশ্যই পারবেন আপু। শুভ কামনা সব সময়।

 3 years ago 

সুন্দর বানিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।শুভ কামনা।

 3 years ago 

পাখাটি সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু মনি। শুভেচ্ছা অফুরান

আহা কি আনন্দ আকাশে বাতাসে।
কবি আপুর ম্যাজিক পাখায়
আমি বাতাস করি,
আহা কি আনন্দ আকাশে বাতাসে।

পাখাটা দেখে একটু গান গেয়ে নিলাম।অসাধারণ। যাস্ট অসাধারণ হয়েছে আপু। আসলে আপনে একজন গুনি মানুষ। ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুভ কামনা রইল।

 3 years ago 

হা হা হ্ ধন্যকাদ ভাইয়া। শুভ কামনা।

শুভ কামনা আপু।

অনেক সুন্দর আপু। অনেক অনেক শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.034
BTC 66396.53
ETH 3174.43
USDT 1.00
SBD 4.15