৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস//১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)



আসসালামু আলাইকুম

"বিশ্বের সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা"

♥♥


আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সবাইকে। আশা করি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।


20220308_164238.jpg



আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীদের অর্জন সমূহ কে সম্মান জানানো এবং ন্যায্যতা,,সমতা ও অধিকার আদায়ের লক্ষ্যে এই দিবসটি উদযাপন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয়ঃ-

"টেকসই আগামীর জন্য
জেন্ডার সমতা আজ অগ্রগণ্য"



এই প্রতিপাদ্য বিষয়কে নিয়েই আজ সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভা ও সম্মাননা প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা, নারীদের সাইকেল রেলি, ও পথনাটক।



IMG_20220308_154702.jpg



বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুরু করা হয়।অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন- জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নীলফামারী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব রাবেয়া আলীম,মাননীয় সংসদ সদস্য(323 মহিলা আসন 23 নীলফামারী) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব মোঃ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার নীলফামারীৃ।জনাব দেওয়ান কামাল আহমেদ মেয়র নীলফামারী পৌরসভা নীলফামারী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -জনাব খন্দকার ইয়াসির আরেফিন জেলা প্রশাসক, নীলফামারী।এবারের অনুষ্ঠানটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

IMG_20220308_155456.jpg

IMG_20220308_171918.jpg

IMG_20220308_171937.jpg

IMG_20220308_171836.jpg



এক ঝলকে বলে নেই,,

আন্তর্জাতিক নারী দিবস সৃষ্টির ইতিহাসঃ

1978 সালের 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পায়। কিন্তু এর পটভূমি তৈরি হয় দেড় শতাধিক বছর আগে।মানব সভ্যতা বিকাশের শুরু থেকেই সৃষ্টি হয় নারী পুরুষের মধ্যে বিভেদ। যে সময় সমগ্র নারী সমাজ ছিল অবহেলিত,উপেক্ষিত। তাদের শ্রমের কোন পারিশ্রমিক দেওয়া হতো না।। এ অবস্থা চলতে চলতে একদিন নারীর ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। এরকম অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে নারী প্রতিবাদী হয়ে ওঠে। গড়ে তোলে আন্দোলন। একদিন এই আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। এই দিনটি ছিল 1857 সালের 8 মার্চ। ংএদিন নিউইয়র্ক শহরের সুঁই তৈরির কারখানায় নারী শ্রমিকেরা বিপজ্জনক ও অমানবিক কর্মপরিবেশে স্বল্প মজুরি ও ও দৈনিক 12 ঘন্টা শ্রম এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেন এবং মাঠে-ময়দানে মিছিল-মিটিং অব্যাহত রাখেন কিন্তু আমেরিকার সরকার এই আন্দোলন নষ্ট করে দিতে চায়। শুরু করে পুলিশি হামলা। এই আন্দোলনের ধারাবাহিকতায় 1860 সালে সুই তৈরি কারখানার নারী শ্রমিকরা নিউইয়র্ক মহিলা শ্রমিক ইউনিয়ন, গঠনের আইনগত অধিকার অর্জনে সক্ষম হন। ন্যায্য মজুরি আর ৮ ঘন্টা শ্রমের দাবি পূরণে 1908 সালের 8 মার্চ আবারও নিউইয়র্ক শহরের রাজপথে সমেবেত হন পোশাক ও বস্ত্র শিল্পের হাজার নারী শ্রমিক। একই দাবিতে 190 9 সালে আমেরিকার প্রায় 30 হাজার নারী শ্রমিক 13 সপ্তাহ ধরে ধর্মঘট পালন করেন।। 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে সমাজতান্ত্রিক নারীদের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

IMG_20220308_154808.jpg

IMG_20220308_154639.jpg

এই সম্মেলনের দ্বিতীয় সভায় জার্মান সোশ্যাল ডেমোক্র্যািটিক পার্টির নেত্রী ক্লরা জেটকিন নারীদের বছরে একটি নির্দিষ্ট দিনে একত্রিত হওয়ার একটা খসড়া প্রস্তাব করেন। যাতে ওই নির্দিষ্ট দিনে নারীরা একত্রিত হয়ে মত বিনিময় করতে পারেন। ক্লারা জেটকিন এর প্রস্তাবের ভিত্তিতে 8 মার্চকে নারীদের সম্মিলিত হওয়ার দিবস হিসেবে গ্রহণ করা হয়। এরপর থেকেই 8 মার্চ নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য অধিকার ও দাবি আদায়ের দিন হিসেবে পালিত হয়ে আসছে।

IMG_20220308_154921.jpg

এবারের আন্তর্জাতিক নারী দিবসে আমাদের করণীয়ঃ

♦নারীর প্রতি পরিবারের পুরুষ সদস্যদের সম্মান ও মর্যাদা পূর্ণ আচরণ অনুশীলন করা। (

♦প্রচলিত আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর যথাযথ প্রয়োগ।

♦(যৌতুক আদান প্রদান কারী এবং বাল্যবিবাহের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কে সামাজিকভাবে বর্জন করা।

♦বিবাহযোগ্য পুরুষ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা।

♦ প্রতিটি কন্যা শিশুকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা এবং আয় বৃদ্ধিমূলক কাজের সাথে সম্পৃক্ত করা।

♦অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

♦নারীর স্থায়ী সম্পদ বৃদ্ধিতে পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহন করা।

♦ছেলেমেয়েদের গতিবিধির ওপর নজর রাখা ও নারীকে শিশু বয়স থেকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা

IMG20220308120600.jpg

IMG20220308115901.jpg

IMG20220308111954.jpg

IMG20220308111300.jpg

নারী বলে থাকবো না আর বদ্ধ ঘরে বসে
অজ্ঞতার ঘোর কাটিয়ে
দেখব জগৎটাকে
এই সমাজের কুসংস্কার দূরে ঠেলে দিয়ে
নারী-পুরুষের ন্যায্য অধিকার
বোঝাবো সমাজটাকে

IMG_20220308_155055.jpg

20220308_163206.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আপনাকে নারী দিবসের শুভেচ্ছা আপু। নারী সমাজের অবিচ্ছেদ‍্য একটি অংশ। সমাজের এতো অগ্রগতির পেছনে নারীর ভূমিকা অনেক। এবং আগের থেকে এখন নারীরা নিজের অধিকার বুঝে পেতে সতেষ্ট হয়েছে। দিনটা অনেক সুন্দর ভাবে কাটিয়েছেন আপু। আপনার জন্য শুভকামনা।।

 2 years ago 
নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা।ভালো থাকবেন সব সময়♥♥
 2 years ago 

আসলে বেশ ভালো লাগলো। নারী বলেই কি সব কাজ থেকে বঞ্চিত তা নয়। এখনকার সময় নারীরা এগিয়ে সকল কাজে। এটা আসলেই সমাজে সমান অধিকার নারী পুরুষের প্রায়।আন্তর্জাতিক নারী দিবসে আপনি অনেক সুন্দর করণীয় কিছু কথা তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো। খুবই গুরুত্বপূর্ণ।

 2 years ago 
আশা করি আমরা প্রত্যেকেই করণীয়গুলো করার চেষ্টা করব তাহলেই হবে নারী দিবসের সার্থকতা।অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥
 2 years ago 

আপু আপনাকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অনেক সুন্দর ভাবে নারী দিবস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 
নারী দিবসের সংগ্রামী শুভেচ্ছা আপনাকেও আশা করি ভাল আছেন আপনি ভালো থাকেন এই আশাটাই করি তবে খুবই চমৎকার মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ভালোবাসা♥♥
 2 years ago 

নারী দিবসে সকল নারীকে জানাই শ্রদ্ধা সম্মান।আপনাকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । আসলে আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে প্রত্যেক নারীকে তার যথাযথ সম্মান এবং অধিকার দেওয়া। প্রচলিত সমাজে নারীদের প্রতি প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 
আমার সাথে সহমত পোষণ করে চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেক নারীকে যথাযথ সম্মান ও মর্যাদা দেয়া।সেই সাথে নারী হোক আর পুরুষ লোক সবাইকে মানুষ ভেবে নেয়া♥♥
 2 years ago 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনি অসাধারণ কিছু কথা বলেছেন। পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে নারী দিবসের শুভেচ্ছা রইলো আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, নারীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা হোক, সবাই একসাথে এগিয়ে যাক এটাই কামনা করছি।

 2 years ago 

আপু আপনাকে আমার পক্ষ থেকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অনেক সুন্দর ভাবে নারী দিবস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ অজানা কথা আমাদের মাঝে শেয়ার করেছেন যা সত্যি খুবই মনমুগ্ধকর। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল অবিরাম।

 2 years ago 
আমার লেখা আপনার ভালো লেগেছে এই জন্য আমিও ভীষণ আনন্দিত বোধ করছি আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ভালো থাকবেন অনেক ভালো থাকবেন শুভ কামনা সব সময়♥♥
 2 years ago 

আপনাকে প্রথমে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই আপু। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠান টি দেখে খুবই আনন্দিত হলাম। নারী হল মা জাতি এবং আমরা নারীকে সবাই অনেক সম্মান করি। নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানটি বেশ চমৎকার ছিল আমি এই অনুষ্ঠানটিতে না থাকতে পারলেও আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকখানি উপলব্ধি করতে পেরেছি ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 
আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতা আজ অগ্রগণ্য। এই বিষয়টি কি সবাই যদি ধারণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ এবারের আন্তর্জাতিক নারী দিবস সফল হবে।নারী দিবসের অনাবিল শুভেচ্ছা আপনাকে♥♥
 2 years ago (edited)

নারী দিবসে জানাই শুভেচ্ছা এবং প্রার্থনা করি পৃথিবীর সকল নারী জাতীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সামনের দিকে এগিয়ে যান নির্ভয়ে। বাধা আসবেই কিন্তু থেমে থাকলে চলবে না। আপু আপনার আজকের পোষ্ট টি খুবি ভাল লেগেছে । তবে আপনার টাইটেল এ ৮ই মার্চ দিলে ভাল হবে। আমি জানি ওটা আপনি ইংরেজীতে লিখেছেন তাই চার মনে হচ্ছে । কোন ব্যাপার না একটু এডিট করে নিলেই হবে। ভাল থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 
পুরো বিশ্বের মতো বাংলাদেশেও মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী।তাই এই অর্ধেক সংখ্যাকে উন্নয়ন করতে পারলে আমাদের পরিবার যেমন উন্নত হবে, আমাদের সমাজ যেমন উন্নত হবে, ঠিক তেমনি আমাদের রাষ্ট্র উন্নত হবে, তাই আসুন দৃষ্টিভঙ্গি পাল্টাই সমাজজকে পরিবর্তন করি।♥♥
 2 years ago 

প্রতিটা নারির প্রতি সম্মান জানাই। নারি মানেই সংগ্রামী একজন মানুষ এবং অনেক পরিশ্রমি। অনেক নারির জিবনি পরলেই অনেক অনুপ্রেরণা পাওয়া যায় এমন কি আপু আমি আপনাত একটা পোস্ট পরেও অনুপ্রাণিত হয়েছিলাম।দারুন লিখেছেন😍😍😍

 2 years ago 
আসলে সবাই অনুপ্রাণিত করতে পারেনা অনুপ্রাণিত করার জন্য অনুপ্রেরণা মূলক কাজ করতে হয় কথা বলতে হয় আর জারনে অনুপ্রেরণা থাকতে হয় ব্যবহারে অনুপ্রেরণা থাকতে হয় সব মিলিয়ে নিজেকে ধন্য মনে করছি।আপনার মত করে অনেকেই আমাকে বলে আপু অনুপ্রেরণার আরেকটি নাম সেলিনা সাথী♥♥বেশ লাগে শুনতে♥
 2 years ago 

অনেক অনেক দোয়া আপু এভাবেই অনুপ্রেরণা দিয়ে আমাদের মাঝে থাকবেন 🥰🥰🥰

 2 years ago 
আজকে ঢাকাতেও অনেক জায়গায় নারী দিবসের র‍্যালি হয়েছে। আমাদের সাবার উচিত নারীদের প্রতি ভালো আচরণ করা। কিছু কিছু পুরুষদের জন্য সমগ্র পুরুষজাতির প্রতি যাতে নারীদের ঘৃণা না জমে সেই দিকে খেয়াল রাখতে হবে। নারী দিবস উপলক্ষ্যে আপনার পোস্টটি অসাধারণ ছিলো। এগিয়ে যান দূর্বার গতিতে, পাশে আছি।💫
 2 years ago 
যেহেতু আন্তর্জাতিক নারী দিবস শুধু ঢাকা নয় এটা আন্তর্জাতিকভাবেই পালিত করা হয়েছে যাই হোক দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে রাষ্ট্রপতি যাবে তাই আমাদের উচিত প্রত্যেকটি নারীকে নারী না ভেবে মানুষ বাবা আসুন আমরা প্রত্যেকটি প্রত্যেকটি মানুষ ভাবে সৎ আচরণ করি মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ি♥♥

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74