স্বরচিত কবিতা "কাকাবাবু" সেলিনা সাথী♥১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।



আসসালামুআলাইকুম

সবাইকে শুভেচ্ছা।আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভাল আছি।


বন্ধুরা,, বাস্তবতা কত নির্মম আজকে আমরা আরেকবার দেখে দেবো।বিবেক মনুষত্ববোধ দিন দিন আমাদের কোথায় যে হারিয়ে যাচ্ছে কোথায় যে হারিয়ে যাচ্ছে মূল্যবোধ।সত্যি অনেক ভাবিয়ে তোলে আমাকে।এমনই এক নিষ্ঠুর বাস্তবতা নিয়ে আজ আপনাদের সামনে আমি একটি স্বরচিত কবিতা নিয়ে এসেছি। কবিতার শিরোনাম "কাকাবা"বু আশা করি আপনাদের ভালো লাগবে।কাকাবাবু চোখে অনেক কম দেখেন কানে অনেক কম শোনেন।বয়সের ভারে শরীরে তেমন আর শক্তিও পাননা। তবুও ছুটে যেতে হয় জীবন-জীবিকার চাহিদা মেটাতে পথের ধারের এক কোণে গামছা বিছিয়ে কিছু লেবু আর কয়েকটি আম বিক্রি করে,,জ্বালা ভয় লাগে টাকায় কিছু চাল ডাল নিয়ে বাসায় যাবে।বৃদ্ধ বউয়ের জন্য একটু ইফতার নিযে যাওয়ার উচ্চ আকাঙ্ক্ষা তার ভিতরে এতটাই কাজ করে যা বলে বোঝানো যাবে না।তার ছেলেমেয়ে সবই আছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস কেউ এই বৃদ্ধ বাবা-মাকে দেখেনা কেউ খোঁজ খবর নেয় না।এই ছবিটি আমার এক ফ্রেন্ড তুলেছে।এবং বৃদ্ধ কাকাবাবুর গল্প কথা শুনে আজকের এই কবিতাটি লিখলাম।

IMG_20220408_214040.jpg


তবে চলুন শুরু করা যাক

"কাকাবাবু"

সেলিনা সাথী

মনুষ্যত্ব গুমড়ে কাঁদে
পথের ধারে বসে,,
জীবন-জীবিকার চাহিদাটা
আছে লেবুর রসে।।

গুটি কয়েক আম আর
কিছু পাতিলেবু,,,
জীবন নামের যুদ্ধ খেলায়
বসে কাকাবাবু।।

চামড়া গুলো কুঁচকে গেছে
বয়সের ভারে,,
ব্যথার সাগর বুকে নিয়ে--
বসে পথের ধারে।

বৃদ্ধ তার জীবন সঙ্গী
আছে পথ চেয়ে,,
মহাখুশি বৃদ্ধা যেন
চাল,, ডাল,, পেয়ে।

মাছ-মাংস চোখে দেখেনা
পায়না ভালো খাবার,,
এই রমজানে শরবত আর
রকমারি আহার।।

শক্তি নেই কাকাবাবুর
তবুও করছে আয়
ছেলে মেয়ে থেকেও যেন
বড় নিরুপায়।।

মনুষ্যত্ব বিবেকের
এত পরাজয়,,
বৃদ্ধ বাবা-মায়েরা কেন
এত অসহায়।।

নিভু নিভু চোখের আলোয়
গুনছে দেখো টাকা,,,
সংগ্রামী এই জীবনে যেন
রঙিন স্বপ্ন মাখা।

হাত পাতে না কারো কাছে
যায় না কারো দ্বারে,,,
এমন মানুষ এখনো আছে
দেখে যাওনা রে।।।

সালাম তোমায় কাকাবাবু
সালাম তোমার তরে,,
তোমায় দেখে মনটা যেন
বলছে আহারে!!

IMG_20220408_214140.jpg



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

মানুষের জীবন বড়ই সংগ্রামী। প্রতিটি মানুষ প্রতিনিয়ত কোনো-না-কোনোভাবে সংগ্রাম করেছে হয়েছে। আপনি ঠিক সুন্দরভাবে একটি চাচার দিন আই এর আশায় লেবু আমের গুটি বিক্রয়ের বর্ণনা কবিতার মধ্য তুলে ধরেছেন। আপনার এই কবিতাটি আমার খুবই ভালো। এই কবিতার মধ্যে দিনশেষে হতদরিদ্র মানুষের কথা বলা হয়েছে।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন কারণ এরকম শত শত কাকাবাবু আমাদের এই পৃথিবীতে আমাদের এই সমাজে এখনও বসবাস করছে যারা মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করছে জীবন এবং জীবিকার তাগিদে।
♥♥

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখছেন। আপনার কবিতা সব সময় ভালো লাগে। তবে আজকের কবিতাটি একটু বেশি আবেগ প্রবল ছিলো। আমার এমন অসহায় মানুষ দেখলে খুবই খারাপ লাগে। আপনাকে অনেক ধন্যবাদ কবিতার মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য এভাবেই পাশে থাকবেন সবসময়।
♥♥

 2 years ago (edited)

শক্তি নেই কাকাবাবুর
তবুও করছে আয়
ছেলে মেয়ে থেকেও যেন
বড় নিরুপায়।।

আজকাল এই যুগে এধরনের ঘটনা অহরহ ঘটছে। আসলে মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। মানুষ আর মানুষ নেই। না হলে কেউ তার বৃদ্ধ পিতা-মাতাকে রাস্তায় ছুড়ে ফেলতে পারতো না।
আজকাল সত্যিই মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে।

অনবদ্য ছিল ❣️

 2 years ago 

বিবেক মনুষত্ব মূল্যবোধ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা উপলব্ধি করতে গেলে গা শিউরে যায়।
♥♥

 2 years ago 

মনুষ্যত্ব গুমড়ে কাঁদে
পথের ধারে বসে,,
জীবন-জীবিকার চাহিদাটা
আছে লেবুর রসে।।

অনেক সুন্দর লিখেছেন আপু। আসলে আপনি বরাবরই অনেক ভালো কবিতা লিখেন। তেমনি আজকেও আপনি অনেক সুন্দর ভাবে এই কবিতাটি শেয়ার করেছেন। সত্যি কথা বলতে আমাদের সমাজের এই ভিন্ন চিত্র গুলো যখন দেখি তখন ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। অসহায় মানুষ গুলোর দিকে তাকালে হৃদয় কেঁদে ওঠে। অনেক সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপু সুন্দর মন্তব্য করে আমাকে সব সময় উৎসাহ এবং উজ্জীবিত করার জন্য♥♥

 2 years ago 

হৃদয় থেকে নিংড়ে নেওয়া কথাগুলো নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি বলছি কবিতাটি পড়লে চোখে জল এসে যায়।

ঈশ্বর তবু চুপ থাকে
কাকাবাবু তবু তাকেই ডাকে
স্বয়নে স্বপনে মনেপ্রাণে
সবকিছু সত্যিই কি ঈশ্বর জানে।

অসাধারণ লিখেছেন কবিতাটি আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনেক উৎসাহ বোধ করছি আপনি সবসময় আমাকে এভাবে সুন্দর মন্তব্য করে উজ্জীবিত করে আসছেন অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন। ভাইয়া♥♥

 2 years ago 

বাস্তবমূখী একটি কবিতা। আমাদের সমাজে এরকম কাকাবাবু অনেক আছে। তবুও অনেক মানুষ আছে যারা এদেরকে একটু সহোযোগিতা না করে খাবার নষ্ট করতেই ভালো স্বাচ্ছন্দ্যবোধ করে। ধন্যবাদ আপনাকে কবিতার মাধ্যমে বর্তমান সময়ে প্রেক্ষাপট তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এই সমাজে হাজার হাজার কাকাবাবুরা ঠিক এভাবেই দিনযাপন করছে। কে নায়ে কার খোঁজ। সময়কার এত বেশি???♥♥

আপনার কবিতাটা অনেক সুন্দর হয়েছে। এরকম অসহায় গরীব বৃদ্ধ লোকটিকে দেখে। সত্যিই অনেক খারাপ লাগছে। দোয়া করি সে বৃদ্ধ লোকটিকে মহান সৃষ্টিকর্তা তাকে ভালো রাখেন সুস্থ রাখেন। আর আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। ❤️❤️❤️

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের আমি অনেক বেশি অনুপ্রাণিত হই এভাবেই পাশে থাকবেন সব সময়♥♥

 2 years ago 

আপনি খুবই চমৎকার একটা কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগছে। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কবিতাটি পড়ে শুন্দর মতামত দিয়েছেন বলে আপনার সুন্দর মতামত আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে♥♥

 2 years ago 

আপনার কবিতাগুলো সবসময়ই অনেক সুন্দর হয়। আজকে আপনি কাকা বাবু কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু খুবই ভালো লাগছে। আমাদের দেশে আসলে এভাবে অনেক মা-বাবা পাওয়া যাবে যাদেরকে তাদের সন্তানরা খোঁজ-খবর নেয় না। আসলে তাদেরকে দেখে অনেক বেশি কষ্ট লাগে।

 2 years ago 

আমরা যেন এমন সন্তান না হয় এটাই হোক আমাদের অঙ্গীকার♥♥

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56