স্বরচিত কবিতা "দীর্ঘশ্বাস"|||~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।
পবিত্র রমজান মাসে নিশ্চয়ই আমরা যারা সুস্থ আছি, ভাল আছি, এবং যারা মুসলিম তারা নিশ্চয়ই প্রত্যেকেই রোজা আছি।আর মহান আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেককে 30 টি রোজা রাখার তৌফিক দান করুন এটাই প্রত্যাশা করছি।পবিত্র রমজান মাস অনেক রহমতের এবং বরকতের মাস।সিয়াম এবং সাধনার মাস সংযমের মাস।এ মাসে আমরা যতটা পবিত্র অবস্থায় থাকতে চাই, বা থাকতে পারি, অন্যান্য মাসগুলোতে ঠিক তেমনটি হয়ে ওঠে না।এবং রমজান মাসের সেহরি ও ইফতারের সময় টা আলাদা একটাই ইমেজ তৈরি করে পরিবারের মধ্যে।নানা ধরনের মুখরোচক সব ইফতার আমরা খেয়ে থাকি খুব মজা করে।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার আরেকটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কবিতা টি যদি আপনাদের এতোটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার পরম পাওয়া। তাহলে চলুন আর দেরি না করে কবিতাটি পড়ে আসি।আর হ্যাঁ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে উজ্জীবিত করে।সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে।
যেখানে বিশ্বস্ততার বড়ই অভাব,
যেখানে নেই মনুষ্যত্ব, নেই বিবেক বোধ।
যেখানে সভ্যতার আড়ালে মুখোশধারী
শয়তানদের আনাগোনা,
যেখানে রঙ্গন শালার রঙ্গমঞ্চে
শকুনেরা ভিড় করে,
যাদের মুখে নীতিকথা,আর
চারিত্রিক বৈশিষ্ট্য ধর্ষকদের চেয়েও নিকৃষ্ট,
এরা ভদ্রবেশে ঘুরে বেড়ায় যেখানে,
আমি সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসেছি।
যেখানে আমাকে দিনের পর দিন ডিমিন করা হয়, সন্দেহ করা হয়,অ্যাপ্রিশিয়েট করা হয়না।
যেখানে আমার গুরুত্ব নেই,
যেখানে আমাকে ইগনোর করা হয়
করা, করা হয় অবহেলা।
যেখানে কথা বলে মজা নেই,
স্বস্তি নেই, শান্তি নেই, শুধু টক্সিসিটি।
যেখানে আমাকে বোঝার মত মানুষ'ই নেই।
আমি সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে, একাকীত্বকে বড় বেশি অনুভব করি।
নিজেই নিজের সঙ্গটাকে খুব মজা করে উপভোগ করি।আর শব্দের সাথে শব্দ মিলিয়ে
শব্দেমালায় তৈরি করি নতুন নতুন কাব্য।
আমি সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে,
পাই আনন্দ, পাই স্বস্তি, নেই দীর্ঘশ্বাস।
২২মার্চ ২০২৩
সময় রাত-১১:১৭
কবিতা কুটির, নীলফামারী।♥
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপু আপনার কবিতা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার নামের সাথে কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে। আপনাদের এমন সুন্দর কবিতা পড়ে আমি নিজেও কবিতা লেখার উৎসাহ পাই। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আমার কবিতা আপনার ভাল লাগে এবং আমার কবিতা পড়ে আপনি উৎসাহ পান, জেনে অনেক বেশি খুশি হলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য
♥♥
আপনার কবিতা আমি মিস করি না। কারণ আপনার কবিতা থেকে আমি উৎসাহ পাই। যেহেতু আমি নিজেও কবিতা লিখি। দীর্ঘ শ্বাস কবিতাটি অনেক সুন্দর লিখেছেন আপু। কবিতার ভাষাগুলো অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমি জানি আপনি বরাবরই আপনি আমার কবিতা পড়ে থাকেন। এবং সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার জন্য।♥♥
আমি তো সবসময়ই আপনি কবিতা পোস্ট করেছেন কিনা এটা লিখতে থাকি। আমার কাছে আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। বিশেষ করে শুয়ে শুয়ে পড়লে যেন ঘুম চলে আসে চোখে। আজকেও তেমন চমৎকার একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরলেন। সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও হাসিখুশি ভাবে আপনার কবিতা গুলো পড়তে পারি এটা আমার কাছে একটু বেশি ভালো লাগে।
শুনে বেশ ভালো লাগলো আপু। আপনি আমার কবিতার জন্য অপেক্ষা করেন। এটা সত্যি অনেক বড় একটা পাওয়া। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনাদের ভালোবাসায় আমাকে সিক্ত করে নেয়ার জন্য♥♥
মনে হচ্ছে খুব ভিন্নধর্মী একটা কবিতা পেলাম একবার কাছ থেকে।
যা লিখেছেন একদম সত্য লিখেছেন,ঐসমস্ত মুখোধারি ভাড় দের থেকে দূরে সরে আসায় স্বস্তির যাদের বিবেক মনুষ্যত্ব বলে কিছুই নাই।
একদম ঠিক বলেছেন। অমানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। আর সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে মানুষ আর অমানুষ দেখতে একই রকম। তাই আমরা ভুল করি বারবার।♥♥
কবিতা লিখতে আপনি কতটা পারদর্শী সেটা নতুন করে বলার কিছু নেই। প্রতিবারের ন্যায় এবারও আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। কবিতা নামের সাথে কবিতায় প্রতিটি লাইনে খুবই সুন্দর মিল রয়েছে। দীর্ঘ শ্বাস কবিতার ভাষাগুলো অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।
আমার কবিতা আপনার ভালো লাগে জেনে খুশি হলাম এভাবেই পাশে থাকবেন সবসময়।
ভালোবাসা অবিরাম♥♥