"এসো নিজে করি" বাল্ব এর কাভার দিয়ে চমৎকার " নাইট ল্যাম্প"10% beneficially @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে।এই শারদীয় পূজা উৎসব আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি অসাধারণ ইভেন্টে DIY( Do It Yourself) এসো নিজে করি। এখানে ৬ ষ্ঠ দিনে আবারো অংশগ্রহণ করতে যাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি " বাল্ব/ লাইটের কাভার দিয়ে নাইট ল্যম" তৈরি করেছি। ।


IMG_20211013_223905.jpg

তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক বাল্ব এর কাভার দিয়ে "নাইট ল্যাম্প"।


IMG_20211013_223956.jpg

siam,.png

উপকরণ সমূহঃ


♦বাল্ব এর কাভার

♦ সাদা এবং কালো কাগজ

♦লাইট

♦ কাচি

♦ আঠা

♦ টেপ

♦চার্জার

♦ তার

♦এন্টিকাটার

siam,.png

প্রস্তুত প্রণালীঃ

IMG_20211013_230210.jpg

IMG_20211013_230229.jpg

IMG_20211013_222646.jpg

প্রথমে একটি বাল্ব বা লাইট এর কাভার এভাবে চারিদিক এবং উপরের সাইটটা এন্টিকাটার ও কাচির সহযোগীতায় কেটে নেই।

siam,.png

IMG20211009182921.jpg

এবং এবার। কাভারের মাপমতো চারিদিকে সাদা কাগজে ভাবে কেটে নেই।

siam,.png

IMG20211009181750.jpg

IMG20211009181844.jpg

কাল কাগজ গুলো এভাবে ডিজাইন করে কেটে সাদা কাগজ গুলোর উপরে আঠা দিয়ে লাগিয়ে নেই।

siam,.png

IMG_20211013_223330.jpg

IMG_20211013_223258.jpg

IMG_20211013_223004.jpg

IMG_20211013_223352.jpg

কাভারের তিন দিকেই প্রায়ই এরকম ডিজাইন করে এরপর লাগিয়ে নেব।

siam,.png

IMG20211009182136.jpg

এবার এরকম ছোট ছোট লাইক নিব।

siam,.png

IMG20211009182223.jpg

IMG20211009200003.jpg

এবার একটি মোটা কাগজে লাইটগুলো সেটিং করে তার গুলো কষ্টেপ দিয়ে লাগাব।

siam,.png

IMG_20211013_223033.jpg

মোটা কাগজে লাইট গুলো এভাবে সেটিং করা হলো

siam,.png

IMG20211009202635.jpg

IMG_20211013_223740.jpg

কাভারের একদিকে আমার বাংলা ব্লগ লিখে অন্যদিকে আমার সিগনেচার দিয়ে ভেতরে লাইট গুলো এভাবে সেটিং করে নিলাম।

siam,.png

IMG_20211013_223905.jpg

IMG_20211013_223621.jpg

IMG_20211013_223647.jpg

IMG_20211013_223905.jpg

IMG_20211013_223606.jpg

তৈরি হয়ে গেল আমার নিজের হাতে করা নাইট ল্যাম্প।এবং চার্জার এর সাথে সংযোগ দিয়ে লাইট টা জালিয়ে ফেললাম।।

siam,.png

IMG_20211013_223956.jpg

আপনি বাসায় এরকম যেকোন কাভার দিয়ে চমৎকার নাইট ল্যাম্প তৈরি করতে পারেন। যেটা আপনার অন্ধকার ঘরকে আলোকিত করতে সহযোগিতা করবে।আমার আজকের এই ছোট প্রচেষ্টা যদি কারো উপকারে লাগে তবে আমার সার্থকতা।পরিশেষে আবারো শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি তবে নিচ্ছি না আগামীতে আবার ফিরে আসবো নতুন কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি সেলিনা সাথী ভাল থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি♥

siam,.png

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

আপনার থেকে আমরা অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস সর্বদা পাচ্ছি। আপনার থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারছি। বাল্ব এর কাভার দিয়ে অনেক সুন্দর লাইট ল্যাম্প তৈরি করেছেন আপু। সুন্দর দেখাচ্ছে। আপনি যেটাই তৈরি করেন সেটাই আমার ভালো লাগে আর সেটাই আমার নিয়ে নিতে ইচ্ছা করে🥺🥺

 3 years ago 

হা হা হা নিয়ে নেন।শুভ কামনা ভাইয়া♥

 3 years ago (edited)

প্রতিনিয়তঃ আমাদের মাথায় নতুন নতুন চিন্তাধারা ঘুরপাক খাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা ধারা গুলো কে সাজিয়ে আমার বাংলা ব্লগের সেগুলো প্রকাশ করছি।

আরে গুলোই আমাদের প্রিয় ক্রিয়েটিভ চিন্তাধারার বহিঃপ্রকাশ

হ্যাশট্যাগ ঠিক করে নিয়েন আপু (আমারবাংলাব্লগ- ইভেন্ট) এটা দিতে হয় তো আপনি ভুলে গেছেন

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

ওয়াও আপু অনেক সুন্দর হয়েছে ল্যাম্পটি। লাইটের কাগজ তো আমরা ফেলেই দিই, সেটাকে এত সুন্দর একটি ল্যাম্পে রূপান্তর করা সম্ভব তা আগে কখনো ভাবি নি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে♥

 3 years ago 

সত্যি অসাধারণ একটা কাজ করেছেন। আমার কাছে ল্যাম্প টা খুব পছন্দ হয়েছে। আপনার কবিতা যেমন সুন্দর আপনার কাজ ও অসম্ভব সুন্দর হয়েছে।

 3 years ago 

আমি ধন্য♥

 3 years ago 

আমি প্রথমেই সাধুবাদ জানাই আপনাকে ক্রিয়েটিভিটি কে। একদম ইউনিক এবং চমৎকার ডাই করেছেন আপু আপনি। আর বিষয়টি আমরা যেনো শিখতে পারি তার জন্য একদম স্টেপ বাই স্টেপ দিয়েছেন।

 3 years ago 

আপনারা শিখতে পারলেই আমার সার্থকতা♥

 3 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার এই ল্যাম্পটি। ফেলে দেওয়া কাগজ দিয়ে প্রয়োজনীয় জিনিস বানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

শুভ কামনা♥

 3 years ago 

আপনি এই ডিজাইন টা আমার অনেক ভালো লাগে। চিন্তা করছি এবার এইরকম একটা ল্যাম্প আমার পড়ার টেবিলের জন্য বানাবো। সত্যিই এটি পড়ার টেবিলের সৌন্দর্যবর্ধন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের সামনে তুলে ধরার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ♥

বাহ চমৎকার! দেখে খুবই ভালো লাগলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

বাল্ব এর কাভার দিয়ে আপনি চমৎকার ভাবে নাইট ল্যাম্প তৈরি করেছেন। আমার খুবই পছন্দ হয়েছে। অনেক ধৈর্য্য নিয়ে এই ল্যাম্পটি তৈরি করেছেন আপু। আমি আপনার নাইট ল্যাম্প তৈরীর ধাপ গুলো দেখে অবশ্যই চেষ্টা করবো তৈরি করার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু। আপনি যেহেতু অনেক পরিশ্রম করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আপনার অনেক ধৈর্য রয়েছে আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু মনি♥

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57393.77
ETH 2439.11
USDT 1.00
SBD 2.33