স্বরচিত কবিতার নাম ``চোখের রেটিনা`` || সেলিনা সাথী

in আমার বাংলা ব্লগ3 years ago

"চোখের রেটিনা"
সেলিনা সাথী

বহুদিন ধরে যে কথা বলোনি কিংবা
বুঝতেও দাওনি কখনো
তুমি'ই বল তা আমি বুঝবো কি করে?
তোমার রাজ্যের সন্ধান যদি সময় মত দিতে
তবে কি আর অন্য রাজ্যে বিচরণ করতো
আমার অনুভুতি।

ক্ষণিকের যাত্রায় তুমি আর আমি
দুজন দু'দিকে।
জানো সময় বড় অভিমানী
সময়ের গুরুত্ব সময়েই দিতে হয়।

বড্ড দেড়ি করে আজ দূর্মনীয়
সমুদ্রের গর্জন শুনাচ্ছো আশা নিরাশার।
একবার ও কি বুঝতে পেরেছিলে, শুনতে পেরেছিলে আমার অব্যাক্ত চাহনি গুলো?

আচমোকা দেখা হলে আমার
চোখের রেটিনায় খুঁজে নিও আমাকে।

jpg.jpg
Image Source

received_231420342180499.webp


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20210105_173224.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


photo_2021-06-30_13-14-56.jpg

Subscribe My Channel on YouTube: https://youtube.com/channel/UC1lAnoejZgfsGXZaaYwNljg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  

কবিতাটা অসাধারণ হয়েছে। যদি আমার কবিতাটার সারমর্ম বুঝতে ভুল না হয়, তাহলে এটার সারমর্ম এমন হবে যে,

মনে রাখা মানুষটা যখন মনের কথাটা সামনপ থেকেও বুঝতে পারে না। তখন নিজের চোখের কোণে জমপ থাকা জল দিয়ে তা বোঝানোও যায় না। আশা করি কিছুটা হলেও কবিতার সারর্মমটা বুঝতে পারছি।

ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভালো বোঝার জন্য। শুভ কামনা অবিরাম ভাইয়া। কবিতাটি কয়েকবার পড়লে আরো ভালো বুঝতে পারবেন।

চেষ্টটা করব আপু পড়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দিদি অনেক সুন্দর কবিতা লিখেছেন ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি। শুভ কামনা অবিরাম।

 3 years ago 

কমিউনিটি তে যে অল্প কয়েকজন সত্তিকারের ক্রিয়েটিভ পোস্ট করে আপনি তাদের ভিতর একজন। বেশিরভাগ পোস্টই দেখি গড়পরতা মানের। কিন্তু আপনার কবিতাগুলো আসলেই সুন্দর।

 3 years ago 

অসংখ্য দন্যবাদ আপনাকে। শুভ কামনা ভাইয়া।

 3 years ago 

বরাবরের মতো ভালো লিখেছেন আপু।পড়ে ভালো লাগলো অনেক।

 3 years ago 

আপনি যে কোন বিষয়ের উপর তাৎক্ষণিকভাবে কবিতা লিখতে পারেন এটি একটি মহৎ গুণ। আপনার কবিতাগুলো পড়ে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।শুভ কামনা অবিরত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43