মজাদার "পোলাও" রেসিপি | @selinasathi1

in আমার বাংলা ব্লগ3 years ago

১৯ই আষাঢ় ১৪২৮

৪থা জুলাই, ২০২১


আসসালামু আলাইকুম


শুরুতেই সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভলোবাসা ও শুভেচ্ছার পাপরি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। সেই সাথে শুরু করছি আমার আজকের রেসিপি সুস্বাদু "পোলাও" তবে, চলুন আর দেরি না করে চটপট দেখে নেই কিভাবে পোলাও রান্না করছি।

IMG20210703134229.jpg

চলুন শুরু করা যাক।

siam,.png

প্রয়োজনীয় উপকরনসমূহ:

  • পোলাও এর চাল
  • পেয়াচ
  • তেল
  • জিরা
  • লবন
  • রসুন
  • তেজপাতা
  • এলাচ
  • লং
  • লবন
  • মরিচ
  • ডালচিনি

পোলাও এর চাল
IMG20210703115246.jpg

পেয়াচ, রসুন, মরিচ

IMG20210703114935.jpg


তেচপাতা ও মসলা
IMG20210703115105.jpg



প্রস্তুত প্রণালী:


  • প্রথমে আতব চাল গুলো ঝেড়ে বেছ নিতে হবে। আমি এখানে এক কেজি চাল নিয়েছি।

IMG20210703115246.jpg

siam,.png

  • পেয়াজ কুচিকুচি কেটে নিয়েছি।সেই সাথে কয়েকটি রসুনের কোয়া, ও কাচা মরিচ নিয়ে নিয়েছি।

IMG20210703114935.jpg

siam,.png

  • চাল গুলো ধুয়ে নিংরিয়ে নিতে হবে।

IMG20210703120049.jpg

siam,.png

  • এর পর রাইচ কুকারে তেল দিয়ে পেয়াজ কুচি কাচা মরিচ রসুন কোয়া এলাচ দারুচিনি, ও তেজপাতা দিয়ে পেয়াজগুলা বাদামি রংয়ের মত ভেজে নিব।

IMG20210703115407.jpg

siam,.png

  • তারপর কিছু পেয়াজ বেরেস্তা তুলে রাখব। মনে রাখবে সব পেয়জ কিন্তু না।এরপর চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে--

IMG20210703120534.jpg

siam,.png

  • পরিমানমত পানি ও লবন দিতে হবে।যেহেতু আমি এক কেজি চাল নিয়ছি তাই পানি দিতে হবে দুই লিটার। আর হ্যা পানিটা গরম হলে ভাল হয়। তাই আমি আগেই পানি গরম করে নিয়েছি।পানি দিয়ে কয়েকটি আস্ত জিরা দিয়ে ভালভাবে নেরেচেরে ঢেকে দিব।

IMG20210703120838.jpg

siam,.png

  • পানি শুকিয়ে গেলে পরিবেশন ডিসে করে পোলাও ঢেলে শষা, কাচা মরিচ ও পেয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি।

IMG_20210703_144120.jpg

siam,.png

  • তৈরি হল আজকের রেসেপি সুস্বাদু "পোলাও"।
    আশা করি সকলেই খেয়ে অনেক মজা পাবেন। আর সেটাই আমার সার্থকতা।

received_505379474029323.jpeg

siam,.png

কাল করেছি মাংস,
আজ করেছি পোলাও
লকডাউনে খেয়ে খেয়ে
বরিং মনকে ভোলাও।


বন্ধুরা, আজকের মত এখানেই আগামীতে আবারো আসছি মজার মজার সব রেসেপি নিয়ে আমি সেলিনা সাথী। ঘরেই থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধী মেনে চলুন। সুস্হ্য জীবন যাপন করুন।



gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv4FoAr5GW7aYsLBgAL8BJGLvaEdSrwHiMcQ2pCbZYsEEP8QHZJRdZ2P7VYPpXnZ5X5UKYHWaddgSN1y9Y24mqC42hJn3JuniQz95ki.jpeg

FB_IMG_1624876394671.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@steemcurator01
@steemcurator02
@stephenkendal


photo_2021-06-30_13-14-56.jpg

Subscribe My Channel on YouTube: https://youtube.com/channel/UC1lAnoejZgfsGXZaaYwNljg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  
 3 years ago 

আহা, যেন একটা আত্মতৃপ্তি ভেতরে কাজ করছে ।খেতে পারলে আরো ভালো লাগতো। ভালো বানিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। খাওয়াতে পারলে আমি আরো বেশি খুশি হতাম।

 3 years ago 

পোলাও রান্না টা দেখে জিভে পানি এসে গেল। না জানি খেতে কতই না মজা হবে।

 3 years ago 

শুধু ভালো না আমার তো খেতে ইচ্ছে করছে, উপস্থাপনায় কিছু ভিন্নতা আনার চেস্টাটি ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

আপনাদের ভালোলাগাই
আমার পরম পাওয়া,
সুযোগ হলে কোনদিন
সাথে যাবে খাওয়া।♥♥

 3 years ago 

দেখেই তো খাইতে মন চাচ্ছে।খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 60745.98
ETH 2342.23
USDT 1.00
SBD 2.52