এমপি মহোদয়ের লেখা দুটি কাব্যগ্রন্থ উপহার স্বরুপ |||~~

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.সাথী পাঠাগার বই ::. ꧂☆


IMG_20230713_153450.jpg


জ্ঞানের আলোয় উদ্ভাসিত
সাথী পাঠাগার
আলোকিত মানুষ গড়তে
শ্রেষ্ঠ উপহার
সাথী পাঠাগার, সাথী পাঠাগার


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।


বন্ধুরা আজ আমার জীবনে নতুন করে এক গুণীজন সাহিত্য প্রেমীর সাথে পরিচয় হলো। ওনার নামটা অনেক আগে বহুবার শুনেছি। তবে এর আগে কখনো সামনা সামনি এভাবে কথা বলা হয়নি কখনো। তিনি ছিলেন একসময়ের জনপ্রিয় এমপি নীলফামারী দুই আসনের। কিন্তু তিনি যে এত চমৎকার করে সাহিত্য চর্চা করেন সেটা আমার অজানাই ছিল। যখন আমাদের নীলফামারী সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি শান্তি পদ রায় দাদা,ওনার সম্পর্কে বললেন। ওনার সাহিত্যচর্চার কথা বললেন।এবং উনি আমাদেরকে ইনভাইট করেছে শুনে ওনার বাড়িতে যাই আমরা বেশ কয়েকজন। নীলফামারী সাহিত্য একাডেমির সদস্যবৃন্দ। উনি আমাদেরকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন।বর্তমানে ওনার বয়স 81।তারপরেও অনেক এনার্জিটিক দেখলাম ওনাকে।ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক গল্প করলেন আমাদের সাথে। এরপর আমাদের সকলকেই ওনার নিজের লেখা বই উপহার হিসেবে দিলেন।এবং সাথী পাঠাগারের জন্য স্পেশালি দুটো বই দিলেন।এবং অনেক উৎসাহ ও অনুপ্রেরণা দিলেন।

IMG_20230713_211309.jpg

IMG_20230713_153525.jpg

কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা জনাব সামসুদ্দোহা সাবেক এম. পি মহোদয়েরর লেখা "করোনা কাব্য" ও "আলো অনুরাগ" সাথী পাঠাগারে সৌজন্য কপি দেয়ার জন্য,, মহোদয় কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে নিলফামারী সাহিত্য একাডেমির প্রকাশনা "কাব্য কলি" মহোদয়ের হাতে তুলে দিতে পেরে আমরা যেমন ধন্য হয়েছি। তেমনি খুশি হয়েছি। ✍🏻লেখকের সু লেখনি হোক সমাজ সংস্কারের হাতিয়ার। তিনি ঠিক এভাবে শুভ কামনা জানিয়েছেন-শুভ কামনা -
সাহিত্য সংস্কৃতি উড়ুক ডানা
পেরিয়ে দিগন্ত রেখা।
নীল আকাশের নীচে মুক্ত ভাবনা -
নীলফামারীর বাঙালি সংস্কৃতির
নবজাগরণ পালা,
মুক্তিযুদ্ধের ইতিহাসের চেতনা !
জাতির জনকের স্বপ্ন পূরণ সাধনা !
♥♥

IMG_20230713_214132.jpg

আসুন এবার তার লেখা বই দুটি দেখে আসি। খুবই চমৎকার প্রচ্ছদে মোড়ানো দুটি বই।বই দুটির নামকরণ ও কিন্তু যথার্থ।তাৎক্ষণিক কয়েকটি কবিতা পড়ে নিলাম।সত্যিই অসাধারণ এবং অনবদ্য লেখা।এত চমৎকার কাব্য লেখেন উনি আগে জানা ছিল না।ওনার লেখা করোনা কাব্য থেকে বেশ কয়েকটি কবিতা পড়লাম।। মুগ্ধ করার মত কবিতাগুলো।আগামীতে ওনার লেখা কবিতা গুলো আমি আবৃত্তি করার চেষ্টা করব।

IMG20230713231633.jpg

আরেকটি কাব্যগ্রন্থ হচ্ছে আলো অনুরাগ।খুবই চমৎকার মোলাটে আবৃত। বইটির কয়েকটি কবিতা পড়েছি কিন্তু এখনো পুরোটা দেখা হয়ে ওঠেনি।যে দুটি কবিতা পড়েছি আমার কাছে খুবই চমৎকার লেগেছে।আপনারও বইটির সংগ্রহে রাখতে পারেন।এই দুটি কাব্যগ্রন্থ উনি সাথী পাঠাগারে উপহারস্বরূপ দিয়েছেন। সাথী পাঠাগারের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

IMG20230713231628.jpg

আসুন সেই কিংবদন্তি মুক্তিযোদ্ধা সামসুদ্দোহা এমপি মহোদয়ের সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।সামসুদ্দোহা কৈশোর থেকে গণমানুষের মুক্তির আন্দোলনে সার্বক্ষণিক সম্পৃক্ত ছিলেন। মূলত রাজনীতিক। কিন্তু জীবনের পড়ন্তবেলায় রোগাক্রান্ত অবস্থায় সাহিত্য চর্চার পথ সন্ধানে হাটতে শুরু করেছেন। অভিন্ন লক্ষ্য।

১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর, ৩০ ভাদ্র ১৩৪৯ বঙ্গাব্দ, সোমবার তাঁর জন্ম। অনেক দিন পরে তা তিনি জানতে পারেন। ছোট ভাই সামসুল ইসলামের কাছে রক্ষিত পিতার হাতে লিখিত পারিবারিক কুষ্ঠিতে। যদিও পিতাই স্কুলে ভর্তির সময় ৩০ নভেম্বর, ১৯৪৩ খৃষ্টাব্দ জন্মের তারিখ ও সাল অল্প কমিয়ে দিয়ে নির্ধারণ করান। সেই থেকে সব সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রে ৩০ নভেম্বর, ১৯৪৩ জন্মসাল ও তারিখ চলে আসছে। তার জন্মস্থান কাঞ্চনপাড়া গ্রাম, উপজেলা-জেলা নীলফামারী। প্রয়াত মাতা খাদিজা খাতুন ও প্রয়াত পিতা মহিউদ্দিন আহমেদ। নীলফামারী হাই ইংলিশ স্কুল থেকে ১৯৬০ সালে মেট্রিক ও নীলফামারী মহাবিদ্যালয় থেকে ১৯৬৪ সালে গ্রাজুয়েশন করেন। কলেজ জীবনেই ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে সক্রিয় অংশ নেন। কলেজ ছাত্র সংসদের সহ- সভাপতি নির্বাচিত হন।

১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হন এবং সার্বক্ষণিক ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৬৪ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত তদানীন্তন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ১৯৬৯-এর ঐতিহাসিক ১১ দফার অন্যতম প্রণেতা এবং গণ-অভ্যুত্থানের প্রধান নায়কদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ নায়ক।

মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের উত্তরাঞ্চলের ছাত্র ইউনিয়ন-ন্যাপ- কমিউনিস্ট পার্টির গেরিলা ট্রেনিংয়ে ভারতের তেজপুরে মুক্তিযোদ্ধাদের পাঠানো ও ট্রেনিং শেষে দেশের অভ্যন্তরে প্রবেশের যাবতীয় কার্যক্রম ভারতের শিলিগুড়ি ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার প্রেম সিং-এর তত্ত্বাবধানে পরিচালনার দায়িত্ব পালন করেন। স্বাধীনতা-উত্তর কমিউনিস্ট পার্টি ও শ্রমিক আন্দোলনে সক্রিয় হন। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য, সম্পাদক ও বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯১ সালে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে তদানীন্তন ১৫ দলীয় জোট থেকে নীলফামারী আসনে জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।
ওনার সংক্ষিপ্ত পরিচিতি ওনার বই থেকে সংগ্রহ করা

IMG_20230713_150844.jpg

মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের মত এখানেই ইতি টানছি,,,,

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: বই

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 last year 

প্রথমেই এই বৃদ্ধ এমপি মহোদয়ের জন্য দোয়া ও প্রার্থনা কামনা করে। তিনি যেন আপনাদের মাঝে জীবিত অবস্থায় আরো অনেক দিন বাঁচতে পারেন। তিনি নিজ হাতে আপনার পাঠাগারের উদ্দেশ্যে দুইটা বই উঠিয়ে দিয়েছে দেখে আমার অনেক ভালো লাগলো। আর সুন্দর এই বিষয়টা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 last year 

এভাবে করেই সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো।আর দোয়া করি আপনার সাথী পাঠাগার অনেক অনেক দূরে এগিয়ে যাক এবং সবার ভালোবাসায় সিক্ত হোক।

 last year 

এই পাঠাগারকে নিয়ে অনেক স্বপ্ন, আশা করি সব আস্তে আস্তে পুরন হবে। ধন্যবাদ আপৃ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56006.20
ETH 2375.33
USDT 1.00
SBD 2.33