স্বরচিত কবিতার নাম "বাবা ছাড়া ঈদের খুশি" || সেলিনা সাথী

“বাবা ছাড়া ঈদের খুশি”
সেলিনা সাথী

বাবা ছাড়া ঈদের খুশি
কেমন করে ভাবি,
ফিরে এসো বাবা আবার
এটাই করি দাবি।

তুমি ছাড়া বাবা আমি
বড় অসহায়
যন্ত্রণাময় স্মৃতি গুলো
শুধুই যে কাঁদায়।

তোমার মত ডাকেনা কেউ
মা মনি আর বলে,
আমায় ছেড়ে বাবা তুমি
কেন গেলে চলে।

চালের রুটি, মাংস দিয়ে
কত মজা করে,
সবাই মিলে খেতাম বসে
মায়ের রান্না ঘরে।

মায়ের রান্নাঘর আর
নেইতো আগের মত
উল্টা পাল্টা হয়ে গেছে
যা ছিল গত।

সেই মায়া, সেই মমতা
খুঁজি ফিরি আমি,
বাবা তুমি আমার কাছে
হিরের চেয়েও দামি।

বাবা তোমার বাগানে ফোটা
পাঁচ -পাঁচটি ফুল
হয়ে গেছে এলোমেলো
না জানি কি ভুল।

মায়ের কথা অমন করে
কেউ ভাবেনা আর,
তুমি বিহনে মায়ের মাথায়
ধু ধু বালুচর।

মায়ের কথার মূল্য কি আর
আগের মত আছে,
সবাই থাকে সবার মত
কে থাকে তার কাছে।

মায়ের দুঃখ কষ্ট গুলো
নেইতো বোঝার কেউ,
কি কারনে বকবক করে
কি যন্ত্রণার ঢেউ।

মায়ের জন্য বাবা তুমি
আবার ফিরে আসো
সবার মুখে হাসি দেখে
প্রাণ খুলে হাসো।

চুপিচুপি বলব কথা
ফিরে এলে তুমি,
দুড় হবে সব দুঃখ ব্যাথা
কপালে দিলে চুমি।

এতো ডাকি তবুও বাবা
কেমনে আছ দুড়ে,
এতিম হওয়ার জ্বালাটা
খাচ্ছে কুড়ে কুড়ে।

IMG_20210721_192017.jpg

IMG_20210721_192105.jpg

Screenshot_2021-07-21-18-38-05-62.jpg


FB_IMG_1624876394671.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


photo_2021-06-30_13-14-56.jpg

Subscribe My Channel on YouTube: https://youtube.com/channel/UC1lAnoejZgfsGXZaaYwNljg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  
 3 years ago (edited)

দিলেন তো মনটা খারাপ করে, এই বার প্রথম বাবা ছাড়া ঈদ করলাম। কারন রোজার ঈদের পর বাবা চলে গেছেন।

তবে কবিতাটি সুন্দর লিখেছেন, একদম হৃদয়ের কথাকে উপস্থাপন করেছেন। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। সেই সাথে আমি দুঃখিত আমার মন খারাব করার জন্য। ঈদের শুভেচ্ছা।

 3 years ago 

বাবা না থাকার ব্যাথা আমি বুঝি ।ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ। শুভ কামনা রইল।

 3 years ago 

বলার মতো ভাষা নেই।তবে এতটুকুই বলার ,যাওয়া আসার এই দুনিয়ায় সবকিছু মেনে নিয়েই চলতে হবে।

 3 years ago 

ঠিকই বলেছেন। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

যদিও কবিতাটি বিয়োগান্তক ছিল। তবুও অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

খুবই মর্মস্পর্শী , বেদনার অশ্রু ফোঁটাগুলি কবিতার লাইন হয়ে ফুটে উঠেছে ।

 3 years ago 

ঠিক যেন তাই
দাদা ভাই।
ধন্যবাদ আপনাকে চমৎকার
অনুভুতি প্রকাশের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62184.89
ETH 2995.49
USDT 1.00
SBD 3.97