"ওয়াটার মার্বেল ক্যান্ডেল" ডাই প্রজেক্ট|||~~
☆꧁::. ওয়াটার ক্যান্ডেল::꧂☆
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি । আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আমি @selinasathi1।বাংলাদেশে আমার বসবাস।।"আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মজার একটি ডিম ক্যান্ডেল নিয়ে হাজির হয়েছিলাম।।
আর আজ একটি চমৎকার ওয়াটার ক্যান্ডেল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে এতো চমৎকার একটি ওয়াটার ক্যান্ডেল তৈরি করেছি। যা দেখলে আপনারা নিজেরাও অভিভূত হয়ে যাবেন। কারণ আমার কাছে খুবই ভালো লেগেছিলো দেখতে।আমি এক দিনে প্রায় তিনটি ক্যান্ডেল বানিয়েছিলাম।একটি ডিম ক্যান্ডেল আর অন্য দুইটি ওয়াটার ক্যান্ডেল। যাইহোক আজ একটি ওয়াটার ক্যান্ডেল আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পরবর্তীতে আবারও আরেকটি ওয়াটার ক্যান্ডেল আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে আজকের ক্যানডেলটি দেখে আসি, কিভাবে তৈরি করলাম।
কাচের বাটি ১টি
মার্বেল ৮ টি
সুতা ২ টুকরা
সাদা পুঁথি
পানি ও সরিষার তেল।
- প্রথমে একটি স্বচ্ছ কাচের বাটি নিয়েছি।
- এবার বাটির মধ্যে মার্বেলগুলো দিয়ে সাজিয়ে নেবো। এবং সুতা গুলোর মধ্যে সরিষার তেল মাখিয়ে নিয়ে গড়মিল গুলোর নিচে দিয়ে দিব।ঠিক এইভাবে।
- এবার মার্বেল গুলোর উপরে ঠিক এভাবে পানি ঢেলে দিব।
- এবার পানি গুলোর উপরে একটু সরিষার তেল দিয়ে দিব। এবং দুটি সুতার মাঝখানে পুতির একটি লকেট বসিয়ে দেবো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এরপর সুতা গুলোর মধ্যে আগুন লাগিয়ে দিলাম।
- তৈরি হয়ে গেল মার্বেল ওয়টার ক্যান্ডেল। এবার আপনি আপনার ইচ্ছামত জায়গায় এই ক্যান্ডেলটি ব্যবহার করতে পারবেন।
- এবার ক্যান্ডেলের কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি।
তৈরি হয়ে গেল দৃষ্টিনন্দিত ওয়াটার ক্যান্ডেল। খুবই চমৎকার হয়েছে ক্যন্ডেলটি।। কালারফুল এই মার্বেল ক্যান্ডেল টি জ্বালানোর পরে অসাধারণ লাগছে
দেখতে।বন্ধুরা আমার'ই ছোট্ট প্রচেষ্টা -যদি আপনাদের ভালো লেগে থাকে তবে, আমার সার্থকতা, আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানেই। আগামীতে আবারো আসবো নতুন নতুন কোন বিষয় নিয়ে। টাটা
বিশেষ দ্রষ্টব্য: ছবিগুলো সিয়ামের ফোন থেকে নেওয়া হয়েছে।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপু আপনি তো দেখছি এবার ইউনিক একটি থিম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করলেন। এবারের থিমটি আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আশা করি বিচারকদের কাছেও বেশ পছন্দ হবে। আপনার উপস্থাপনা ছিল অসাধারণ। প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
আপু এই প্রতিযোগিতায় আমি সবার আগে অংশগ্রহণ করেছি। আর আজ এটি ডাই প্রজেক্ট হিসেবে পোস্ট করলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি ডিম ক্যান্ডেল দিয়ে।সাত দিন পেড়িয়ে গেল। অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা আপু। সুন্দর মতামতের জন্য।♥
আমার বাংলা ব্লগ আয়োজিত ক্যান্ডেল তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আমি আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আপনি খুবই চমৎকারভাবে ওয়াটার মার্বেল ক্যান্ডেল তৈরি করেছেন। আপনার তৈরি ক্যান্ডেলটি দেখতে সত্যিই অসাধারণ সুন্দর লাগছে। আপনার এই ক্যান্ডেল তৈরির তৃতীয় এবং চতুর্থ ধাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
ভাইয়া চলমান প্রতিযোগিতায় সর্বপ্রথম আমি অংশগ্রহণ করেছি। আমার পোষ্টের উপরের অংশটা একটু পড়লেই বুঝতে পারবেন। আর এই ওয়াটার ক্যানডেলটি ডাই প্রজেক্ট হিসেবে'ই পোস্ট করেছে গতকাল। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।♥♥
কয়েকদিন আগেও একটা চমক দিয়ে দিয়েছেন এমন পোস্ট করে, আজ আরো একবার 👌👌। দারুন একটা কনসেপ্ট লেগেছে আমার কাছে আপু। আর অনেকটাই সহজ ছিল। সব শেষে ক্যান্ডেল গুলো জ্বলে উঠলো যখন তখন তো অসাধারন লাগছে এক কথায় আপু।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় ভাইয়া আপনার জন্য। আসলে ক্যান্ডেল গুলো যখন জ্বলে ওঠে তখনই এত বেশি ভালো লাগে।
♥♥