অনুপ্রেরণামূলক স্বরচিত কবিতা "হিরো আলম"||~~



আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।

IMG-20230202-WA0000.jpg


বন্ধুরা আজ আবারো আপনাদের জন্য একটি চমৎকার, ব্যতিক্রমধর্মী কবিতা নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনাদের ভালো লাগবে। বর্তমান সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই কাণ্ড ঘটিয়ে ফেলেছে বাংলাদেশের হিরো আলম।2018 সাল থেকে হিরো আলম এর নাম শুনে আসছি।হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই হিরো আলম।অনেক ঘাত প্রতিঘাত যুদ্ধ লড়াই করে আজকের হিরো আলমে রূপান্তরিত হয়েছেন। তাকে বেশিরভাগ মানুষ অবহেলা আর অবজ্ঞা করতেন হাহা রিয়েক্ট দিতেন নানা ধরনের প্রতিকূল পরিবেশ কে তিনি,,তোয়াক্কা না করে, নিজের স্বাধীনভাবে যা খুশি তাই করার চেষ্টা করেছেন এবং প্রতিটি ক্ষেত্রেই তিনি ভাইরাল হয়েছেন।সেই নর্দমার কীট ভেবে হিরো আলম কে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন, সব অপমান অবহেলা অবজ্ঞা কে পিছনে ফেলে হিরো আলম আজ এমপি নির্বাচন এবং তার জনপ্রিয়তার জোয়ার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি।তিনি ইতিমধ্যে একটি বই লিখেছেন যে বইটির শিরোনাম হলো দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো। মানুষ যে তার স্বপ্নের চেয়ে বড় হিরো আলম তা প্রমাণ করেছেন। যাইহোক অনেক বড় বড় মনীষীদের গল্প শুনেছিলাম তারা সবাই খুব রুট লেভেল থেকেই উঠে এসেছিল আর আজ তারা ইতিহাস। হিরো আলম কে উৎসর্গ করে আজ একটি কবিতা উপহার নিয়ে এসেছি।কবিতার শিরোনাম হিরো আলম।


খুব ভালো করে জানি যে, যেকোনো ভালো কাজে উৎসাহ দেয়ার মানুষের বড় অভাব।থাকে, এবং আমরা শুধুমাত্র একটুখানি উৎসাহ এবং অনুপ্রেরণার অভাবে হাজারো, লাখো, লাখো, কোটি, কোটি প্রতিভা ঝরে যাচ্ছে মুকুলেই। তাই আসুন জীবনে কিছু পারি আর না পারি, অন্তত মানুষকে উৎসাহ, অনুপ্রেরণা দিতে শিখি।আপনার ছোট্ট একটু উৎসাহ অনেকের অনেক বড় স্বপ্ন পূরণে সহায়তা হতে পারে।


হিরো আলম

IMG-20230202-WA0000.jpg


সেলিনা সাথী


জিরো থেকে হিরো হওয়া
এত সহজ নয়,,
শিক্ষাদিক্ষা স্মার্টনেস যার
তবু কেন পায় ভয়??

বংশ তোমার বিশাল বড়
শ্রুতিমধুর কথা,
তবু কেন ভাইরাল নও
জানো তুমি তথা-?

জিরো থেকে কেমন করে
হিরো হতে হয়,,
এই বাংলার "হিরো আলম"
দিলেন পরিচয়।

চানাচুর আলম, ডিস আলম
জোকার আলম ভাই,
অনুপ্রেরণার শীর্ষে এখন
তুলনা যার নাই।

জ্ঞানীগুণী বুদ্ধিজীবী
রিক্সাওয়ালা ভাই,
হিরো আলম সবার মুখেই
জয়ধ্বনি চাই।

ধিক্কার দেয় কেউ বা তোমায়
করে গালমন্দ,
সোশ্যাল মিডিয়ায় হিরো আলম"
নিত্য নতুন ছন্দ।

টোকাই তুমি, শিল্পী তুমি
তুমি'ই হলে নেতা,
গায়ক তুমি, লেখক তুমি
সবখানেতেই জেতা।

গুগোল জুড়ে হিরো আলম
মূর্খ, কুৎসিত, কালো,
জনগণের আপন তুমি
গরিব দুঃখীর ভালো।

চোখে স্বপ্ন বুকে বল
ছুটছো অবিচল,,
হিরো আলম যেখানেই
জনতার ঢল।

তোমার লেখা বইয়ের পাতার
এক একটি শব্দ,
বিবেকহীন মানুষদের করবে
এক দিন জব্দ।

ইতিহাসের প্রেক্ষাপটে
তুমি রিয়াল হিরো,,
শুরুটা যার নর্দমা আর
শুধুই ছিল জিরো।

সর্বস্তরের মুখে মুখে
শুধুই তোমার নাম,,
তোমার নামেই ছুটছে কারো
অবলীলায় ঘাম।

যোগ্য বলেই হিরো আলম
সবার মুখে মুখে,,
অযোগ্যরা যোগ্য হতে
কাঁদে এখন দুঃখে।

যোদ্ধা তুমি, ফাইটার তুমি
নতুন ইতিহাস,,
আপন মনে স্বপ্ন পূরণ
করে যাচ্ছ চাষ।

সম্মুখপানে এগিয়ে চলো
তুমি তোমার মত,,
দুর্নীতি আর টাকার কাছে
হবে না কভু নত।

জনপ্রিয় হিরো আলম
এটাই যোগ্যতা,
যারা তোমায় ছোট ভাবে
তাদের অজ্ঞতা।

সেরাদের ও সেরা তুমি
নতুন সম্ভাবনা,
আঁধার ঘরের আলো তুমি
নিরব আরাধনা।

হিরো আলম সুপার হিরো
জেনেছে সকল লোকে,,
নামের আগে হিরো লাগাতে
কে বল আর রুখে-?

♥♥
০২ ফেব্রুয়ারি ২০২৩
সময় বিকেল 5:20 মিনিট
কবিতা কুটির, নীলফামারী♥



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 last year 

স‍্যোসাল মিডিয়ায় একটিভ অথচ হিরো আলমকে নিয়ে মজা হাসি ঠাট্টা করেনি এমন মানুষ খুব কম আছে। তবে কারো কথায় কান না দিয়ে। হার মানা মানসিকতা থেকে এগিয়ে গেছে হিরো আলম। এবং আজ যেন সে জাতীয় হিরোতে পরিণত হয়েছে। এমন টা হয়তো খুব দ্রুতই দেখা যাবে যেখান হিরো আলম বিভিন্ন স্কুল কলেজে মোটিভেশনাল স্পিকার হিসেবে কথা বলছে। অনেক সুন্দর লিখেছেন কবিতা টা আপু।

 last year 

ঠিক বলেছেন আপনি, মানুষের হাসির পাত্র হয়ে এত কিছু সহ্য করেও সে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।। এটি আজকাল দেখা যায় না।

 last year 

হিরো আলম কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।আসলে আপনার কবিতা লিখার খুব দক্ষতা আছে। আপনার কবিতা গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আপনি খুব সুন্দরভাবে কবিতা আবৃত্তিও করেন।যাই হোক আপনার স্বরচিত কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে অনুপ্রেরণার জায়গা থেকেই কবিতাটি লিখেছি।

 last year 

হিরো আলমের পথ চলা অতটা সহজ ছিল না। আসলে আমরা হয়তো সবাইকে তিরস্কার করতে পছন্দ করি। কিন্তু তার ধৈর্য এবং পরিশ্রম দেখতে পাই না। যাইহোক আপু আপনার লেখা কবিতা সত্যিই দারুণ হয়েছে। আজকে হিরো আলম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ভিন্ন ধরনের একটি কবিতা পড়ে ভালো লাগলো আপু।

 last year 

একবার হিরো আলমের জায়গায় নিজেকে বসিয়ে দেখলেই উত্তর পাওয়া যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার কবিতাগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। তবে আজকের কবিতাটি একদমই অন্যরকম লেগেছে। বিশ্বাস করুন আপু মন থেকে বলছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা তো সব সময় মানুষকে নিয়ে মন্দ কথা বলতে ব্যস্ত থাকি। কখনো তার ভালো দিকগুলো দেখার চেষ্টা করি না। ধন্যবাদ আপু হিরো আলমকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

কবিতাটি মন থেকেই লিখেছি আপু, সব কিছুরেই ২ টি চিত্র আছে। অপর চিত্রটি অনেকেই দেখে না বা জানে না। তাই সেটা নিয়ে কবিতা লিখেছি।

 last year 

হিরো আলমরা হয়তো সমাজের ঘৃন্য রাজনীতির কাছে পরাজিত হবে। তবে তার যে সাহস আছে আর কিছু করে দেখানোর ক্ষমতা রয়েছে তা স্বীকার করতেই হবে।
কবিতাটি জাষ্ট অসাধারণ হয়েছে আপু।
আমি মুগ্ধ হলাম।।।

 last year 

হিরো আলমের নেগেটিভ পজেটিভ বিষয় উভয়েই রয়েছে। পজেটিভ বিষয় নিয়ে কেউ কথা বলে না তাই সে বিষয়গুলো নিয়ে কবিতা লিখেছি, ধন্যবাদ আপনাকে।

 last year 

জীবনে উচ্চ শিখরে উঠতে গেলে নিজের চেষ্টা এবং অদম্য ইচ্ছা থাকতে হয়। হিরো আলম এমন একটি উদাহরণ যে হাজার বাধা বিপত্তির সম্মুখীন হয়েও থেমে থাকেনি। আর তাই আজ সে এতদূর পর্যন্ত আসতে পেরেছে। আপনি আপনার কবিতার মাধ্যমে হিরো আলমের সেই দিকগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।

 last year 

হিরো আলম কে দেখেই বুঝতে পারি, চেষ্টা থাকলে সবকিছুই করা সম্ভব।

 last year 

আসলেই এরকম একটা সাধারন পরিবার থেকে হিরো আলমের মতো হওয়া কখনো সহজ নয়। যদিও আমরা সবাই তাকে নিয়ে অনেক সমালোচনা করি তবে সে কোন কিছু উপেক্ষা না করে এগিয়ে গিয়েছে। কবিতার ভাষায় আপনি তাকে প্রশংসা করেছেন আর আমার মতে আসলেই সে একজন রিয়েল হিরো। অনেক ভালো লিখেছেন আপু আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

সমালোচনা আমরা সবাই করতে পারি কিন্তু প্রশংসা করতেই আমরা কৃপণতা বোধ করি। যাই হোক পজেটিভ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি।

 last year 

হিরো আলম, যিনি আসলেই আজ বাংলার হিরো। একটা সাধারণ জায়গা থেকে সংগ্রাম করে কিভাবে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সেই শিক্ষা হিরো আলম আমাদেরকে দেখিয়েছেন। হিরো আলমের শেষ প্রতিযোগিতার দিকে আমরা তাকালেই দেখতে পারি যে হিরো আলম এখন মানুষের কাছে কতটা জনপ্রিয়। ধন্যবাদ আপু হিরো আলমকে নিয়ে এমন সুন্দর একটি কবিতা রচনার জন্য।

 last year 

মানুষ চেষ্টা করলে কত কিছুই না করতে পারে তার একটি উদাহরণ হচ্ছে হিরো আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

হিরো আলমকে নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। হিরো আলম হওয়াটা হিরো আলমের জন্য একেবারেই সহজ ছিল না। সে তার জেদ ও মনোবল এবং ইচ্ছা শক্তি দ্বারা আজ নিজেকে মানুষের সামনে অন্যতম হিসেবে গড়ে তুলেছে। তাকে কেউ পছন্দ করুক বা নাই করুক সে নিজের পরিচিতি গড়ে তুলতে স্বার্থক হয়েছে। ‌ তবে যাই হোক আপু, আপনার কবিতাটি অসাধারণ ছিল বরাবরের মতোই। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

হিরো আলম বর্তমানে অনুপ্রাণন নাম হয়ে দাঁড়িয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বর্তমান সময়ের সর্ব আলোচিত ব্যক্তি হিরো আলম। আর হিরো আলমকে নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন যা পড়ে অনেক ভালো লেগেছে।কবিতাটি একদম তার বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে লেখা হয়েছে তাই।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সব কিছুরেই নেগেটিভ এবং পজিটিভ চিত্র রয়েছে, সেই পজেটিভ চিত্র টি তুলে ধরার চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68854.36
ETH 3283.36
USDT 1.00
SBD 2.67