নীলফামারী সাহিত্য একাডেমির আয়োজনে মাসিক সভা ও কবিতা আড্ডা||~



আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.কাব্য-বিকেল ::. ꧂☆


IMG_20230715_235928.jpg


নীলফামারী সাহিত্য একাডেমির মাসিক সভা ও কাব্য বিকেল

IMG_20230715_230043.jpg


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।


IMG_20230715_233317.jpg

বন্ধুরা আজ সাথী পাঠাগারে অনুষ্ঠিত হয়ে গেল নীলফামারী সাহিত্য একাডেমির মাসিক আলোচনা সভা ও কাব্য বিকেল। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও সমৃদ্ধ হয়েছে। সাথী পাঠাগগারের নতুন করে ডেকোরেশনের পর আজ প্রথম এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমাদের আজকের অনুষ্ঠানটিকে আলোকিত ও প্রাণবন্ত করার জন্য আমাদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জনাব সামসুদ্দোহা এমপি মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী সাহিত্য একাডেমির সকল সদস্যবৃন্দ ও প্রাণপ্রিয় কবি সাহিত্যিক বৃন্দ। প্রথমেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখে একাডেমির সিনিয়র সদ্স্যরা। তবে আজকের আলোচনা সভায় উঠে এসেছে নীলফামারী সাহিত্য একাডেমির সাথে সংস্কৃতি টাকে যোগ করলে আরো বেশি সমৃদ্ধ হবে।বিষয়টি বিবেচনায় রেখেছি আমরা সকলে।

IMG_20230715_230517.jpg

IMG_20230715_225423.jpg

তবে সাবেক এমপি মহোদয় নীলফামারী সাহিত্য একাডেমি একদিন বিপ্লব ঘটাবে এই প্রত্যাশায় রাখেন। তাছাড়া ওনার কাছে কিছু ইতিহাস শুনে আমরা আরো বেশি সমৃদ্ধ হয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি আমাদের নীলফামারী সাহিত্য একাডেমী ওনার লেখা একটি কবিতা উৎসর্গ করে আজ পাঠ করে জানিয়েছেন আমাদেরকে।কবিতাটি ওনার কন্ঠে শুনতে পেয়ে আমার কাছে দারুণ লেগেছে মনে হয় মুখ ধুতে ছড়িয়ে গেল আমাদের চারপাশ।

IMG_20230715_225629.jpg

IMG_20230715_225519.jpg

IMG_20230715_225041.jpg

একে একে অনেকেই কবিতা আবৃত্তি করেন।কবি কন্ঠে কবিতার শোনার আনন্দই আলাদা।তাইতো আজকের কাব্যময় বিকেলটি আরো বেশি কাব্যিক হয়ে উঠেছিল। নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে ও।
আর তাই মহান সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা।পরিশেষে আবারো বলছি
আলহামদুলিল্লাহনীলফামারীসাহিত্যএকাডেমির মাসিকআলোচনাসভাওকাব্য_বিকেল সফলতার সাথে সম্পন্ন হল। আজকের অনুষ্ঠানকে আরো নন্দিত আরো কাব্যময় করার জন্য উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য জনাব সামসুদ্দোহা এম.পি মহোদয়। তিনি তার রচিত খুবই চমৎকার একটি কবিতা নীলফামারী সাহিত্য একাডেমিকে উৎসর্গ করে পাঠ করেছেন। যা আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করেছে আরো বেশি উজ্জীবিত করেছে।
আমাদের কাব্য বিকেলটিকে আরো মধুময় আরও প্রাণবন্ত করার জন্য নীলফামারী সাহিত্য একাডেমির পক্ষ থেকে মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।সকলের উপস্থিতিতে সফল ও সার্থক একটি কাব্যময় বিকেল আমরা উদযাপন করলাম। হাটি হাটি পা পা করে নীলফামারী সাহিত্য একাডেমি এগিয়ে যাচ্ছে। সকলের দোয়া ও ভালবাসায়। নীলফামারী সাহিত্য একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

বন্ধুরা আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।তবে অল্প কিছুদিনের মধ্যে আমাদের একটি সাহিত্য পাতা সংখ্যা প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে।উক্ত সংখ্যাটির কাজ আমরা দ্রুত সময়ের মধ্যে শুরু করব।তবে সাহিত্য সংখ্যাটির নামকরণ নিয়ে একটু চিন্তায় রয়েছি। আশা করছি দু-একদিনের মধ্যে আমরা নামকরণটা ঠিক করতে পারব। তো বন্ধুরা আজকের মত এখানে ইতি টানছি আপনারা সকলেই ভালো থাকবেন আর আমাদের জন্য শুভ কামনা করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।

♥♥

IMG_20230715_224642.jpg

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: বই

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 last year 

বাহ দারুন একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে সাথী পাঠাগারে। সাবেক সংসদ সদস্যও উপস্থিত ছিল। সবাই কবিতা আবৃতি করেছে। সময়টা খুব সুন্দর কেটেছে। ধন্যবাদ আপু।

 last year 

আসলেই অনুষ্ঠানটি খুবই চমৎকার হয়েছে।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
♥♥

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66914.48
ETH 3341.32
USDT 1.00
SBD 2.72