এসো নিজে করি, বোতল দিয়ে চমৎকার ফুলদানি।10% beneficially @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুয়ালাইকুম

আশাকরি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।এই প্রচণ্ড গরমে সকলকে শীতল শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিনা সাথী।
গতকাল খুব ধুমধামে পালিত হল। টিনটিন বাবাই এর শুভ জন্মদিন, আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ থেকে টিনটিন বাবাই কে জানাচ্ছি শুভ জন্মদিনের
অনাবিল শুভেচ্ছা ♥♥

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বোতল দিয়ে চমৎকার ফুলদানি তৈরি করার পদ্ধতি।
আশা করি আপনাদের ভালো লাগবে।আমরা চাইলে আমাদের বাসার পরিত্যক্ত জিনিসগুলো দিয়েও আমরা চমৎকার চমৎকার জিনিস তৈরি করতে পারি। খুব সহজেই। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বোতল দিয়ে চমৎকার ফুলদানি।।


IMG_20210927_132734.jpg


বোতলের ফুলদানি



siam,.png

উপকরণ সমূহঃ


siam,.png

১. বোতল

২. রঙিন কাগজ

৩. সাদা কাগজ

৪. মোটা কাগজ

৫. আঠা

৬. কাঁচি

৭.টিপ

৮. পুঁথি



siam,.png

ধাপঃ

প্রথমে একটি বোতল নেই এবং মাঝামাঝি বোতলটিকে কেটে নেইl--

dropshadow_1632728003228.jpg


dropshadow_1632728051769.jpg


siam,.png

ধাপ ঃ ২

এবার একটি মোটা কাগজে গোল করে কেটে দিয়ে সাথে একটি সাদা রঙের কাগজ ও একই মাপের গোল করে কেটে নেই-

dropshadow_1632728245817.jpg


dropshadow_1632728273636.jpg


siam,.png

ধাপঃ

এবার সাদা কাগজ টি মোটা কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে নেই--
ও বোতল টিও সাদা কাগজে আঠা দিয়ে লাগিয়ে নেই ঠিক এভাবে।

dropshadow_1632728305020.jpg


siam,.png

ধাপঃ

এবার সাদা এবং লাল কাগজ দিয়ে পাতার মতো এভাবে কেটে নেই। এবং আঠা দিয়ে সাদার উপর লাল পাতাটি বসিয়ে দেই।

dropshadow_1632728328416.jpg


dropshadow_1632728354771.jpg


siam,.png

ধাপঃ

এবার বোতলটি মোটা কাগজের মাঝ বরাবর আঠা দিয়ে লাগিয়ে নেই।

dropshadow_1632728305020.jpg


siam,.png

ধাপঃ

এবার লাল সাদা পাতা গুলি বোতলের মাঝ বরাবর এভাবে লাগিয়ে নেই।

dropshadow_1632728422052.jpg


siam,.png

ধাপঃ

এবার লাল সাদা পাতা গুলি বোতলের পিছন দিকে ও
সামনে ঠিক এভাবে লাগিয়ে নেই।

dropshadow_1632728583357.jpg


dropshadow_1632728495611.jpg


siam,.png

ধাপঃ

এবার ফুলদানিতে কাগজের একটি ফুলের স্টিক রেখে দেখি কেমন দেখায়?

dropshadow_1632727816952.jpg


siam,.png

ধাপঃ

এবার লাল-নীল কাগজ দিয়ে একটি ফুল ও পাতা তৈরি করি। এবং পুঁথি ও টিপ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেই ঠিক এভাবে-

IMG_20210927_132734.jpg


IMG20210927101110.jpg


IMG20210927100549.jpg


siam,.png

ধাপঃ ১০

চমৎকার বোতলের ফুলদানি তে আমরা চাইলে কাগজের স্টিক ফুল,রাখতে পারি। আবার পানি দিয়ে টাটকা ফুলো রাখতে পারি।

dropshadow_1632727785949.jpg


dropshadow_1632727938140.jpg


siam,.png

তৈরি হয়ে গেল চমৎকার বোতলের ফুলদানি।

dropshadow_1632727968628.jpg


dropshadow_1632727855914.jpg


IMG_20210927_132800.jpg


siam,.png

বন্ধুরা বোতলের ফুলদানি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার সার্থকতা। আমাদের বাড়ির পরিত্যক্ত জিনিস দিয়ে আমরা অনেক কিছু এরকম তৈরি করতে পারি। আশা করি আপনারাও চেষ্টা করবেন। খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করবেন। প্রত্যাশা রেখে গেলাম।

ভাল থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার আসব নতুন কোন বিষয় নিয়ে আমি সেলিনা সাথী।
IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

খুব সুন্দর ভাবে আপনার ক্রাফট তৈরি করেছেন আপু।সম্পূর্ণ নতুন ধর্মী একটি কাজ।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপসাকেও ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য♥

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

বোতল দিয়ে আপনি আপনার সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন আপু। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

শুভ কামনা♥ ভাইয়া

অসাধারণ হয়েছে আপু আপনার তৈরি করা হাতের ফুলদানি। আসলে মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি থাকলে সে যেকোনো জিনিস দিয়েই সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে তার উদাহরণ আপনি। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

বাহ আপু অনেক সুন্দর হয়েছে তো। বোতল দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করে দেখিয়েছেন।শুভকামনা রইল

 3 years ago 

শুভেচ্ছা অবিরাম♥

 3 years ago 

খুব সুন্দর ভাবে বোতল দিয়ে ফুলদানি তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে ফুলদানিটা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ♥

 3 years ago 

টাইটেলের চমৎকার বানানটি ঠিক করুন আপু 😊

_সত্যি আপু যে জিনিসগুলো আমরা ফেলে দিয় অপ্রয়োজনীয় এবং আপনি ওইটা দিয়ে এত সুন্দর একটি ফুলদানি তৈরি করেছিলেন তা দেখার মত ছিল। পদ্ধতির ধাপ সুন্দর ভাবে পরিবেশন করেছেন অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।শুভ কামনা♥

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার বোতল দিয়ে ফুলদানি বানানো। আপনি ধাপে ধাপে উপস্থাপন খুব সুন্দর করে করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

শুভেচ্ছা আপু মনি♥

 3 years ago 

ফুলদানি খুব সুন্দর হয়েছে আপু। শুভ কামনা রইল আপনার জন্য 💌

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার বোতল কেটে বানানো ফুলদানি খুব সুন্দর করে ধাপে ধাপে ফটো তুলে বর্ণনা করেছেন আপনার জন্য শুভকামনা

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43