꧁"আমার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী" ꧂

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম/আদাব

একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা সবাইকে।আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ গতকাল স্টকের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছি। প্রেসার জনিত কারণে।


IMG20231118134150.jpg

꧁"সকলের কাছে দোয়া প্রার্থী" ꧂



🥀 সুস্থ যেন হতে পারি
এই দোয়াটাই করো
দুঃসময়ে বন্ধু হয়ে
হাতটি আমার ধরো🥀

বন্ধুরা গত ১৭ই নভেম্বর ২০২৩ রাত ৯ টা ৩০ মিনিটে আমাদের সিনিয়র সহকর্মে এক ডাক্তার ভাইয়ের চেম্বারে আমরা বসে গল্প করছিলাম।নতুন ব্যবসা সম্পর্কিত। আলোচনার এক ফাঁকে সিয়াম ফোন দেয়।ওর ফোনটা রিসিভ করে জাস্ট কয়েক সেকেন্ড কথা বলতেই হঠাৎ করে ঘরে মনে হয় বিদ্যুৎ চমকে উঠলো
।চোখ দিয়ে তারা বের হতে লাগলো।আমি মা করে চিৎকার করে উঠতেই হাত থেকে ফোনটা পড়ে গেল।আমার পাশে বসে থাকা এক সিনিয়র ভাই সিয়ামের কলটা তাৎক্ষণিক কেটে দিলো। কিন্তু পরক্ষণ এই সিয়াম আবারও কল দিয়েছে।আমি তখন দুই হাত দিয়ে ঘাড় এবং মাথা খুব জোরে চেপে ধরেছিলাম।তারপরও স্বাভাবিক কণ্ঠে সিয়ামের ফোনটা ধরে বলার চেষ্টা করলাম বাবা পরে কথা বলব।কিন্তু ও বারবার জিজ্ঞেস করতে চেয়েছিল আমার কি হয়েছে।

IMG20231118134001.jpg

এবার ডক্টর সবুজ ভাই আমার প্রেশারটাকে মাপতে শুরু করলো।প্রেসার দেখে অনেক তাজ্জব লেগে গেল।১৭০ বাই ১১০।উনি সাথে সাথে কালকের মিটিং ক্যানসেল করে দিল।এবং দুই থেকে তিন ধরনের ওষুধ আমাকে তাৎক্ষণিক খাইয়ে দিল।এবং একটা প্রেসক্রিপশন করে দিলেন।আর কথা বলতে নিষেধ করলেন।একদম রেস্ট নিতে বললেন।আরেক ভাইকে একটি রিকশা দিয়ে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি জাস্ট একটু খেলাম।মজার বিষয় ইদানিং আমার প্রচুর ক্ষুধা লাগে।আর ক্ষুধা লাগলে থরথর কাঁপতে থাকি।অনেকে বলে আমার নাকি ডায়াবেটিসের সমস্যা হতে পারে।আর সেজন্যই বেশ কয়েকদিন কন্টিনিউ ডায়াবেটিস চেক করলাম কিন্তু ডায়াবেটিস আলামত নেই।এরপর পা গুলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম বালতিতে।এরপর শুয়ে পড়লাম।
শুয়ে শুয়ে সিয়াম এবং শিপুর সাথে কথা বললাম। কিন্ত কোন ভাবেই ঘুম আসতেছিলনা। খুব ছপপট করছিলাম। রাত ১০টা ভোর ৬টা পযর্ন্ত প্রায় ১০-১২ বার প্রশাপ হচ্ছিল।আর খুব ভয় পাচ্ছিলাম। সারা রাত লাইট অন করে ছিলাম।

সকাল হতেই আমার মা চলে আসলো।মা আসার আগেই আমি মাথায় পানি দিয়েছে নিজে নিজেই।কারণ প্রচুর পরিমাণে ঘাড় মাথা ধরে ছিল।এখনো একই রকম অবস্থায় আছে। তারপর আমার মা ও দুলাভাই সহ নীলফামারী সদর হাসপাতালে যাই।সেখানে কোন মেডিসিন ডাক্তার না থাকায়
দায়িত্বটা ডাক্তার দেখলেন এবং আমার প্রেশারটা পুনরায় চেক করে দেখলে ১০০ বাই ৬০।এবং তিনি ঘরের একটা এক্সরে করতে বলেন।হাসপাতালে এই ঘরের এক্সরে এটা করে নিলাম।কারণ হাসপাতালের মেশিনগুলো এখন অনেক উন্নত।যাইহোক আগামীকাল মেডিসিন ডাক্তার আসলে তাকে রিপোর্টগুলো দেখাতে হবে।কিন্তু আমি এখন পর্যন্ত চোখ খুলতে পারছি না।খুব কষ্ট করে আজকের এই পোস্টটি লিখছি।আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমাকে লিখতেই হবে।

IMG_20231118_133840.jpg


এখনো আমার বাচ্চা দুটো সফল হয়ে ওঠেনি।আর তাইতো ওদের জন্য বেঁচে থাকতে খুব ইচ্ছে করে।শিপুর পড়াশোনার জন্য প্রচুর টাকা পয়সার জোগাড় করতে হয়।আর তাইতো আমার এভাবে ছুটে চলতে হয়।লিখতে হয় পড়তে হয়।কাজ করতে হয়।আজ অনেক কষ্ট করে এই পোস্ট লিখছি।আমার কিছু হয়ে গেলে আপনারা আমার সিয়াম শিপুকে একটু দেখে রাখবেন।এই আকুল আবেদন রেখে আজকের মত এখানেই।সকলে মন থেকে দোয়া করবেন আমার জন্য আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ꧁জেনারেল ꧂

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 last year 

আমি ফেসবুকে দেখলাম যে আপনি পোস্ট করছিলেন। তো আপনি বললেন বিষয়টা তখনই বুঝতে পারছিলাম। আপনার শরীরটা খুবই খারাপ। আপু আপনি একজন পরিশ্রমী একজন মানুষ। কত কষ্টই করেন সন্তানের জন্য। আপনাকে দেখলে বুঝতে পারি। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আপনি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যান। আপনি অসুস্থ থাকার মাঝেও যে আপনি একটা কথা বলেছেন যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ আমাকে লিখতেই হবে। আসলে একজন মা তার সন্তানের জন্য যে কতটা ভাবে এটা একমাত্র উদাহরণ। খুবই মায়া লাগতেছে আপনি অসুস্থ । দ্রুত সুস্থ হয়ে যান। কিচ্ছু হবেনা আমাদের সিয়াম ভাইয়া তো আমাদের সকলের প্রিয়। খুব ভালো মনের একজন। সে যেন মানুষের মত মানুষ হতে পারে এবং সিপু ভাই ও মানুষের মতো মানুষ হতে পারে এই কামনাই করি এবং আপনি এবং সিয়াম ভাইয়া ও শিপু ভাইয়া সকলে মিলে যেন সুন্দর জীবন যাপন করতে পারেন এই কামনাই করি। আপনার দ্রুত সুস্থতা কামনা করতেছি

 last year 

আসলে শিপুর পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে অনেক টাকার প্রয়োজন। আর যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে আমি চেষ্টা চালিয়ে যাব ওদের লেখাপড়া টাকা জোগাড় করার জন্য।বাকিটা আল্লাহতালার ইচ্ছা।♥♥

 last year 

দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠেন। আপনার মতো লড়াকু মানুষ সামান্য রোগের কাছে হেরে যাবে তা কি হয়। আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন দোয়া করি।

 last year 

ইনশাআল্লাহ আপু আপনাদের সকলের দোয়ায় আমি সুস্থ হয়ে উঠবো।আপনাদের কবি আপু হয়ে আবারো ফিরে আসবো আপনাদের মাঝে।
♥♥

 last year 

আপু প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। নিশ্চয়ই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমার জানা মতে আপনি খুবই ধৈর্যশীল একজন নারী। এত অল্পতেই ভেঙে পড়ার মানুষ আপনি নন ।তারপরেও বলছি ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহতায়ালা সবকিছু ঠিক করে দেবেন ।আপনার এখনো অনেকটা পথ যেতে হবে ।ছেলেদের মানুষ করে বিয়ে দিয়ে নাতি পুতির মুখ দেখবেন তবেই তো আপনার ছুটি হবে। দোয়া করি খুব দ্রুতই যেন সুস্থ হয়ে উঠুন। ধন্যবাদ।

 last year 

মহান সৃষ্টিকর্তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে
।নিশ্চয়ই তিনি যা করবেন আমাদের সকলের মঙ্গলের জন্যই করবেন।ঠিক যেমন অনেক বড় একটা বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন।দোয়া করবেন বাচ্চাদের প্রতিষ্ঠিত হওয়া দেখে যেন পৃথিবী ছেড়ে যেতে পারি♥♥

 last year 

এমন কথা বলতে নেই আপু আপনার কিচ্ছু হবে না।আপনাকে বাঁচতে হবে।বাচ্চাদের জন্য বাঁচতে হবে।সব মানুষেরই কম বেশি অসুস্থতা আছে তাই বলে কি এতো ভেঙ্গে পড়লে চলবে বলেন।আপনাকে রোগের সাথে যুদ্ধ করে জয়ী হতে হবে। আপনার জন্য সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করছি খুব তারাতারি সুস্থ স্বাভাবিক হয়ে উঠবেন।ধন্যবাদ এতো অসুস্থতার মধ্যেও শারীরিক অসুস্থতার কথা, ডাক্তার দেখানো সব কিছু শেয়ার করার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার তাই পরিবারের সাথে বিষয়টি শেয়ার করে নিশ্চিত হয়েছি
।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উজ্জীবিত করার জন্য♥♥

 last year 

ইনশাল্লাহ অনেক অনেক দোয়া রইল আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনার ব্লাড প্রেসার দেখছি একদমই লো। আর বেশি টেনশন করিয়েন না আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দেবেন।

 last year 

ব্লাড প্রেসার অনেক হাই হয়ে গিয়েছিল।ওষুধ খাওয়ার কারণে আজকে আবার হঠাৎ করে লো হয়ে গিয়েছে।
♥♥

 last year 

দোয়া করি আপু আপনি খুব শীঘ্রই সুস্থতা লাভ করবেন এবং আমাদের মাঝে সুস্থ অবস্থায় কাজ করবেন এবং আপনার পাঠশালা আগের মত ভাবে চালাতে পারবেন। বয়স বাড়ার সাথে সাথে অনেকের অনেক সমস্যা দেখা দেয় এগুলো স্বাভাবিক। তবে নিজের প্রতি খেয়াল রাখবেন, আর সব সময় আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।

 last year 

এত চমৎকার করে শুভকামনা জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।♥♥

 last year 

মহান সৃষ্টিকর্তার কাছে আবেদন করি তিনি যেন আপনাকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং সঠিকভাবে কাজ করার সক্ষমতা দান করেন।

 last year 

আমার সুস্থতার জন্য এভাবে দোয়া করেছেন জেনে অনেক অনেক খুশি হলাম।নিশ্চয়ই আল্লাহ তা'আলা আপনাদের সকলের দোয়ায় আমাকে সুস্থ করে তুলবেন।♥♥

 last year 

ইনশাআল্লাহ আপনার কিছু হবে না। একজন জীবন যোদ্ধা এতো সহজে হার মানতে পারে না। আশাকরি আপনার প্রেসারের সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর শিপু এবং সিয়াম ভাই আমাদের ভাইয়ের মতো, ওদের নিয়ে চিন্তা করবেন না। বিশ্রাম নিন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।

Posted using SteemPro Mobile

 last year 

আমি জানি সিয়াম এবং শিপু আপনাদের সকলের অনেক আদরের।বলা তো যায় না আমার কখন কি হয় একটু দেখে রাখলে আমিও শান্তি পাব।♥♥

 last year 

আপু আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন তারাতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন।আসলে আপু আমাদের হায়াত নির্ধারিত, আমরা পৃথিবীতে দুদিনের অতিথি। সত্যি আপু এই পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না তবে ডাক পড়লে হয়তো আমরা থাকব না।আপু মানুষের আরো অনেক কঠিন রোগ হয় আল্লাহ হায়াত দিলে সবাই রোগ নিয়ে বেঁচে থাকে।দোয়া করি আপু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন শ্রীর্ঘই।

 last year 

জ্বী আপু গতকাল রাতে অনেক বড় একটি দুর্ঘটনার হাত থেকে আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছি।

 last year 

আপনার অসুস্থতার কথা জেনে খুব খারাপ লাগলো আপু। খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনাই করছি। ডাক্তারের দেওয়া নিয়মকানুন মেনে চলুন এবং আল্লাহতালার উপর ভরসা রাখুন আপু সবকিছু উনি ঠিক করে দিবেন। আপনার ছেলেরা খুবই ভালো মানুষ এবং আপনিও অনেক ভাল মানুষ কিচ্ছু হবেনা আপু। আল্লাহ আপনাদের উপর সহায় হোন।

Posted using SteemPro Mobile

 last year 

আপু দ্রুত সুস্থ হওয়া আমার দরকার।বিশেষ করে বাচ্চা গুলার জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96498.09
ETH 3358.85
USDT 1.00
SBD 3.08