আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩ ||বসন্ত জাগ্রত দ্বারে || ১০% প্রিয় লাজুক খ্যাকঁ এর জন্য ||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)



আসসালামু আলাইকুম


বসন্তের শুভেচ্ছা সবাইকে। আসা করি সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।♥♥
বন্ধুরা শীতের প্রকোপ শেষে শুরু হয়েছে বসন্তের আনাগোনা।ঋতুরাজ বসন্তের চারিদিকে ফুলের সমাহার।ফুলে ফুলে ছেয়ে গেছে আমাদের চারিদিকে।এমনই কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে বসন্ত ফুলের ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণ করছি। এই অসাধারণ একটি কনটেস্টের আয়োজন করার জন্য @shuvo35 ভাইয়াকে আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

received_4906862922730762.webp


)

প্রকৃতি সেজেছে এক নতুন রুপে। ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত কাল। আমাদের শহরের জীবনে ঋতুর পরিবর্তন খুব একটা বোঝা যায় না। বিশেষ করে বসন্তের আগমন তেমনটা চোখে সেভাবে পরে না। কারন বসন্ত মানেই তো ফুলের মেলা । পাখির কলতানে মুখর হয়ে ওঠে প্রকৃতি। এসময়ে আকাশ প্রায় সময় রক্তিম থাকে। এই প্রতিযোগিতার আয়োজন করা না হলে হয়তো বসন্ত যে এসেছে তা বুঝতেই পারতাম না। যেহেতু বসন্ত জাগ্রত দ্বারে তাই এই বসন্তের দিনে মনে বনে লেগেছে দোল। শিমুল কৃষ্ণচূড়য় লেগেছে আগুন। এ আগুন যেন মন মাতানো আগুন। ফাগুনের আগুন লেগেছে মনে ও বনে।তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ফুলের খুঁজে ছুটেছি মাকে সাথে করে।তবে অনেক ফুলেরি নাম আমার জানা ছিলনা।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমেই এত ফুলের নাম নতুন করে জানা হলো।বসন্তের ফুল খুঁজতে এবার সবজি বাগানে গিয়েছি আমি।সবজি বাগানে গিয়ে সবজির ফুল যেভাবে এবার উপভোগ করেছি তা জীবনেও কখনো করিনাই।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ফুলের ফটোগ্রাফি।


প্রতিযোগিতার বসন্তের ফুলের ফটোগ্রাফি।



ফটোগ্রাফি-১



IMG_20220301_101441.jpg

IMG_20220301_101359.jpg

IMG_20220301_101632.jpg

location: Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

শীতের শেষে এবং বসন্তের শুরুতে ফোটে শিমুল ফুল। গাছভর্তি লাল টকটকে শিমুল ফুলের ঘ্রাণ নাথাকলেও এর সৌন্দর্যে সবাই মুগ্ধ।অন্যান্য ফলের তুলনায় shimul-ful অনেক শক্ত হয়ে থাকে।শিমুল গাছে অনেক কাঁটা থাকলেও,, শিমুল ফুলের সৌন্দর্যে কিন্তু বসন্ত মোহিত হয়।ছোটবেলায় শিমুল ফুল কুড়িয়ে অনেক খেলা খেলেছি।

)


ফটোগ্রাফি 2



IMG_20220301_180958.jpg

IMG_20220301_181130.jpg

IMG_20220301_181159.jpg

IMG_20220301_181634.jpg

IMG_20220301_181027.jpg

location:
Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

"জারবেরা" হলো বসন্তের আরেকটা ফুল। জারবেরা ফুলের চাহিদা বর্তমান বাজারে সবথেকে বেশি। যেকোনো অনুষ্ঠানে জারবেরা ফুল ব্যবহার করা হয়।বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে,,।নৃত্যানুষ্ঠানে।এ ফুলটি বেশিভাগ খোপায় ব্যবহার করা হয়।এই ফুলগুলো অনেক রঙের হয়ে থাকে।আমি এখানে মোটামুটি পাঁচটি কালারের ফুল দেখানোর চেষ্টা করেছি।প্রতিটা কালার যেন অনেক সুন্দর। মুগ্ধ করার মত।

)


ফটোগ্রাফি -3



IMG_20220301_100155.jpg

IMG_20220301_102230.jpg

location: Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

বসন্তের শুরুতে আমের গাছে আমের মুকুল দেখা যায়। শাখায় শাখায়। আমের মুকুলের রয়েছে পাগল করা ঘ্রাণ, এ ঘ্রাণ মানুষের মনকে বিমোহিত করে। তোলে।আমের মুকুলের এই পাগল করা ঘ্রানে,, কত কবিতা ঠাঁই পেয়েছে কত গানে।

ফটোগ্রাফি 4


)


IMG20220301165854.jpg

IMG20220301165905.jpg

IMG20220301165847.jpg

location: Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

এই ফুলের নাম "অর্কিড অরুণ দিতা" ফুলের বাজারে ভালো দাম পাওয়া যায়। এই ফুলটির কয়েক ধরনের জাত রয়েছে। এই ফুলটি বসন্তের ফুল। আমাদের এইদিকে একপিছ ফুলের দাম ৪০ টাকামাত্র।বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এবং ফুলের তোড়ায় এই ফুলটি বেশি ব্যবহৃত হয়।


ফটোগ্রাফি-5


)


IMG_20220301_101005.jpg

IMG_20220301_100931.jpg

IMG_20220301_095905.jpg

location: Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

এটি হচ্ছে লাউ ফুল। আমার বড় বোনের বাড়িতে সবজি বাগানে গিয়ে দেখি খুবই চমৎকার লাউ গাছে লাউ ফুল ধরেছে।যেহেতু বসন্তকালে লাউ ফুল দেখলাম তাই ক্যামেরাবন্দী করে ফেললাম।বাংলাদেশের অতি পরিচিত একটি সবজি হচ্ছে লাউ। বসন্তের শুরুতেই ফোটে লাউয়ের ফুল। এই ফুল দেখতে অনেক সুন্দর হয়ে থাকে।ধবধবে সাদা এর নিচে কচি লাউ।দেখতে দারুন হয়েছে।

)


ফটোগ্রাফির 6


IMG20220301175312.jpg

IMG20220301175311.jpg

IMG20220301175308.jpg

location: Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

বসন্তের আরো একটি ফুল হলো হুড়হুড়িয়া। এটির সাধারণত কয়েকটি জাত রয়েছে। বসন্তের এই ফুলের সৌন্দর্যে সবাই মুগ্ধ হতে বাধ্য।হুড়হুড়িয়া ফুল আমাকেও ভীষণ ভালো লাগে।


ফটোগ্রাফি 7


)


IMG20220301175104.jpg

IMG_20220301_181557.jpg

IMG20220301175134.jpg

location: Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

এটি ডালিয়া ফুল।ফুলটির । এই ফুলটি আমাদের সবচেয়ে পরিচিত। একটি ফুল। আমাদের দেশের সচরাচরই এই ফুলটি পাওয়া যায়। তবে এই ফুলের উৎপন্ন এবং সবচেয়ে বেশি মেক্সিকোতে। এবং এক ধরনের শেডেড ধরনের।অর্থাৎ সাদা এবং আস্তে আস্তে গাড়ো গোলাপি রংয়ের। এই ফুলগুলো অনেকটা সূর্যমুখী ,জিনিয়া এবং ডেইসি ফুলের মত। এই ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ডালিয়া।ডালিয়া আমার খুব প্রিয় একটি ফুল।এখানে দুই কালারের ফুল উপস্থাপন করলাম।


ফটোগ্রাফি -৮


)


IMG20220301171429.jpg

IMG20220301171427.jpg

location: Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

কাটা মুকুট হলো বসন্তের আরো একটি ফুল,। এটি ক্যাকটাস জাতীয় গাছ। কাটা মুকুট ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এবং এই ফুলের সৌন্দর্য অত্যন্ত মনমুগ্ধকর।

ফটোগ্রাফি -৯

)

IMG20220301175845.jpg

IMG20220301175839.jpg

location: Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

এটি হলো বসন্তের আরো একটি ফুল পনসেটিয়া। পনসেটিয়া হলো পুষ্পধারী ঝোপজাতীয় গাছ। বছরের যেকোনো সময়েই এই গাছ রোপণ করা যায়।এবং এই ফলটি দেখতে সত্যিই অনেক সুন্দর।পানসে টিয়া ফুল নানা প্রজাতির হয়ে থাকে।


)


)

ফটোগ্রাফি 10



IMG20220228165323.jpg

IMG20220228165416.jpg

location: Kalibari
https://maps.app.goo.gl/7p9T6VJmQyXFgBB57

ভাটি ফুল সাধারণত জঙ্গলে হয়।ভাটি ফুলের গাছ মূলত ঔষধি গাছ।এই গাছের কুশি দিয়ে সাধারণত ছোট বাচ্চাদের ওষুধ বানাতে দেখেছিলাম আমি। নানি দাদিদের কাছে।ভাটি ফুলি সাধারণত বসন্তের ফুল।বসন্তকালে ফুল খুব বেশি দেখা যায়।


)


ফটোগ্রাফি 11


)


IMG20220228170811.jpg

IMG20220228170805.jpg

location: Bazar Road
https://maps.app.goo.gl/bn8qXSCcnLL9JFQs8

বসন্তকালের আর একটি ফুল মিষ্টি কুমড়া ফুল।এই ফুল দিয়ে ডিম পিঠা অনেক সুস্বাদু হয়।এবং পুষ্টিগুণে সমৃদ্ধ।।এই ফুলটি আমরা কমবেশি সবাই চিনি।তবুও আরো একবার পরিচয় করিয়ে দিলাম সবার সাথে।

)


ফটোগ্রাফি 12


IMG_20220301_224436.jpg

IMG_20220301_224749.jpg

IMG_20220301_224722.jpg

IMG_20220301_224501.jpg

location: Bazar Road
https://maps.app.goo.gl/bn8qXSCcnLL9JFQs8

সুইট ইউলিয়াম হলো বসন্তের আরো একটি ফুল। এটি চেনার উপায় হলো এই ফুলের মাঝখানে সাদা চোখ এবং এর পাপড়িগুলো রেখাযুক্ত।।এবং এই ফুলটি ও নানা প্রজাতির হয়ে থাকে।এ ফুলের গাছ গুলো তেমন বড় হয় না।কিন্তু ফুলগুলো অত্যন্ত সুন্দর হয়।এক পলকেই দৃষ্টি কেড়ে নেওয়ার মতো।

)


ফটোগ্রাফি 13

IMG_20220301_100502.jpg

IMG20220228164318.jpg

location: Bazar Road
https://maps.app.goo.gl/bn8qXSCcnLL9JFQs8

এটি সিম ফুল।সিম আমার খুব প্রিয় একটি সবজি।শিমের বিচি খেতে আমার ভীষণ ভালো লাগে এবং শিমের বিচি তে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। শিমের ফুল গুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দিত।যেহেতু এখন বসন্তকাল আর এখন এই সিমের মৌসুম।তাই নতুন করে সিমের ফুলের সাথে সবার পরিচয় করিয়ে দিলাম।


)

ফটোগ্রাফি 14


IMG20220301180056.jpg

IMG_20220301_232945.jpg

IMG_20220301_233006.jpg

location: Bazar Road
https://maps.app.goo.gl/bn8qXSCcnLL9JFQs8

এই ফুলটির নাম হল চিনা পিন্ক China pink।এই ফুলেরও নানা রকম প্রজাতি আছে।
এই এই ফুলগুলো সব মাটিতে হয় না।এই ফুলের গাছ গুলো অনেক লম্বা হয়ে থাকে।অনেকগুলো গাছে যখন একসাথে ফুল ধরে তখন। বাতাসের দোলায় দুলতে থাকে ফুলগুলো।দূর থেকে দেখতে খুবই চমৎকার লাগে এবং মনোরম পরিবেশ তৈরি হয়।

)

ফটোগ্রাফি 15


IMG_20220301_102129.jpg

location: Bazar Road
https://maps.app.goo.gl/bn8qXSCcnLL9JFQs8

আসুন পরিচয় করিয়ে দিই এটি হচ্ছে পেয়াজ ফুল।আমার বাড়ির ছাদে অনেকগুলো পেয়াজ ফুল হয়েছে।যা দেখতে অসম্ভব সুন্দর।ভাবলাম আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই।


IMG_20220301_101818.jpg

এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পোস্টটি পর্যবেক্ষণ করলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।সেই সাথে হাজারো ফুলেল শুভেচ্ছা সবাইকে।আরো অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম সময় স্বল্পতার কারণে,,,আজ এ পর্যন্ত।♥♥

DEVICE: OPPO A5

)

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"

এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

বসন্তের ফটোগ্রাফি করেছেন অসাধারণ হয়েছে আপু। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো। পেঁয়াজ ফুলের ছবিটি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 3 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য। এভাবেই সব সময় পাশে থাকবেন এটাই প্রত্যাশা।ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি।♥♥
 3 years ago 

আসলে এত এত ফুলের সৌন্দর্যের মাঝে কমেন্ট করার ভাষা হারিয়ে গেল। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। ফুলগুলো সৌন্দর্য দেখে আমি খুবই মুগ্ধ হলাম। বসন্তের ফুলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্যে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 
গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা সেইসাথে পাশেই থাকবেন সবসময় এটাই প্রত্যাশা♥♥
 3 years ago 
শিমুল ফুলের ছবি দেখে একটা ছোট বেলার স্মৃতি মনে পড়ে গেলো। শিমুল গাছে এক প্রকার গোটা হয়। এই গুলো দিয়ে সোলার সাথে লাগিয়ে উপরের দিকে মারতে হতো। এটা অনেক মজার একট খেলা ছিলো।
সত্যি আপনার ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। আসলে ফুলের ছবি দেখতেই আমার অনেক ভালো লাগে। প্রতিযোগিতার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
 3 years ago 
আপনার ছোটবেলায় স্মৃতির কথা মনে করে আমারও বেশ ভালো লাগলো।গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই উৎসাহ ও প্রেরণা দিয়ে সাথেই থাকবেন এটাই প্রত্যাশা।।ভাল থাকুন সুস্থ থাকুন।♥♥
 3 years ago 

আপু আপনি তো দেখছি বসন্ত ফুলের সব গুলো ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 
সব ফুলের ছবি দিতে পারিনি আমার কাছে আরও কিছু ফুলের সংগ্রহ আছে।।অনেক সময় ধরে পোস্টটি করতে ধৈর্য্য হারা হয়ে গিয়েছিলাম।তাই সবগুলো ফুলের ছবি পোস্ট করতে পারিনি চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

♥♥

আপনার প্রতিটি ফটোগ্রাফির সত্যিই অসাধারণ মনে হয়েছেআমার কাছে। বিশেষ করে আপনি প্রথমে যে ফটোগ্রাফি টিপস শেয়ার করেছেন সেটি অনেক সুন্দর একটি ফুল। এই ফুলের নাম কি হচ্ছে শিমুলফুল আর শিমুল ফুল আমার কাছে অনেক অনেক ভালো লাগে যা বলে বোঝানোর জন্য। ধন্যবাদ আপু আপনাকে আপনি অসাধারণ ভাবে ফুলের ফটোগ্রাফি পোস্ট টি সাজিয়েছেন। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 
এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুন্দর মন্তব্য করে সবসময় পাশে চাই এটাই আপনার কাছে আমার বিশেষ চাওয়া ভালো থাকবেন♥♥

বসন্তের অপরূপ সাজে পৃথিবী আজ মুখরিত। আর আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে বসন্তকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ‌। প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে। ছবিগুলো সুন্দর হয়েছে যে কাউকে ছোট বড় করা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ আপু ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 
আমার ফটোগ্রাফির মধ্য দিয়ে বসন্তকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র আমার ফুলের ফটোগ্রাফি আপনার ভাল লেগেছে শুনে আমারও ভালো লাগছে

।সব সময় ভাল থাকবেন প্রিয় ভাইয়া।♥♥

 3 years ago 

ফুল সৌন্দর্য্য বৃদ্ধি করে । আবার কিছু ফুল আছে আমরা খেয়ে মজা পাই। যেমন কুমড়ো ফুলের বড়া। ফুল ফুটুক বা নাই ফুটুক বসন্ত এসে গেছে দ্বারে। আপনার ছবি গুলো বসন্তের ছাপ দিয়ে গেল আমার বাংলা ব্লগে। মনে দোলা লাগলো । গাইতে ইচ্ছে হল গান। সব ছবি গুলো অসাধারন হয়েছে। নতুন কিছু ফুল সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ আপু । ভাল থাকবেন।

 3 years ago 
ঠিকই বলেছেন ভাইয়া কুমড়ো ফুলের বড়া এরপরে কুমড়ো ফুলের পিঠা খুবই খেতে সুস্বাদু ও মজাদার হয়ে থাকে।কুমড়ো ফুলের বড়া খেতে আমার কাছে দারুন লাগে♥♥
 3 years ago 

ভালোই ফুটিয়ে তুলেছেন পোস্টটা । শুভেচ্ছা রইল।

 3 years ago 
চেষ্টা করেছি শুধুমাত্র।খুবই সুন্দর করে গুছিয়ে ফুটিয়ে তোলার।আপনার ভালো লেগেছে জেনে আমি অনেক আনন্দিত বোধ করছি।এভাবেই উৎসাহ ও প্রেরণা দিয়ে পাশে থাকবেন এটাই চাওয়া♥♥
 3 years ago 

বাহ আন্টি আপনার পোস্ট এর মাধ্যমে অনেকগুলো ফুল সম্পর্কে জেনে নিলাম।প্রতিটা ছবি আপনি অসম্ভব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। বিশেষ করে ফুলের সাথে আপনার যে ছবিটি ক্যাপচার করেছেন সেটি কিন্তু অসাধারণ হয়েছে। মনে হচ্ছে অনেকগুলো ফুলের মাঝে আপনিও একটি সুন্দর ফুল।

 3 years ago 
শুনে খুবই ভালো লাগলো আমার ফটোগ্রাফি তোমার ভালো লেগেছে এবং আমাকে ফুলের সাথে তুলনা করেছ এটাও আরো বেশি ভালো লেগেছে আসলে ছেলেরা এমনই হয়।পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন মায়ের কাছে হেরে যায়।

♥♥

 3 years ago 

আপু দেখছি অনেক গুলো ছবি ব্যবহার করেছেন।এত বেশি ছবি ব্যবহার করা সত্ত্বেও,আপনার পোস্টের লেখাগুলোই আমায় বেশি আকৃষ্ট করেছে।যদিও ছবিগুলো দারুন ছিল।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে চমৎকার মন্তব্য করে আমাকে উজ্জীবিত করার জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32