ভালোবাসা আর বিশ্বাসের উজ্জলতায় ভরপুর হোক প্রতিটি সম্পর্ক//এ প্রত্যাশায় স্বরচিত কবিতা "সন্দেহ"

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
বন্ধুরা আজ আবারো আরও একটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।যুগের পর যুগ একটা জিনিস দেখে আমি সবসময় বিষন্ন হতাম।এখনো তার ব্যতিক্রম নয়।আমাদের প্রতিটি সম্পর্কের মাঝে কেমন যেন সন্দেহ বাসা বেধেছে।যার কারণে সম্পর্কের মাঝে আগের মত আর আন্তরিকতা প্রেম ভালোবাসা বিশ্বাস মর্যাদা কোনটা খুঁজে পাওয়া যায় না।বড় হিংসা-বিদ্বেষ খুন মারামারি,,কাটাকাটি কটাক্ষ,ইত্যাদি বেড়েই চলেছে আমাদের মানুষের মাঝে মানুষের।মায়া মমতা,,বিবেক বুদ্ধি,মনুষ্যত্ব হেরে যাচ্ছে সন্দেহ নামক ঘুণপোকার কাছে।কেমন যেন মানুষের মধ্যে এখন আর বিশ্বাস জিনিসটা কাজই করেনা।আমরা যার সম্পর্কে জানি না খুব ভালো করে দেখিনি তাকে নিয়েও অহেতুক নানা রকমের গঞ্জনা ব্যঞ্জনা তৈরি করে ফেলি।এটা কি ঠিক??

IMG_20220928_170131.jpg


আসুন আমরা আমাদের সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং ভালবাসাময় একটা সম্পর্ক তৈরি করি।একজন আরেকজনের প্রতি বিশ্বাসী হয়ে উঠি।যে কোন সম্পর্ক টিকে থাকে বিশ্বাস এবং ভালবাসার উপর ভিত্তি করে।সেই বিশ্বাস এবং ভালবাসার অমর্যাদা আমরা যেন না করি।ঘরে ঘরে শান্তি ফিরিয়ে আনতে চলুন না আমরা এগিয়ে যাই।স্বামী-স্ত্রী ভাই-বোন প্রেমিক-প্রেমিকা সব সম্পর্ক গুলো হয়ে উঠুক আরো বেশী মধু ময়।উজ্জলতায় ভরপুর হোক নানা রঙে।এই প্রত্যাশায় আজকে সকলের সাথে আবারো শেয়ার করছি স্বরচিত কবিতা সন্দেহ
"সন্দেহ"


♥* সেলিনা সাথী**♥


সন্দেহের কাছে সম্পর্ক , হচ্ছে কুপোকাত
মিষ্টি-মধুর সংসারে, যেন বজ্রপাত।
সন্দেহ করে স্বামী আর,সন্দেহ করে বউ,
সন্দেহকে সামনে রেখে,করে ঘেউ ঘেউ।

সুখী সুন্দর সম্পর্কে,, পড়ে যায় ভাটা
সন্দেহকে জয়ী করে,, দেয় তারা টাটা।
এমনি করেই ভেঙে যাচ্ছে,কত সুখের ঘর
আত্মহত্যা করছে কেউ,, বধু অথবা বর।

সন্দেহ করছে প্রেমিক-প্রেমিকা,ভাই অথবা বোন,,
সবখানেতেই সন্দেহ আজ,সবি বিপদ জোন।
পরকীয়ায় ও সন্দেহ আজ,করে কেউ কেউ
কেউবা আবার সন্দেহ করে,, অন্য বাড়ির বউ।

ইন্টারনেট সন্দেহের,, অন্যতম কারণ
নারী হয়েও নারীর সাথে,, কথা বলা বারণ।
হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার,, জনপ্রিয় ইমু,,
স্টার মেকার টেলিগ্রাম,, কতকিছু দিমু।

সবখানেতেই সম্পর্কে,সন্দেহের ছড়াছড়ি,,
ঝগড়া করে কেউ আবার,, খাচ্ছে ঘুমের বরি।
সন্দেহ নামের ঘুণপোকা টা,যেই ঢুকেছে ঘরে,,
অশান্তি হয় যে শুরু,দুদিন আগে পরে।

বজ্রপাতের তাপদাহে, জ্বলে পুড়ে ছাই,,
সন্দেহমুক্ত মানুষ বলতো,কোথায় গেলে পাই।
বিশ্বাস আর মর্যাদা,, দুজন দুদিকে,,
প্রেম আর ভালোবাসা,সবি যেন ফিকে।

সন্দেহ নামের বিস পোকাটা,, যার মনেতে আছে,,
অমর্যাদা ক্রস বিদ্বেষ,ঘুরে তার পাছে।
বদমেজাজি হয় যে তারা,লাগামহীন মুখ,,
সন্দেহ করেই তারা নাকি,পায় বেজায় সুখ।

করোনার চেয়েও ভয়াবহ,, এই মরণব্যাধি,,
এই রোগের ভ্যাকসিন, তৈরি হতো যদি,,,
সম্পর্ক আবার হত,, কত মধুময়,,
সংসার সম্পর্কের,, হতো আবার জয়।


IMG_20220928_165144.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

চমৎকার একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো। রীতিমতো আপনার কবিতাগুলো বেশ সুন্দর হয়ে থাকে। যা পড়তে এবং আপনার ভিডিও রেকর্ড গুলো শুনতেও ভালো লাগে। আসলে এর মধ্যে অনেক কিছু বোঝার থাকে।

 2 years ago 

আসলে ভাইয়া আমার কবিতা পড়ে আপনার যে উপলব্ধি মনের ভেতরে শিহরিত হচ্ছে,, সেই উপলব্ধিকে আমি শ্রদ্ধা জানাই।।আমার প্রতিটা কবিতাই শিক্ষনীয় কিছু মেসেজ থাকে।কেউ বোঝে কেউ বোঝে না। ধন্যবাদ আপনাকে সুন্দর করে বোঝার জন্য♥♥

 2 years ago 

জি আপু এ সন্দেহর কারণেই হাজার সংসার ভেঙ্গে যাচ্ছে। আসলে সন্দেহ জিনিসটা খুবই খারাপ। সন্দেহ ছাড়া মানুষ পাওয়াই যাবে না আপনি যেখানেই যান। সন্দেহ কবিতার মাঝে আপনি আমাদের সমাজের অনেক বাস্তব কথা তুলে ধরেছেন।ভালো লেগেছে আপু ধন্যবাদ।

 2 years ago 

সন্দেহ নামক বস্তুটি নিকোটিনের মত ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে।এর থেকে পরিত্রান না পেলে এরকম লাখো কোটি কোটি সংসার ভেঙ্গে যাবে।অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে আরো অসংখ্য পরিবার অসংখ্য সম্পর্ক।।♥♥

 2 years ago 

ইন্টারনেট সন্দেহের,, অন্যতম কারণ
নারী হয়েও নারীর সাথে,, কথা বলা বারণ।
হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার,, জনপ্রিয় ইমু,,
স্টার মেকার টেলিগ্রাম,, কতকিছু দিমু।

আপু আপনি এত ছন্দ কোথায় পান বুঝতে পারিনা। ছন্দে ছন্দে আপনি বাস্তব কিছু কথা তুলে ধরেছেন। আসলে একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিশ্বাস ভালোবাসা আর আস্থার প্রয়োজন। বিশ্বাস না থাকলে সেই সংসারে ভাঙ্গনের সৃষ্টি হয়।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু। এখনকার সম্পর্কের মধ্যে বিশ্বাস আস্থা ভালোবাসা তেমন খুঁজে পাওয়া যায় না। যতটা স্থান পায় সন্দেহ।♥♥

 2 years ago 

একদম বাস্তব কথা লিখেছেন আপু আপনার কবিতায়।আসলে বর্তমানে সত্যিকারের ভালোবাসা চোখে পড়ে না আর পড়লেও তা সন্দেহ নামক শব্দে ফাটল ধরেছে।করোনার থেকে ভয়াবহ সন্দেহ ঠিক বলেছেন আপু।শান্তিময় ভালোবাসার সৃষ্টি হোক এটাই প্রত্যাশা।সুন্দর লিখেছেন,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর স্নিগ্ধ কোমল মানসিকতার মানুষ হয়ে উঠুক প্রতিটি মানুষ এটাই প্রত্যাশা।মানবিকতা থাক মনে।সন্দেহ যাক কবরস্থানে।সন্দেহমুক্ত শান্তিময় জীবন যাপন করুক মানুষ।♥♥

 2 years ago 

👍👍

 2 years ago 

আসলে অনেক সময় সন্দেহ থেকে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনি খুব চমৎকারভাবে সন্দেহ কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন । কবিতাটি পড়ে দেখে খুব ভালো লাগলো। এত দুর্দান্ত কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কবিতা মধ্যে একদম বাস্তব জিনিস ফুটিয়ে তুলেছেন আপু।আসলে ভালোবাসা একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অবশ্যই বিশ্বাস ভালোবাসা আর আস্থার জায়গা খুবই প্রয়োজন। এগুলো ছাড়া ঠিকে রাখা সম্ভব নয়।আর একবার যার মধ্যে সন্দেহ ঢুকে যাবে তার ভিতর আর সন্দেহ জিনিস টা ঢুকানো সম্ভব নয়। সবমিলিয়ে কবিতা টা অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ আপু মণি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104664.06
ETH 3858.84
SBD 3.32