বাল্যবিয়ে, যৌতুক এবং নির্যাতনকে না বলি।/ *না মানে না ১০% লাজুক খ্যাকের জন্য।*

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম

সকলকে শুভেচ্ছা।আশা করি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

dropshadow_1647319184468.jpg


প্রিয় আমার বাংলা ব্লগ বাসি। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি।আসুন সকলে মিলে নিজে সচেতন হই অন্যকে সচেতন করতে সহায়তা করি।সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র গড়তে আমি নিজেও ভূমিকা রাখি।চলো বদলে যাই বদলে দেই।



dropshadow_1647319282680.jpg



প্রিয় বন্ধুরা আসুন সমাজ থেকে শিশু বিয়ে,,যৌতুক এবং যে কোন প্রকারের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই।আজকের বাল্যবিবাহ আগামী দিনের অভিশাপ।তাই বাল্যবিয়ে কে "না" বলি, যৌতুক কেউ "না"।এমন ঘাতকব্যাধি আর ছড়াতে দেবো না।নিজের জীবন দিয়ে বুঝতে পারি শিশু বিয়ের কুফল কত ভয়ংকর হতে পারে।এটা শুধু নারীদের সচেতনতার বিষয় নয়, সমগ্র মানুষের সচেতনতা বিষয়।তাই আমি শুরু করেছি পরিবর্তনটা যুদ্ধটা আমার নিজের থেকে।এমনকি আমার নিজের ছেলে,,সিয়াম এই কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে কাজ করছে।সর্বসাধারণের সচেতন ও তার জন্য আমরা ফেস্টুন করেছি আমরা স্টিকার করেছি এবং সেগুলো নিজেরা ঠিক এভাবে প্রচার প্রচারণার কাজ করছি।আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

dropshadow_1647319343772.jpg

dropshadow_1647319567192.jpg

dropshadow_1647319404269.jpg

সিয়াম সহ আমরা গোটা নীলফামারীতে এই ফেস্টুন এবং ব্যানার গুলো,,, বিভিন্ন মোড়ে স্কুলে থানায় কোর্টে কলেজে,হাটে বাজারে চায়ের দোকানে পানের দোকানে বিভিন্ন রেস্টুরেন্টে,,এমনকি রিকশা-ভ্যান,,বাস,সহ পরিবহন গুলোতেও আমরা এগুলো নিজের লাগিয়ে দিয়েছি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

ভিডিও লিংকঃ

IMG_20220315_102401.jpg

IMG_20220315_102233.jpg

IMG_20220315_102300.jpg

IMG_20220315_102337.jpg

IMG_20220315_102216.jpg

IMG_20220315_102133.jpg

IMG_20220315_101935.jpg

IMG_20220315_101906.jpg

আমার বাংলা ব্লগ সিয়ামের মত যারা আছেন তাদের সকলের প্রতি আহবান করব সিয়ামের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আসুন আমরা সমাজকে পরিবর্তন করতে এগিয়ে আসি।সেই সাথে নারীদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই আমার সাথে একাত্মতা ঘোষণা করে বলি।বাল্যবিবাহ দিবোনা,দিতেও দেব না,যৌতুক নেব না, দিব না।আমার নিজের দ্বারা কেউ নির্যাতিত হবে না হতে দেব না।

না মানে না

IMG_20220315_102635.jpg

dropshadow_1647319229599.jpg

এ কাজগুলো করতে গিয়ে আমরা অনেক বাহবা পেয়েছি।অনেকেই অনেক দোয়া দিয়েছে।অনেকেই সাধুবাদ জানিয়েছে অনেকেই অনেক অজানা তথ্য জানতে পেরেছে।কারণ বাল্যবিবাহ যৌতুক এবং নির্যাতনের সর্বোচ্চ শাস্তি গুলো কেউ আমরা তুলে ধরেছি।মোটামুটি ভাবে সকল স্তরের মানুষগুলো আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন।এবং অক্সফাম আমাদের পাশে এসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন।অক্সফামের সহযোগিতায় সারা বাংলাদেশব্যাপী 11 টি জেলায় আমরা এই কার্যক্রমটি একযোগে করতে পেরেছি।অনেক মানুষ আমরা এখনো আছি যৌতুকের শাস্তি সম্পর্কে আমরা জানিনা।শিশু বিয়ের কুফল গুলো সম্পর্কে আমরা জানিনা।এই সর্বস্তরের মানুষকে সচেতন করার লক্ষ্যে

মসজিদের ইমাম স্কুল,-কলেজ দের প্রধান,ছাত্র-ছাত্রী সকলকে সচেতন করার লক্ষ্যে কাজ করছি।

dropshadow_1647319444300.jpg

IMG_20220315_093551.jpg

IMG_20220315_093612.jpg

IMG_20220315_093444.jpg

IMG_20220315_093422.jpg

সভ্যতার শুরু থেকেই নারী সমাজ উন্নয়ন বাহক হিসেবে কাজ করছে।দেশের অর্থনৈতিক স্রোতধারায় নারীর রয়েছে সক্রিয় ঐতিহাসিক ভূমিকা কিন্তু কখনোই নারীর ভূমিকা যথাযথ স্বীকৃতি মেলেনি বাংলাদেশের অর্থনীতির মূল ধারার কর্মক্ষেত্র গুলোতেও উৎপাদন ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও অবদান বেড়েই চলেছে সমাজ পরিবর্তনের সাথে সাথে নারীর জীবনে অনেক পরিবর্তন এসেছে তবে তা যথেষ্ট নয় সচেতনতার অভাব দারিদ্র সামাজিক অস্থিরতা নিরাপত্তার অভাব নেতিবাচক মনোভাব ইত্যাদি কারণে আমাদের দেশের নারী পশ্চাতপদ।বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা তথা নারী-পুরুষের বৈষম্য রোধে সরকারি ও বেসরকারিভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও আর্থ সামাজিক কিছু বাধা বা সমস্যার কারণে মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

তাই আসুন এই নীরবতা ভেঙে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, ও নির্যাতন প্রতিরোধে সোচ্চার হই।

IMG_20220315_093655.jpg

IMG_20220315_093742.jpg

dropshadow_1647319184468.jpg

এমনি করেই সচেতনতা বৃদ্ধি হবে কোন একদিন ইনশাল্লাহ নতুন সূর্য উদয় হবে আর আমরা একটি নির্যাতনমুক্ত সমাজ রাষ্ট্র পাব এটাই প্রত্যাশা।

IMG_20220315_094017.jpg

IMG_20220315_093931.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

দারুন উদ্যোগ আপু এগিয়ে চলুন অদম্য গতিতে। তবে দুঃখের বিষয় হল কি জানেন গ্রামেগঞ্জে বাল্য বিবাহের প্রচলন টা অনেকাংশেই কমে গেলে যৌতুকের হার বেশ দারুন বেড়ে গেছে। তবে আশা করছি আপনার মত কোন এক সাহসী নারীর হাত ধরে একদিন এই প্রথা উঠে যাবে সমাজ থেকে।

 3 years ago 
এই মহা ব্যাধি থেকে আমাদের মুক্তি পেতে গেলে সবাইকে বেশি বেশি সচেতন হতে হবে। আমি আমার পোস্টের মধ্যে দেখিয়ে দিয়েছি যৌতুকের সর্বোচ্চ শাস্তি।তাই সবাইকে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেয়ার জন্য সচেতন করার জন্য অবশ্যই পোস্টারের রিস্টিম করার আহ্বান জানাচ্ছি♥♥সেই সাথে মনে মনে প্রতিজ্ঞা করি যৌতুক নেব না। যৌতুক দিবনা।

না মানে না

 3 years ago 

তাতো অবশ্যই।🖤

 3 years ago 

আসলে আমাদের সমাজ ডিজিটাল হলেও এখনো আদিম যুগের আচরন করে । শিক্ষার মান বাড়লেও সুশিক্ষার মান মোটেই বাড়েনি বরং কমেছে। মানবিকতা মনুষ্যত্ব ভুলতে বসেছে মানুষ। আপনার চেষ্টা সফল হোক এই কামনা করি। আমাদের সকলের উচিত সচেতনতা বৃদ্ধি করা। সত্যি বলতে বিভিন্ন প্রকার টেকনিক্যাল সমস্যার কারনে এই ধরনের অপরাধ এখনও হয়ে যাচ্ছে গোপনে। ধন্যবাদ । ভাল থাকবেন।

 3 years ago 

সত্যি আপু তোমার মতো বোন, মা প্রতিটি ঘরে ঘরে খুব প্রয়োজন।আপু মনি তোমাকে স্যালুট জানাই প্রিয় বোন।আসলেই আপু তোমার মত বোন পেয়ে আমি সত্যি ধন্য🥰🥰।এগিয়ে যাও বোন তোমার পাশে আছি ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দুআ ও ভালোবাসা রইল। সৃষ্টিকর্তা তোমাকে আর মামা কে সব সময় সুস্থ রাখুক। 🤲🤲

 3 years ago 
তোমার চমৎকার মন্তব্যের অনেক বেশি অনুপ্রাণিত হলাম আসলে তোমার মত বন্ধু পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।আমাদের বদলাতে হবে বদলে দিতে হবে বদলে যেতে হবেচলো বদলাই♥♥
 3 years ago 

খবই ভালো লাগলো।আপু আপনার চিন্তা ভাবনাই অন্য রকম।ছেলেও মায়ের মত।আমরা বাল্য বিবাহ ও যৌতুক বিরুদ্ধে। আপু আপনার অনেক অনেক ভালোবাসা ও রইলো।আর সিয়াম ভাইয়ের জন্য দোয়া রইলো। ভালো কার্যক্রমে সবাই পাশে থাকবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সহমত পোষণ করার জন্য অবশ্যই পাশে থাকবেন এটাই প্রত্যাশা করি আমরা কখনই নির্যাতনকে সমর্থন করি না বান্ধবীকে সবার তো করিনা যৌতুক কেউ সমর্থন করি না।

♥♥

 3 years ago 

যোগ্য মায়ের যোগ্য সন্তান আমাদের সিয়াম ভাই। সিয়াম ভাই একেবারে আপনার আদর্শে মানুষ হয়ে গড়ে উঠেছে। আমাদের সমাজে বাল‍্যবিয়ের প্রবণতা আগের থেকে কমেছে তবে একেবারে নিঃচিহ্ন হয়নি। আপনার কার্যক্রমগুলো অনেক ভালো ছিল। এভাবে এগিয়ে যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।।

 3 years ago 
এই যুদ্ধে আপনাকেও সাথে চাই। ইনশাআল্লাহ সাথে পাবো এই আশা রাখছি।সামাজিক কার্যক্রম গুলোর সাথে সকলের সম্পৃক্ততা থাকা অত্যন্ত জরুরী♥♥
 3 years ago 

আপনার মতো নারী ঘরে ঘরে থাকা প্রয়োজন ❣️
আসুন আমরা সবাই একসাথে বাল্যবিয়ে, যৌতুক এবং নির্যাতনকে না বলি।
ঘরে ঘরে সবাই সোচ্চার হলে এই সমস্যাটি কমে যাবে অটোমেটিক। আর সামাজিক সচেতনতা সবথেকে বড় জিনিস যা আপনারা করে দেখালেন। সিয়াম ভাই সহ আপনারা সবাই যে কাজটি করলেন তা সত্যিই প্রশংসার দাবিদার ❣️
অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য ♥️

 3 years ago 
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সহমত পোষণ করার জন্য অপেক্ষা কি বলেছেন ঘরে ঘরে আমরা প্রত্যেকেই যদি সচেতন হই তাহলে নিশ্চয়ই একদিন সমাজকে বদলে যাবে আর আমরা এটাই প্রত্যাশা করি।এই শুধু এটুকু বলতে চাই বদলে যাই, বদলে দেই।♥♥
 3 years ago 

বাহ।খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। আপু আপনাদের এই সুন্দর কাজকে সাধুবাদ জানাই।আমাদের যুব সমাজের সকলের উচিত সিয়াম ভাইয়ের মতো এই ধরনের কাজে ভূমিকা পালন করা। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্টের জন্য।

 3 years ago 
আমাদের দেশে বাল্যবিবাহ এখনো দেখা যায়। আমার এই বিষয়টা অনেক খারাপ লাগে। আসলে এই বিষয়ে আইনত বাধা থাকলেও ঘুসের মাধ্যমে আইনের হাত বেঁধে রাখে। সত্যি বলতে আমার মামতো বোনের বিয়ে হয়েছে তখন তার বয়স মাত্র ১৫। আসলে এগুলো বন্ধ করতে হলে প্রসাশনকে আরো কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
আপনাদের মা ছেলের জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা রইলো।❤️❤️❤️
 3 years ago 
সাধারণ মানুষ যখন নিজে থেকে সচেতন হবে তখন প্রশাসন এমনি এমনিই সচল হবে ইনশাআল্লাহ। এখন আমরা সাধারন মানুষ অসচেতন জন্যই প্রশাসন ও বেশ অসচেতন।

♥♥সবার আগে অভিভাবকদের সচেতন হতে হবে এবং আমাদের বাচ্চাদের সচেতন করতে হবে সেইসাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কেউ সচেতন করতে হবে একটা সময় হয়তো সেদিন আমরা দেখতে পাব আমাদের নেক্সট প্রজন্মরা দেখতে পাবে এটাই আশা রাখি।

প্রশংসনীয় উদ্যোগে
মানুষ হোক সচেতন।

বাল্য বিয়ে না বলুন
শুনুন বন্ধু গন

সাথী আপার আন্দোলনে
চাই অংশগ্রহণ।

বাচুক সমাজ বাচুক দেশ
বাল্য বিয়ে বন্ধে,সরকারের নির্দেশ।

ভাল সময় পার করলেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62816.09
ETH 2466.13
USDT 1.00
SBD 2.64