DIY-PROJECT এসো নিজে করি || কাগজের তৈরি "দোলনা" || ৫ম পোস্ট

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


received_515148876219412.jpeg

বন্ধুরা,
আমি সেলিনা সাথী, বাংলাদেশর নীলফামারী জেলা থেকে।"এসো নিজে করি" প্রোগ্রামের ডালা থেকে
রাত্রি বেলার অনাবিল শুভেচ্ছা ও ভালোবাসার পাপড়ি ছড়িয়ে দিলাম সবার হৃদয় আঙিনায়।

আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ও ভালো আছি। আমার বাংলা ব্লগ নিয়ে এসেছে
সপ্তাহব্যাপী নিজের সুপ্ত প্রতিভা বিকাশে চমৎকার একটি আয়োজন"" এসো নিজে করি "" এই প্রগ্রামে আজ আমার ৫ম দিন আজ আবার ও পুরনো স্মৃতি মনে করে আপনাদের মাঝে নিয়ে এলাম আমার নিজের হাতে করা আর একটি চমৎকার কাগজের "দোলনা" যেখানে আপনি এবং আপনার প্রিয়জনকে নিয়ে দোল খেতে পারেন কিংবা আমার বাংলা ব্লগ এর দুই মাস পূর্তিতে সম্মানিত এডমিন সহ সকলেই দুলতে পারবেন।

IMG_20210813_204044.jpg

আশা করি সকলের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।


উপকরন সমূহঃ


  • সাদা অপসেট পেপার
  • বাশে্র কাঁঠি
  • মোটা কাগজ
  • স্কেল
  • কাচি
  • পেন্সিল
  • আঠা
  • পুথি

  • প্রথমে সাদা কাগজটি কাঠি দিয়ে চিকন লাঠির মত কের নিব।

IMG_20210813_205456.jpg


  • মোটা কাগজটি মাপ মত কেটে নিব। ঠিক এই ভাবে

IMG_20210813_205636.jpg


  • এরপর কাগজ সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নিব। এবং গোলাপি রংয়ের কাগজ চিকন করে কেটে এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব।

IMG_20210813_205550.jpg

IMG_20210813_205610.jpg

IMG_20210813_205434.jpg


  • ক্রমান্বয়ে চারটি লাঠি এভাবে আঠা লাগিয়ে বসিয়ে নিব।

IMG_20210813_205344.jpg

IMG_20210813_205322.jpg


  • মোটা কাগজ দিয়ে দোলনার বসার পাট, পিছন পাট ও সাইট পাট এভাবে কেটে সাদা কাগজ লাগিয়ে রঙ্গিন কাগজ দিয়ে বর্ডার দিয়ে দিব। এবার সবগুরো পাট এক এক করে আঠা দিয়ে লাগিয়ে নিব ঠিক এই ভাবে।

IMG_20210813_205239.jpg

IMG_20210813_205209.jpg


  • দুটি লাঠিতে সবুজ রংয়ের চিকন কাগজ দিয়ে পাইপেন লাগিয়ে দোলনাটাকে আঠা দিয়ে আটকিয়ে দিব ঠিক এই ভাবে।

IMG_20210813_205114.jpg


  • এবার হলুদ সবুজ গোলাপি কাগজ দিয়ে এভাবে ফুল বানিয়ে দোলনাটাকে আরো মনোরম করে তুলবো।

IMG_20210813_204515.jpg

IMG_20210813_204420.jpg

  • দোলনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রকৃতির ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি সবুজ কাগজের গাছ লাগাতে এবং লাল, নীল সবুজ ও সাদা রংয়ের পুঁথি লাগিয়ে নিব দৃষ্টি নন্দনের জন্য।

IMG_20210813_204557.jpg

  • তৈরি হয়ে গেল চমৎকার মনোরম পরিবেশে দোলনা। যা আপনি বাড়ির ছাদে, বাড়ান্দায়, কিংবা ঘরের মধ্যে ও বসাতে পারেন।

IMG_20210813_204044.jpg

  • পরিশেষে আমি দুটি পুতুল বসিয়ে দোলনাটিকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছি।

IMG_20210813_194011.jpg

আশা করি সকলের ভাল লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার পরম পাওয়া।

IMG20210813174813.jpg

IMG_20210813_203719.jpg

এসো নিজে করি
নিজের মত করে
সাথে আছেন rem দাদা
হাতটি মোদের ধরে।

সঙ্গে আছেন হাফিজ ভাই
মন্তব্যে সেরা
বিনোদনে ডিজে সুমন
শুভ ভাইয়ের প্যারা।

পোষ্টটি যদি ভাল লাগে
উৎসাহ পাই যেন
সঙ্গে আছি চিরদিন'ই
এই কথাটি মেনো।

আমার বাংলা ব্লগের সবাই
এসো নিজে করি,
আমাদের এই কমিউনিটি
বিশ্বে তুলে ধরি।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20210105_173224.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  
 3 years ago 

আপনার তৈরি দোলনাটা অসাধারণ হয়েছে। এবং আপনার উপস্থাপন টাও খুব ভালো ছিল। ধন্যবাদ এরকম একটি শিল্পকর্ম আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশের জন্য।

 3 years ago 

বাহ খুব ভালো, আপনার একটি ভাল কাজের প্রতিভা আছে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা

 3 years ago 

অসাধারন, কাগজ দিয়ে কত কিছু না তৈরি করা যায়। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ।

আপু খুবই সুন্দর হয়েছে। আপনার হাতে কাজগুলো খুবই সুন্দর। আপু আপনার জন্য আমার মন থেকে শুভ কমনা রইল। আপনি এতো সুন্দর শিক্ষা মূলক পোস্ট করেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দোয়া করি আপনি এমন সুন্দর পোস্ট আরো অনেক সেয়ার করেন। আপু আপনার হতের কাজগুলো মুগ্ধ করার জন্য যথেষ্ট।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ
শুভ কামনা

 3 years ago 

আপু,, আমার না ভীষণ হিংসে হয় এত সুন্দর কাজ দেখলে। অসম্ভব সুন্দর লাগছে দোলনা টা। একজন মানুষের ভেতরে এত ধরনের গুণ কিভাবে থাকে !! 🤔🤔 । আরো ভালো কাজের অপেক্ষায় রইলাম ।শুভকামনা রইল ❤️

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।অবশ্যই আগামিতে আরো ভালো কিছু দিতে পারবো। শুভ কামনা।

 3 years ago 

আপনার রুপে-গুণে আমি তো একদম ফিদা।দিন দিন আপনার বড় ভক্ত হয়ে উঠতেছি🥰

 3 years ago 

আমি ধন্য। অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা।

আপু বাহ্ বাহ্ এতো সুন্দর দোলনা বানিয়ে ফেললেন।আমার দোলনাটা দেখে বেশ পছন্দ হয়েছে এখন দোলনাতে উঠতে চাই। অনেক সুন্দর হয়েছে আজকের DIY পোষটটা।
অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটা পোষ্ট উপহার দেওয়ার জন্য।
শুভ কামনা।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।

 3 years ago 

চমৎকার দোলনা আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শুভেচ্ছা আপু মনি

 3 years ago 

ধন্যবাদ আপু মনি।

 3 years ago 

কবি আপু, আপনার তুলনা শুধুই আপনি আর কিছু বলার সুযোগ নেই এখানে, বেশ দক্ষতা আছে আপনার অনেকগুলো বিষয়ে। আজকের প্রচেষ্টাটিও সুন্দর ও স্বার্থক হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এতো চমৎকার করে উৎসাহ উদ্দীপনা দেওড়য়া টাও আপনাকেই মানায়। অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল।

 3 years ago 

সত্যি অপূর্ব হয়েছে আপনার কাগজের তৈরী ঝুলনটি । ফুলগুলি তো সত্যি দুর্দান্ত বানিয়েছেন ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা♥
শুভ কামনা♥

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65359.95
ETH 3492.90
USDT 1.00
SBD 2.51