☆꧁:"ব্যর্থ প্রেমের গল্প এবং কবিতা" ✍🏻 🥲꧂☆
☆꧁::.স্বরচিত কবিতা-গল্প ::. ꧂☆
☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা-গল্প::. ꧂☆
বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে। আমাদের প্রাণপ্রিয় আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে একরাশ স্নিগ্ধ শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম, সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ ব্যর্থ প্রেমিকার আকুতি নিয়ে একটি স্বরচিত কবিতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বলছি দুই প্রেমিক প্রেমিকার কথা।তারা একে অপরকে খুব বেশি ভালোবাসতো। ঠিক যেমনটা ভালবাসলে মানুষ অনেক রাত নির্ঘুম কাটাতে পারে। একে অপরের জন্য পাড়ি দিতে পারে অনন্ত পথ।ঠিক সেরকমেরই একটি প্রেম কাহিনী।ছেলেটা ছিল বেশি গরিব। আর মেয়েটা ছিল বেশ সচ্ছল পরিবারের।নীল সাগরের নীলের চূড়ায় বসে, একে অপরের সাথে শেয়ার করেছিল প্রেম কাব্য নীল লাল পদ্ম দিয়ে।নীলসাগর থেকে যখন পদ্ম গুলো তুলে আনতে গিয়েছিল ছেলেটি, তখন মেয়েটির কি ভয়।ছেলেটি যদি পাপোশকে পড়ে যায়।তাছাড়া এই নীল সাগরে প্রাণ ঘাতির অনেক ঘটনা রয়ে গেছে।সেসব কথা ভেবেই মেয়েটি ভয় পাচ্ছিল।আর চিৎকার করে ডাকছিল, আমার জন্য পদ্ম আনতে গিয়ে তুমি পা পিছলে পড়ে যাও এটা আমি চাইনা আমার পদ্য লাগবেনা তুমি চলে আসো।কিন্তু ছেলেটি কোন কথাই শুনলো না।কারন সে জানত পদ্মফুল মেয়েটির খুব পছন্দ।আর তার নিজের পছন্দের মানুষের জন্য পছন্দের ফুল এনে দিতে নিজের জীবন যায় যাক।এসব ভেবে ছেলেটি যেভাবেই হোক পদ্ম নিয়ে আসলো। একটি লাল আরেকটি নীল।মজার বিষয় ছিল লাল পদ্ম ফুলটি ফুটন্ত ফুল ছিল। আর নীল টি ছিল কলি। কিন্তু ছেলেটি যখন মেয়ের হাতে একটি ফুল আর একটি কলি দিয়েছিল।মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে লাফাতে শুরু করেছিল।এবং সেই পদ্ম ফুলগুলো দিয়েই সুন্দর মালা তৈরি করে ফেলল এক মেয়েটি। অবাক করার বিষয় হচ্ছে কলিটা মেয়েটির হাতে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফুল হয়ে গেল।এই বিষয়টি অনেক চমকপ্রমদ ছিল।সেদিন মেয়েটি প্রায় আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল।ভাবছিল ৫ মিনিট আগে যে গুলি ছিল পানিতে আমার হাতে আসার সাথে সাথে ফুল হয়ে ফুটলো।এটা তার কাছে একটি বিস্ময়কর বিষয় মনে হয়েছিল।যাইহোক সেদিন থেকেই শুরু হয়েছিল তাদের প্রেমের রচনা।হঠাৎ করে মাঝখানে বিশাল এক গ্যাপ, ছেলেটি নিজের পায়ে দাঁড়াবে বলে মেয়েটির কাছে কিছু সময় নিল।এবং প্রাণপণে কাজ শুরু করল।মেয়েটার সাথে তেমন আর যোগাযোগ করে না।মেয়েটি আসায় বুক বেঁধে আছে।হঠাৎ করে মেয়েটি তার প্রোফাইল পিকচারে দেখে অন্য একটি নারীর সাথে ছবি।সাথে সাথেই বিষাদ এসেছে ছুঁয়ে যায় মেয়েটির মন।মেয়েটি চিৎকার করে কাঁদা শুরু করে। এবং খোঁজখবর নিয়ে জানতে পারে সে বিয়ে করেছে অন্য আরেকটি মেয়েকে। এখন আপনারাই ভাবুন মেয়েটির মনের অবস্থা কিরকম হতে পারে।সেই অনুভূতি থেকেই আজকের এই কবিতা। আশা করি আপনাদের মন তো লাগবে না। আর সকলের কাছে অনুরোধ রইল মেয়েটির জন্য দোয়া করবেন সে যেন এই পরিস্থিতির মোকাবেলা করে, শক্ত পায়ে দাঁড়াতে পারে।
"লাল -নীল পদ্ম ফুল"
🥀সেলিনা সাথী🥀
আমায় ছেড়ে কেমন করে
বাঁধলে সুখের ঘর,
এক নিমিষেই কেমন করে
করলে আমায় পর।
আহত আজ মনটা আমার
হৃদয়ে তুমুল ঝড়,
নববধূর পাশে যখন
সেজে আছো বর।
প্রোফাইলে আজ নতুন বধু
দু"জন পাশাপাশি,
শান্ত নদীর স্রোত ধারায়
করছো হাসাহাসি।
দগ্ধিত আজ স্বপ্নগুলো
কলিজাটা ছাই,
ব্যর্থতারি অভিশাপে
ভীষণ কষ্ট পাই।
অশ্রু জলে নদী এখন
সেথায় কাটি সাঁতার,
হাস্যজ্জল স্মৃতি গুলোয়
অমাবস্যার আঁধার।
ভাবছো তুমি থাকবে সুখে
এই আমাকে ভুলে,
প্রেম কাব্য অমর হয়ে
থাকবে পদ্মফুলে।
নীল সাগরের মিষ্টি হাওয়ায়
গাইবো আবার গান,
এই সাগরের তীরেই আছে
ভালোবাসার টান।
লাল নীল সেই পদ্মফুলের
সাথে বলবো কথা,
তারা যদি বুঝতে পারে এই
অভাগির ব্যথা।
তাদের সাথেই মুক্ত মনে
কাটাবো কিছুক্ষণ,
সেদিনের সেই মহাপ্রেমিক
বাস্তবে যে ডন
ভাঙ্গল আমার মন।
.................................
১৮ জুন ২০২৩
সময় সকাল ১০:৩০
কবিতা কুটির নীলফামারী।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপু সব সময় আপনার কবিতাগুলো আমার সত্যি ই হৃদয় দোলা দেয় অনেক ভালো লাগে। শুধু মন চাই যদি আপনার মত এমন কবিতা আবৃতি করতে পারতাম কতই না ভালো হতো তবুও চেষ্টা করি।
কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল প্রতিটি চরণের সাথে প্রতিটি চরণ অসাধারণ ভাবে মিল রয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা এবং গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ব্যর্থ প্রেমের কবিতা ও গল্প আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। আপনার গঠনমূলক মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। দন্যবাদ আপনাকে।♥♥
ব্যর্থ প্রেমের গল্প এবং কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভালোবাসার প্রিয় মানুষ যখন অবজ্ঞা করে চলে যায় এবং অন্যকে বিয়ে করে নেয়, তখন মনটা অত্যন্ত খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আপনার কবিতার ভাষাগুলো খুবই সাবলীল হয়েছে এবং চমৎকার ছন্দের মিল রয়েছে। সুন্দর সুন্দর কবিতা নিয়মিতভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ব্যর্থ প্রেমের কবিতা এবং গল্পটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলেই সফল হওয়ার পরে যখন অনেক আনন্দ লাগে, ঠিক তেমনি ব্যর্থতায়ও ছুয়ে যায় বিরহ হতাশা।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।♥♥
ব্যর্থ প্রেমের কবিতা এবং গল্পটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলেই সফল হওয়ার পরে যখন অনেক আনন্দ লাগে, ঠিক তেমনি ব্যর্থতায়ও ছুয়ে যায় বিরহ হতাশা।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।♥♥
কি আর বলব বলেন, - আপনার কবিতাগুলো দেখলে তো পুরা মাথায় ঘুরায়। কি করে এত সুন্দর কবিতা লিখতে পারেন আপু। একটু জানলে বেশ ভালো লাগতো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য
এত সুন্দর কবিতা পড়লে কারো মাথা ঘুরায় এই প্রথম আপনার মুখে শুনলাম। তবে আপনার মন্তব্য পড়ে অনেক মজা পেয়েছি এবং হাসলাম
ও কিছুক্ষণ। ভালো থাকবেন সব সময় প্রিয় আপু।♥♥