সাথী পাঠাগার ডেকোরেশন এর দ্বিতীয় পর্ব ||~~



আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.সাথী পাঠাগার ::. ꧂☆


IMG_20230711_212634.jpg


জ্ঞানের আলোয় উদ্ভাসিত
সাথী পাঠাগার
আলোকিত মানুষ গড়তে
শ্রেষ্ঠ উপহার
সাথী পাঠাগার, সাথী পাঠাগার


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।


বন্ধুরা অনেক স্বপ্ন এবং আশা নিয়ে সাথী পাঠাগার প্রতিষ্ঠা করার করেছিলাম আজ থেকে প্রায় এক যুগ আগে। সেই তখন থেকে হাটি হাটি পা পা করে আজ পর্যন্ত লেগে আছে এই পাঠাগারটি কে উন্নত পাঠাগারে পরিণত করার লক্ষ্যে। ব্যক্তিগত অর্থায়নেই শুরু করেছিলাম ব্যক্তিগত উদ্যোগে। তারই ধারাবাহিকতায়
সাথী পাঠাগারটিকে নান্দনিক ও স্মার্ট পাঠাগারে পরিণত করার জন্য সামর্থ্য অনুযায়ী ডেকোরেশন এর কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আজ সেই কাজের সমাপ্ত হলো। তবে পরিকল্পনা অনুযায়ী অনেক কাজ পেন্ডিং থাকলো। আশা করছি আগামীতে অনেকের সহায়তায় পাঠাগারটি সমৃদ্ধিশালী হবে। জ্ঞানের আলোয় আলোকিত করার লক্ষ্যে সাথী পাঠাগার কাজ করবে অবিরাম। সাথী পাঠাগার ডেকোরেশন এর প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কয়েকদিন আগে। তারি ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখাই বিশাল বড় একটি বুক সেলফ করা হল। কারণ আগের বুক সেলফ গুলো নষ্ট হয়ে গিয়েছে। পাঠকদের মনোনিবেশ করার জন্য একটু নতুনত্ব আনার চেষ্টা করলাম।

IMG_20230711_214552.jpg

বড় বুক সেলফের দৈর্ঘ্য ৭ ফিট বাই ৮ ফিট। আট ফিট লম্বা এবং ৭ ফিট উচ্চতা। এই বুক সেলফে রয়েছে ২৪ টি আলাদা আলাদা বুক সেলফ। প্রত্যেকটি বুক সেলফ এর দৈর্ঘ্য হচ্ছে ১৮ ইঞ্চি করে। যেখানে প্রায় অনেকগুলো বই রাখা যাবে। তবে সেম এই মাপের আরেকটি বুক সেলফ করার কথা ছিল। কিন্তু বর্তমানে আর্থিক সংকটের কারণে সেটা আর করা হলো না।
তবে আশা রাখি আগামীতে হবে ইনশাআল্লাহ।

IMG_20230711_212944.jpg

এরপর সামনের ২ সাইডের ২ টি আলাদা বুক সেলফ আছে, ৪ ফিট করে, উচ্চতা ৭ ফিট। এবং মাঝে খানে কি চমৎকার ডিজাইন করা হয়েছে। অর্থাৎ পাঠাগারটিতে একটু নতুন তো আনার চেষ্টা করা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এতোটুকু হলেও নান্দনিকতার ছোঁয়া খুঁজে পাওয়া যাচ্ছে এই পাঠাগারটির ডিজাইনে।

IMG20230711191647.jpg

এরপর খুবই চমৎকার একটি পত্রিকা স্টান বানানো হয়েছে। এই স্ট্যান্ডটি দুইভাবে কাজ করা যাবে।এক সেখানে পত্রিকা জমিয়ে রাখা যাবে। এবং কেউ চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়তে পারবে। মজার বিষয় হল প্রোগ্রামের ডাইস হিসেবেও ব্যবহার করা যাবে। এটা আমাদের পাঠাগারের জন্য খুবই প্রয়োজনীয়।

IMG_20230712_000838.jpg

এরপর আরও একটি আকর্ষণীয় বুকসেল তৈরি করা হয়েছে। পবিত্র কুরআন শরীফ রাখার রেহেলের মত করে। এই সুন্দর আকর্ষণীয় বুক সেলফ টি পাঠাগারটির সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি করেছে। আগামীতে এরকম আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় অনেক বুক সেলফ তৈরি করার চিন্তা রয়েছে।

IMG_20230711_224301.jpg

IMG_20230711_212901.jpg

IMG_20230712_001431.jpg

এরপর কাঠ খোদাই করে খুবই চমৎকার করে সাথেী পাঠাগার লেখাটা করা হয়েছে। শুধু তাই নয় লেখাটিতে খুবই চমৎকার লাইটিংও করা হয়েছে।এত কিছু এক সাথে করতে গিয়ে,, প্রচুর ব্যয় করতে হয়েছে। নিজস্ব অর্থায়নে। তবে এখন অনেকেই বই দিয়ে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়েছেন। যারা বই দিয়ে সাথে পাঠাগারটিকে সমৃদ্ধ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বন্ধুরা আপনারা সকলেই দোয়া করবেন সাথী পাঠাগার যেন একদিন সমৃদ্ধিশালি স্মার্ট পাঠাগারে রুপান্তরিত হতে পারে। আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি পাঠাগার টিকে সমৃদ্ধ করার জন্য
আপনাদের পদচারণা। অবশ্যই আসবেন কিন্তু।মনে রাখবেন বই পড়লে কেউ দেউলিয়া হয়ে যায় না। পরিশেষে বলবো বই হোক আমাদের নিত্য সঙ্গী।বই পড়ি পাঠাগার গড়ি। এই প্রত্যাশায় আজকের মত এখানেই। জ্ঞানের আলোয় জ্বলজ্বল করে জ্বলে উঠুক
আজ ও আগামী। টাটা,,,

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: সাথী পাঠাগার

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 last year 

সাথী পাঠাগারের ডেকোরেশন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ডেকোরেশন করেছেন যা সত্যি মুগ্ধময়। এরকম ডেকোরেশন দেখলে অনেক ভালো লাগে। আর এখানে অনেক সুন্দর ভাবে অনেকগুলো বইও রাখা যাবে।

 last year 

সৌন্দর্য হচ্ছে মনের একধরনের খোরাক।এই বিষয়টিকে আমাদের সকলেরই গুরুত্ব দেয়া উচিত।পরিপাটি সবকিছুই যেন মনকে আলোড়িত করে।সেভাবেই ডেকোরেশন করার চেষ্টা করেছি মাত্র।
ধন্যবাদ♥♥

 last year 

বেশ জোড়ে সোড়ে চলতে সাথী পাঠাগারের কাজ। আমার কিন্তু দ্বিতীয় পর্ব পড়ে বেশ ভালোই লাগলো। অনেক দূল এগিয়ে যাচ্ছে সাথী পাঠাগারের কাজ। ডেকোরেশনও বেশ আকর্ষনীয় করে করেছেন। কাঠের ভিতর সাথী পাঠাগার লেখাটিও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। এগিয়ে যান এভাবেই।

 last year 

দোয়া করবেন আপু এভাবেই আস্তে আস্তে যেন আমার স্বপ্নকে পরিপূর্ণ রূপ দিতে পারি।♥♥

 last year 

চমৎকার আপু ডেকোরেশন! সাথী পাঠাগারের ডেকোরেশন টা আমার অনেক ভালো লেগেছে। আপনার স্বপ্ন সফল হয়েছে আপনার দীর্ঘদিনের আশা ছিল খুব সুন্দর পাঠাগার করে সেটাকে ডেকোরেশন করবেন। তবে তাদের জন্য শুভকামনা রইল যারা আপনাকে অনেক সুন্দর ভাবে বই দিয়ে সহযোগিতা করলেন। আশা করি পাঠাগারের মাধ্যমে অনেক জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য♥

 last year 

দোয়া করব সাথী পাঠাগার যেন আরো উন্নত হয় আরো জনপ্রিয় হয় এবং এই থেকে যেন অনেকেই অনেক কিছু শিক্ষা লাভ করে। প্রথম পর্ব আমি দেখেছি আজকের পর্ব টাও বেশ ভালো লাগলো।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়ার জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66599.39
ETH 3336.69
USDT 1.00
SBD 2.70