"🌿 আমার বাংলা ব্লগ 🌾" এ দ্বিতীয় প্রতিযোগিতা : বিষয় - "রচনা প্রতিযোগিতা - আমার প্রিয় শহর"

in আমার বাংলা ব্লগ4 years ago

এই করোনা কালীন সময়ে বিশ্ব যেখানে থমকে গিয়েছে। দেশ জুড়ে যখন লকডাউন,অসুস্থতার বার্তা যখন আনাগনা করছে। ঠিক সেই সময়ে প্রত্যাশা করছি সকলের সুস্হ্যতা। মহান সৃষ্টকর্তার কৃপায় আমিও ভাল আছি।। আজকে আমি "আমার বাংলা ব্লগ " এর কমিউনিটিতে দ্বিতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহন করছি।
সম্মানীত কমিউনিটির এডমিন ও সম্মনীত মডরেটর বৃন্দ এবং সম্মনীত সকল সদস্যবৃন্দ সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রচনা প্রতিযোগিতা "" আমার শহর""

FB_IMG_1625791550100.jpg

নীলফামারীর ক্যানেল


আমার প্রিয় শহর


ভুমিকাঃ আমি সেলিনা সাথী। আমার প্রিয় শহর নীলফামারী। যাকে নীলাঞ্চল বা নীলের শহর বলা হয়। খুবই শান্ত, স্নিগ্ধ, মনোরম ও অপরুপ রুপে সবুজে শ্যামলে ভরপুর এই নীলফামারী শহর। যা বাংলাদেশের রাজধনী ঢাকা। ঢাকা থেকে নীলফামারী উত্তর- পশ্চিমে অবস্হিত।ঢাকা থেকে নীলফামারীর দুরুত্ব প্রায় চারশত কিলোমিটার।

IMG_20210708_200016.jpg

নীলফামারীর জেলা শিল্পকলা একাডেমি

নামকরণঃ প্রবীণ কৃষকদের মুখে শোনা যায় নীল খামার থেকে রুপান্তরিত হয়ে নীল খামারিতে রুপ নেয়। আর সেই নীল খামারির অপভ্রংশ থকেই নীলফামারী নামের উৎপত্তি।

ইংরেজ নীল কর রা প্রায় দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্হাপন করে। এ অঞ্চলের মাটি উর্বর হওয়ার কারনে অন্যান্য এলাকার তুলনায় বেশি নীল কুঠি বা নীল খামার গড়ে উঠে।

IMG20210708182400.jpg

নীলফামারীর বড় মাঠ

বর্ণনাঃ নীরফামারীকে পাদদশীয় পাললিক সমভূমি বলা হয়।বারংবার প্রাকৃতিক বিবর্তনে এ অঞ্চলের গতিপথ পরিবর্তন করে।অনুমান করা যায় যে এ অঞ্চলের মৃত্তিকাগর্ভে আদিম জন বসতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

নীলফামারী শহরের নি দর্শন যা প্রায় বিলুপ্তির পথে। ময়না মতির দুর্গ, ভীমের মায়ের চুলা হরিশ চন্দ্রের পাঠ, ধর্মপালের গর ইত্যাদি।

শহরের তিন কিলো মিটার উত্তরে নীলফামারী রেল স্টেশন অবস্হিত। আমার প্রিয় শহরে ঐতিয্যবাহী মসজিদ আছে যার মধ্যে নীলফামারী বড় মসজিদ অন্যতম।

শহরে কিন্টার গার্ডেন স্কুুল, প্রাইমারী স্কুল উচ্চ মাধ্যমিনক স্কুল, নীলফামারী সরকারী কলেজ সহ অনেক গুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে।

এছাড়াও নীলফামারী শহরের ঐতিয্যবাহি বড় মাঠ, মাঠের চারি দিকে চমৎকার রাস্তা এবং বসার জন্য ব্যাবস্হা রয়েছে।
বড় মাঠে প্রায় সব বয়সের মানুষরাই খেলা ধুলা বা শরীর চর্চা করে থাকে। ফুসকা ঝাল মুড়ি আচার সহ বিভিন্ন ধরনের মুখোরোচক খাবার এখানে পাওয়া যায়।

সরকারী, বেসরকারি গ্রন্থাগার, বিভিন্ন সামাজিক সংগঠন সহ নানা রকম প্রতিষ্ঠান রয়েছে।
স্মৃতি অম্লান চত্তর, কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় কবরস্থান জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি ইত্যাদী উল্ল্যেখযোগ্য।

শহর থেকে কিছুটা দুরে অন্যতম পর্যটন কেন্দ্র নীলসাগর নামক বিশাল রাজার বিশাল দিঘী । যার চারিদিকে মনো মুগ্ধকর সবুজের সমারোহ। এখান কার দোলনায় দোল খেলে মন প্রশান্তিতে ভরে যায়।তাছারা শীতের মৌসমে অতিথি পাখিরা নীলসাগরের শোভা আরো বাড়িয়ে দেয়।

শহরের উত্তরা ইপিজেড, এলাকার কর্মসংস্থানে ও বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভুমিকা পালন করছে।

এখানকার ঐতিয্যবাহী খাবারের মধ্যে ডোমারের সন্দেশ এর জুড়ি নেই। তাছাড়া পেলকা,ও সিদলের ভর্তা অন্যতম।

IMG_20210709_092242.jpg

নীলফামারীর কেন্দ্রিয় শহীদমিনার

received_336018681576886.jpeg

লকডাউন এ ফাকা রাস্তা

received_193928329233309.jpeg

নীলফামারীর নীল-সাগর

received_546464543052873.jpeg

চারালকাটা নদী

received_247705627161952.jpeg

নীলফামারীর যাদুঘর

IMG20210708182351.jpg

বড় মাঠের চারিদিকে হাটার রাস্তা

IMG20210708183010.jpg

নীলফামারীর মহিলা কলেজ

প্রখ্যাত ব্যাক্তিত্ব ঃ
১.শাহ্ কলন্দর
২. খয়রাত হোসেন
৩. নবাব নুরুউদ্দিন
৪. দবির উদ্দীন আহমেদ
৫. ড. জিকরুল হক
৬. লুৎফন্নেসা আব্বাস
৭. হরলাল রায়
৮. মহেষ চন্দ্র রায়
৯. রথিন্দ্র নাথ রায় ও
১০. আসাদুজ্জামান নুর

উল্লেখযোগ্য ফসলঃ নীরফামারী জেলা শহরের জমি/ ভূমি উর্বর ও সমতল হওয়ার কারনে প্রতি বছর প্রচুর পরিমানে -
১. ধান
২. গম
৩. আলু
৪. পাট ও
৫. তামাক ইত্যাদি ফসল উৎপন্ন হয়।

IMG_20210708_205209.jpg

নীলফামারীর ধান ক্ষেত

received_185167513481623.jpeg

নীলফামারীর গমক্ষেত

দর্শনীয় স্থানঃ নীলফামারী জেলা শহরের দশটি দর্শনীয় স্হান রয়েছে।
১. ময়নামতির দুর্গ
২. ভীমের মায়ের চুলা
৩. ধর্মপালের গড়
৪.হরিশ চন্দ্রের পাঠ
৫. নীলসাগর
৬. স্মৃতি অম্লান
৭. নীলফামারী যাদুঘর
৮.বাসার গেট
৯. পুন্দুপুকুর মাজার
১০. চীনা মসজিদ।

উপসংহারঃ নীলফামারী শহরকে মডেল শহর বলা হয়। পরিস্কার, পরিচ্ছন্ন ও সুন্দর ঝকঝকে এই শহর।এই শহরের মানুষ গুলো অতি সহজ, সরল, ও কর্মঠ।এ শহরের পৌর মেয়র সু দক্ষতার সাথে শহরকে সম্ভাবনাময় করে তুলার জন্য এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের মতামত গ্রহন করেন।আলোচনা সাপেক্ষে।
আমি মনে করি শিক্ষার গুনগত মান নিশ্চিত করে, জনশক্তির সঠিক ব্যাবহারের মাধ্যমে নীলফামারী শহরকে সম্ভাবনাময় শহর গড়ে তোলা সম্ভব। কোলাহল মুক্ত এ শহরে জন্ম গ্রহন করে আমি গর্বিত।

নীলফামারীর কন্যা আমি
নীলাঞ্চলের নারী,
এই নীলকে সঙে নিয়েই
বিশ্বে দিব পারি।



received_455621102366243.jpeg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv4FoAr5GW7aYsLBgAL8BJGLvaEdSrwHiMcQ2pCbZYsEEP8QHZJRdZ2P7VYPpXnZ5X5UKYHWaddgSN1y9Y24mqC42hJn3JuniQz95ki.jpeg

FB_IMG_1624876394671.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme


photo_2021-06-30_13-14-56.jpg

Subscribe My Channel on YouTube: https://youtube.com/channel/UC1lAnoejZgfsGXZaaYwNljg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  
 4 years ago 

ভালো লাগলো আপনার গ্রাম ঘুরে দেখে আপু। আসলে নীলফামারী অনেক সুন্দর আমার দেশের বাড়িও নীলফামারী।

 4 years ago 

ধন্যবাদ। নীলফারীর কোথায়

 4 years ago 

জলঢাকা থানার

 4 years ago 

খুব চমৎকার হয়েছে আপু। বিশেষ করে আপনার সেলফিগুলো। বুঝাই যাচ্ছে আপনি প্রচুর ঘোরাঘোরি করেন। অনেক শুভ কামনা রাইল আপনার জন্য।

 4 years ago 

অশেষ ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

প্রথমে ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং সুন্দর করে নিজের এলাকাকে উপস্থাপন করেছেন আমার ভাল লেগেছে যাইহোক শুভেচ্ছা রইল।

 4 years ago (edited)

শুভেচ্ছাঅবিরাম।ধন্যবাদ

 4 years ago 

শুভেচ্ছা অবিরাম। ধন্যবাদ আপনাকেও

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86202.26
ETH 2221.19
USDT 1.00
SBD 0.68