হিরো সাকিব খানকে নিয়ে, স্বরচিত কবিতা, "সাকিব কলরব"

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর সকলেই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি সব সময়।♥♥

IMG_20221005_174850.jpg


বন্ধুরা আজ আবার আপনাদের জন্য স্বরচিত আরেকটি নতুন কবিতা নিয়ে হাজির হলাম।বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানের সময়ে ইউটিউব সোশ্যাল মিডিয়া গুলোতে সাকিব কলরবে ভরপুর।সাকিব ছাড়া আর যেন কিছুই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না।চোখ এবং কান ঝালাপালা হয়ে যাচ্ছে।তাই বর্তমান সময়ের এই সাকিব কলরব নিয়েই একটি স্বরচিত কবিতা। কবিতার শিরোনাম "সাকিব কলরব"।আশা করি আপনাদের ভালো লাগবে।নেটদুনিয়ায় সাকিব এখন,,,মহা ভাইরাল।কারণ এই সাকিব খানকে নিয়ে বর্তমানে এত নাটক তৈরি হয়েছে। এত কমেডি তৈরি হয়েছে যা। দেখছি আর অবাক হচ্ছি।বন্ধুরা আমার এই কবিতাটি অনেকের কাছে ভালো লাগতে পারে আর আপনাদের এতোটুকু ভালো লাগা আমার অনেক বেশি সার্থকতা। অনেক বেশি চাওয়া থেকে পাওয়া।আপনারা এতদিনে এতোটুকু অবগত হয়েছেন যে আমি কবিতা লিখি বেশিরভাগ বাস্তবভিত্তিক।বাস্তব কেন্দ্রিক এই কবিতাগুলো অনেকেই খুব বেশি পছন্দ করেন।কবিতাপ্রেমী বন্ধুরা চলো তবে কবিতাটি পড়ে আসি।
সাকিব কলরব"

IMG_20221005_175618.jpg


সেলিনা সাথী


বর্তমানের সিনেমাতে
"সাকিব খান" হিরো,,
নারী কেলেঙ্কারিতে বুঝি
হয়ে যাবে জিরো।।

রুপ যৌবন আর কতদিন
খেলবে নোংরা খেলা,,
মনে রেখো সাকিব খান
যাচ্ছে বয়ে বেলা।।

প্রথম প্রেমে রাত্রি এল
সেও পাইনি ছার,
পোলা একখান দিয়া শেষে
বন্ধ করেছে দ্বার।।

রুপ ছলনায় সেই ললনা
নায়িকা অপু বিশ্বাস,,
সাকিব প্রেমে অন্ধ হয়ে
রাত্রি ছড়ে নিঃশ্বাস।

বুবলি এলো নতুন করে
অপুর বিদায় বেলা,,
পূর্বের ন্যায় রাত্রির সাথে
খেলে ছিল যে খেলা।

বাচ্চাতো নয় বাংলাদেশে
আমেরিকায় জন্ম,,
আড়াই বছর গোপন রেখে
বধু-মধু কম্ম

একি ধারায়,একি চিত্র,
একি কাহিনি
বিয়ে বউ হোক বা না হোক
বাড়ায় বাহিনী।

বিয়ে বাচ্চা গোপন করে
নতুনত্বের আশায়,,
একটি করে জন্ম দিয়ে
চোখের জলে ভাসায়।

নিউ কামিনী, পূজা চেরী
দিল আবার ধরা,,
'গলুই'' ছবির শুটিং কালে
ভোগের বসুন্ধরা।

জানতে পেরে বুবলি এখন
করছে হৈচৈ,,
কোথায় গেলে বীরের বাবা
আছো এখন কই।

খুঁজতে গিয়ে ফেসবুকেতে
জানিয়ে দিলো সব,,
সোশ্যাল মিডিয়াতে এখন
সাকিব কলরব।

রাত্রি গেল অপু আসলো
হায়রে বুবলি,,
একি ভাবে তাদের মতোই
তুই ও ডুবলি।

খান এনেছে,, জয় এনেছে,
এনেছে এবার বীর,,
আগামীতে কি আনবে
ভেবে খাচ্ছি ক্ষীর।

সাকিব তুমি আর কতদিন
দেবে প্রোডাকশন,,
রিটায়েট হয়ে গেলে
পাবে পেনশন।

রাত্রি,, অপু, বুবলি, পূজা
আরো কত নাম,,
হিরো হওয়ার পিছনে আরো
কত আছে ঘাম।।

নায়িকা নিয়ে খেলো তুমি
নায়িকার সাথে বাস,,
দোহাই তুমি করো না আর
কারো সর্বনাশ।

<



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

শাকিব খানের বর্তমান পরিস্থিতি নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। এটা আমাদের জন্য খুবই লজ্জার আমাদের দেশের নায়ক একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে । উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জন্য♥♥

 2 years ago 

হাহাহা আপু খুব ভালো লেগেছে আপনার কবিতাটি। মজা পাওয়ার মত একটি কবিতা। ফেসবুক এখন শাকিব বুবলি ময়। কয়দিন পর দেখা যাবে পূজা দিঘি ময় 🤪।আছে তারা সিরিয়ালে, এখন তারা বেখেয়ালে। বুঝবে যখন পরের বেলা, তখন তারা পাবে অবহেলা 😂।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু। একসময় অপু বিশ্বাসের সাথে যা করেছে বুবলি। এখন বুবলির সাথে ও তাই হচ্ছে। আগামীতে শুধু দেখা বা শোনার অপেক্ষা।♥♥

 2 years ago 

সর্বনাশের রাজা সেতো নামটি সাকিব খান
মিডিয়া এখন বুঝতেছে লম্পট শাকিব খান
মজা নিচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে হাসি আর মাতামাতি
মিডিয়া গুলো যারয সন্তানের সাক্ষী হয়ে রয়
আইন এখন কেলেঙ্কারের খোঁজ কি আর রাখে
বাংলাদেশে ব্যভিচারে ভরে গেছে আজ
তাইতো এখন ব্যভিচারের, আইনের বিচারের নেই কোন কাজ।

 2 years ago 

যথার্থই বলেছেন ভাইয়া।বর্তমান প্রেক্ষাপট থেকে প্রজন্ম কি শিখবে???

 2 years ago 

আপু আপনি বেশিরভাগই সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লিখে থাকেন। বাংলা চলচ্চিত্রের নায়ক শাকিব খান কে নিয়ে আপনি খুব চমৎকারভাবে একটি কবিতা লিখেছেন। একেবারে তার জীবনের সমস্ত ঘটনা কে আপনি কবিতার মাঝে তুলে ধরেছেন। ভালো লেগেছে কবিতাটি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।♥♥

 2 years ago 

বর্তমানের ট্রেন্ডিং একটা বিষয় এটি। আপনার কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। খুব মজা পেলাম কবিতাটি পড়ে। জানিনা সামনের দিকে আরো কত কি দেখতে হবে। তবে এসব কর্মকাণ্ড আমাদের উপর বিশেষ করে তরুণ প্রজন্মের উপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু। আমাদের তরুণ প্রজন্মরা দুর্দান্তভাবে প্রভাবিত হচ্ছে।♥♥

 2 years ago 

আপু শাকিব খানকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটা পড়ে অনেকক্ষণ খুব ভাবলাম। আমরা কোথায় বাস করছি কোন জগতে আছি বাংলাদেশের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কী। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।♥♥

 2 years ago 

আপু দারুন একটি কবিতা লিখেছেন আপনি । সমসাময়িক প্রেক্ষাপটে একদম পারফেক্ট হয়েছে আপনার কবিতাটি । পড়ে বেশ মজা পেয়েছি । এত বড় একজন নাম করা নায়ক কিন্তু তার চরিত্র এত খারাপ । ঘটনা গুলো শুনলে সত্যিই লজ্জা লাগে । একই ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে । তবুও তার কোন বিচার নেই ।এভাবে আর কতজনকে ঠকাবে কে জানে ? তবে আপনার কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ঠিকই বলছেন আপু। ঘটনাটি যতই সামনে আসে,
ততোই বেশি লজ্জা লাগে।নিশ্চয়ই বিচার একদিন হবে। কারণ বিধাতা ছেড়ে দেন। ছাড় দেন না কখনো।
♥♥

 2 years ago 

নেট দুনিয়া ভাইরাল বাংলাদেশের নায়ক শাকিব ৷ আসলে এর উপযুক্ত শাস্তি প্রয়োজন সে তো বিয়ে টাকে পুতুল খেলা মনে করে ৷ শুধু রুপ যৌবন নিয়ে খেলা করা এসব লোকের কাজ ৷ এরা তো মানুষ নয় জীবন্ত জানোয়ার৷

 2 years ago 

শাকিবের কাছে বিয়েটা শুধু পুতুল খেলা নয় নারী হচ্ছে তার কাছে খেলা এবং ভোগের পাত্র মাত্র।।♥♥

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64373.04
ETH 2775.53
USDT 1.00
SBD 2.66