ছড়ায় ছড়ায় "লাউ শাক আলুর" রেসিপি।। 10% beneficially @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

**আসসালামুয়ালাইকুম

আমার বাংলা ব্লগের সন্মানিত ফাউন্ডার সন্মানীত এডমিন সম্মানিত মডারেটরগণ এবং আমার বাংলা ব্লগের সন্মানিত ইউজার বৃন্দ সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আশাকরি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

সাথী ব্লগের ডালা থেকে আপনাদের জন্য আজ আমি সাজিয়েছি চমৎকার একটি রেসিপি।


dropshadow_1634720655323.jpg

লাউ শাক দিয়ে আলু
রান্না হবে চালু,
খেতে ভীষণ মজা
খেলেই যাবে বোঝা।

ভুলে লজ্জা-শরম
খেতে হবে গরম।
রান্না হবে নরম
স্বাদটা পাবে পরম।


siam,.png

রান্না করতে লাগছে কি -তা
চলো দেখে আসি
টাটকা সব উপকরণ
নেই তো কিছু বাসি

IMG_20211020_155129.jpg

তরতাজা লাউ শাক

siam,.png

dropshadow_1634720845391.jpg

সঙ্গে আছে আলু

siam,.png

dropshadow_1634720913457.jpg

মরিচ পেঁয়াজ রসুন দিয়ে রান্না হবে চালু

siam,.png

IMG_20211019_010142.jpg

হলুদ লবণ সয়াবিন তেল
সাথে জিরার গুড়া


siam,.png

শুরু করি রান্না এবার
নয়কো তাড়াহুড়া


siam,.png

dropshadow_1634720874809.jpg

শাক গুলো কেটে -ধুয়ে
পানি নিংড়ে নেই


siam,.png

dropshadow_1634720845391.jpg

আলু কুচি ধোয়ার পরে
লাগছে দেখো সেই


siam,.png

IMG_20211020_141058.jpg

চুলার উপর কড়াই দিয়ে
রসুন পেঁয়াজ মরিচ নিয়ে


siam,.png

IMG20211020115638.jpg

এবার ভেজে নেই


siam,.png

IMG_20211020_141215.jpg

আলু দিয়ে দেই


siam,.png

IMG_20211020_141238.jpg

IMG_20211020_141318.jpg

হলুদ গুঁড়া লবণ দিয়ে
মেখে পানি দেই।


siam,.png

IMG_20211020_141412.jpg

IMG_20211020_141444.jpg

সিদ্ধ হওয়ার জন্য এবার
আলু ঢেকে দেই


siam,.png

IMG_20211020_141523.jpg

IMG_20211020_141559.jpg

পানিগুলো কমে গেলে
আলু ভেজে নেই।


siam,.png

IMG_20211020_141626.jpg

IMG_20211020_141648.jpg

আলু ভাজা হয়ে গেলে
শাক দিয়ে দেই


siam,.png

IMG_20211020_141723.jpg

ভালোভাবে নেড়ে চেড়ে
আবার ঢেকে দেই


siam,.png

IMG_20211020_141734.jpg

IMG_20211020_141800.jpg

সিদ্ধ হলে শাক আলু
এবার কষে নেই।


siam,.png

IMG_20211020_162926.jpg

জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে
এবার নামিয়ে নেই।


siam,.png

IMG_20211020_142026.jpg

লাউ শাক দিয়ে আলু
রান্না হলো এবার
পুষ্টিগুণে ভরপুর
খেতে মজাদার


siam,.png

dropshadow_1634720703516.jpg

আশা করি লাগবে ভালো
আলু লাউ শাক
অভিমানে কেউ করোনা
আমার উপর রাগ।

আজকের মত বিদায় নিলাম
আসবো আবার ফিরে
আমার বাংলা ব্লগের
প্রিয় আপন নীড়ে।

টাটা বাই বাই রেসিপি
পড়ো আমি যাই
ফিরে যেন কমেন্ট পাই


siam,.png

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

আপনার ছবির এডিটিনক কোয়ালিটি মাশাল্লাহ 😍😍👌👌👌👌👌
পোস্ট এর কোয়ালিটি টাও সেই ছিল।

এগিয়ে যান সব সময় পাশে আছি খুব সুন্দর রেসিপি শেয়ায় করেছেন আপনি।❣️❣️❣️😍😍😍

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদআপনাকে♥

 3 years ago 

❤️❤️❤️🙏🙏🙏

 3 years ago 

আপ্নের রেসিপির আরৎকি প্রশংসা করবো??
যেভাবে কবিতা উপস্থাপন করেছেন তাতেই আমি সন্তুষ্ট। রেসিপিটি আজকে আর দেখা হলো না কবিতা পড়ার ব্যস্ত তাই

অসাধারণ

 3 years ago 

ভালো লাগলো লাউ শাক দিয়ে আলুর রেসিপি। এটি একটি গ্রাম্য প্রচলিত রান্নার বিষয়। সুস্বাদু খাবারের মধ্যে একটি। শরীরের জন্যও ভালো উপকারী খাদ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ছড়ায় ছড়ায় রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে জেনে আমি আনন্দিত আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ♥

 3 years ago 

অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রইল

 3 years ago 

♥♥

 3 years ago 

আপু বেশ মজা হয়েছি।
রেসিপি তো মজা লেগেছেই।তবে বেশি ভালো লেগেছে কবিতার মাধ্যমে রেসিপি করাটা।
আপনি পারেন ও আপু। 👌👌👌👌👌

 3 years ago 

পারি আমি পারবো আমি পারতে আমায় হবেই। চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য আপনাকে আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি আপুমণি♥

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু, খুবই খুবই পছন্দের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।লাউ শাক আমি এত পছন্দ করি আপনাকে বোঝাতে পারবোনা। আপনার রেসিপিটি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপিটি উপস্থাপন করেছেন।আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি বিদায় নিয়েছেন কবিতার ছন্দে। ধন্যবাদ আপু শুভকামনা রইল আপনার জন্য ❤

 3 years ago 

ভালো লেগেছে রেসিপি তোমার
ভালো লেগেছে শাক
এখান থেকে অর্ধেকটা
করে দিলাম ভাগ♥

শুভকামনা রীতা আপু
শুভেচ্ছা জানাই তোমায়
উৎসাহ দিয়ে অনুপ্রেরণা
জুগিয়েছে আমায়♥

 3 years ago 

লাউ শাকে প্রচুর পরিমানে ভিটামিন থাকে।লাউ শাক খেতেউ খুবই সুস্বাদু হয়ে থাকে।গরম গরম লাউ শাক ভর্তা যে কি টেস্ট। যে খেয়েছে শুধু সেই জানে।
লাউ শাক ও আলুর দিয়ে রেসিপিটা খুবই সুন্দর হয়েছে।
শুভকামনা রইলো আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া লাউ শাকের ভর্তা সত্যিই গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি। আমার মা প্রায়ই করত।শুভ কামনা♥

শাকসবজি আমার অত্যন্ত প্রিয় খাবার। কবি আপু আমার প্রিয় খাবারটি অনেক যত্নসহকারে রান্না করেছেন এবং উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা গুলো দারুন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রিয় খাবার রান্না করেছি
জিভে এনেছি জল
উপহারস্বরূপ পাঠিয়ে দিন
আমার কাজের ফল

 3 years ago 

সাথী আপু সাথী আপু কই গেল গো তুমি, তোমার লাউ শাক দেখে বেহুশ হয়েছি আমি, জ্ঞান ফেরানোর জন্য তোমায় নিয়ে আসতে হবে লাউয়ের শাক হাহাহা। আমি কবিতা কখনো লিখিনি বলতে পারি না আপনার দেখে দেখে ট্রাই করছি আর কি। আপনার কবিতার ছন্দে ছন্দে খুব সুন্দর করে লাউয়ের শাকের রেসিপি টা আমাদের উপহার দিয়েছেন। খুবই মজা পেয়েছি খুবই ভালো লেগেছে আপনার জন্য আন্তরিকতা ও সীমাহীন বেড়ে গেল। শুভ কামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

সাথী আপু এই তো আমি
আছি সবার সাথে
পাঠিয়ে দিলাম লাউশাক
খেয়ে নিয়েন রাতে।

কবিতাটি বেশ হয়েছে
কবি কবি ভাব
সীমাহীন আন্তরিকতা
বাড়ল এক ধাপ।

 3 years ago 

আপু আপনার রেসিপি টি দেখতে অসাধারণ হয়েছে,,,

আমি আপনার কবিতারও অনেক বড় ভক্ত 😊

 3 years ago 

ধন্য আমি ধন্য
শুভকামনা রইল আপু
শুধু তোমারজন্য♥

 3 years ago 

আপু খুবই ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন।দেখেই খুবই সুস্বাদু মনে হচ্ছে।আমি এর আগে কখনও এই রেসিপিটি দেখিনি বা খাই নি।তাই আমার কাছে অন্য রকম ভালো লেগেছে।প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

লাউ শাক দিয়ে আলুর রেসিপি সত্যিই অন্যরকম একটি মজার খাবার বা তরকারি রান্না করে খাবেন দেখবেন অনেক মজা লাগে। চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা♥

 3 years ago 

লাউ শাক দিয়ে আলু খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপু। সেই সাথে একটি মিষ্টি কবিতা অনেক সুন্দর হয়েছে আপু। লাউ শাক আমার খুবই প্রিয়। খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

লাউ শাক আপনার খুব প্রিয় একটি শাখা জেনে খুশি হলাম সেই সাথে আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে আরো বেশি খুশি হলাম ধন্যবাদ আপনাকে অনুপ্রেরণামূলক মন্তব্য করারজন্য♥

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59165.12
ETH 2617.93
USDT 1.00
SBD 2.43