সুন্দর আলোকিত আগামীর প্রত্যাশায়,,,স্বরচিত কবিতা "সমাজ বিনির্মাণে"

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

received_470983380200525.jpeg


বন্ধুরা আজ সারাদিন অনেক ব্যস্ত থাকার কারণে দিনের বেলা পোস্ট করতে পারিনি।তাই হ্যাংআউট শেষ করে ভাবছি পোস্ট করি।কিন্তু খুব জরুরী আরেকটা মিটিংয়ে অংশগ্রহণ করতে হল তাই পোষ্ট করতে দেরি হচ্ছে।যাই হোক আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।কবিতাপ্রেমী বন্ধু যাঁরা তাঁদের কাছে নিশ্চয়ই কবিতাটি ভালো লাগবে।আর আপনাদের ভাল লাগাই আমার পরম পাওয়া।আজকের স্বরচিত কবিতার বিষয়বস্তু হচ্ছে নারী।নারী নিয়ে আমার অনেকগুলো কবিতা লেখা হয়েছে।তবে আজকের কবিতাটি অনেক ছোট।নারীর সারমর্ম তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।আসলে নারী এবং পুরুষ একই পরিবারের অবিচ্ছেদ্য অংশ।একজন আরেকজনের পরিপূরক।একজন আরেকজনের পোশাক স্বরূপ।তাই শুধুমাত্র যারা পুরুষত্বকে সামনে রেখে নারী কে হেলা করছেন, নির্যাতন করছেন নিপিরণ করছেন।লাঞ্চিত করছেন বঞ্চিত করছেন।তারা যে এটা ঠিক করছেন না।তারা নিজেও তা বুঝেন না।সকলের উদ্দেশ্যে বলি নির্যাতনমুক্ত পরিবারের নারী পুরুষের অধিকার।আর নয় নির্যাতন চাই সমাজের পরিবর্তন।আসুন নারীকে নারী বলে অবহেলা না করে তাদেরকে মানুষ ভাবি।হাতে হাত রেখে সমৃদ্ধির পথে এগিয়ে চলি এই প্রত্যাশায়,,,,,

স্বরচিত কবিতা

IMG_20210923_155256.jpg

"সমাজ বিনির্মাণে"



সেলিনা সাথী



নারী তোমাকে যারা অবজ্ঞা, অশ্রদ্ধা, অসম্মান,করছে, তারা কি জানেন না তোমারও রয়েছে
এই সমাজে সমপরিমাণ অবদান।
পুরুষের পাশাপাশি তোমার ও ভূমিকা
রায়েছে সমান্তরাল,সমাজ বিনির্মাণে।

নারী তুমি আছো বলেই পৃথিবী এত সুন্দর
তোমার কোমল হাতের স্পর্শে-
খাদ্য উৎপাদনের জন্য প্রথম বীজটি
রোপিত হয়েছিল এই ভূমিতেই।
যা পরিনত হয়েছে মহীরুহে।

আমরা সঠিক তথ্য সঠিকভাবে জানিনা বলেই তোমাকে অবমূল্যায়ন করি।
তোমার অবদানের স্বীকৃতি দিতে কৃপণতা করি।
বরং কথায় কথায় তোমাকে গালমন্দ করি।
তোমাকে কটাক্ষ করি, নানা ধরনের নির্যাতন করি,,
তোমার প্রতি হয়ে উঠি সহিংস।
পক্ষান্তরে নিজেই নিজের ধ্বংস ডেকে আনি।

আমরা ভুলে যাই নারী ছাড়া আমরা
পুরুষরা কতটা অসহায়,,
কতটা অগোছালো, কতটা অপরিচ্ছন্ন-
ঠিক সুর হীন বাঁশির মত।
তাই এসো সুন্দর একটি পরিচ্ছন্ন
সমাজ বিনির্মাণে নারী-পুরুষ সকলে মিলে
এগিয়ে চলি সম্মুখে,,,
যুথি বদ্ধ হয়ে হাতে হাত রেখে-
সুন্দর আলোকিত আগামীর প্রত্যাশায়,,,।



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

সহমত পোষণ করছি আপনার কবিতার প্রত্যেকটা লাইনের সাথে। প্রত্যেকটা শব্দের সাথে। একেবারেই এ কথাটা মেনে নিতে হয় যে সুরহীন বাঁশির মতোই একটি পুরুষের জীবন- নারী ছাড়া! আপনার কবিতাটি ভালো লাগলো। বরাবরই ভালো লেখেন। ভালো পাঠ করেন। এ কলম অবিরত থাক।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই। চেস্টা করি ভাই।।

 2 years ago 

নারী তুমি আছো বলেই পৃথিবী এত সুন্দর
তোমার কোমল হাতের স্পর্শে-
খাদ্য উৎপাদনের জন্য প্রথম বীজটি
রোপিত হয়েছিল এই ভূমিতেই।
যা পরিনত হয়েছে মহীরুহে

আপু আপনার প্রতিটি কবিতা অসাধারণ হয়!
এই পৃথিবীতে যেখানে অর্ধেক নারী, তার অর্ধেক পুরুষ সেখানে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য।নারীকে বাদ দিয়ে সমাজ কাঠামোর উন্নয়ন অসম্ভব। সুন্দর লিখেছেন আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমি সেটাই কবিতার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি।

 2 years ago 

নারী তোমাকে যারা অবজ্ঞা, অশ্রদ্ধা, অসম্মান,করছে, তারা কি জানেন না তোমারও রয়েছে
এই সমাজে সমপরিমাণ অবদান।

আসলে আপনি ঠিক কথা বলেছেন আপু নারীদেরও এই অধিকার রয়েছে। কবি নিজেই বলেছে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। আর নারী হচ্ছে মায়ের জাতি ব্যক্তিগতভাবে আমি একটি কথা বলতে চাই ?নারীকে যারা অসধ্যা করে অবজ্ঞা করে তাদেরকে আমি ঘৃণা করি। মায়ের জাতিকে আমি অনেক বেশি ভালোবাসি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য কবিতা চরণগুলো অসাধারণ ছিল। সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি।

 2 years ago 

আপু নারিদের নিয়ে আপনি দারুণ একটা কবিতা লিখেছেন। আসলে এই পৃথিবীতে যা কিছু আছে অর্ধেক নারী আর অর্ধেক নর।আপনি ঠিক বলেছেন একজন আরেক জনের পোষাক স্বরুপ। সত্যি আপু "সমাজ বিনির্মাণে" কবিতাটি অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, নারী এবং পুরুষ একজন আরেকজনের পরিপূরক। আসলেই আমিও মনে করি নারীরা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। আর নারীদেরকে এতটা অবহেলা করা উচিত নয়। একটা সংসার পরিপূর্ণ হয় শুধুমাত্র নারীর জন্য।

 2 years ago 

আমরা ভুলে যাই নারী ছাড়া আমরা
পুরুষরা কতটা অসহায়,,

শুধু পুরুষ না নারী ছাড়া পুরো বিশ্বসংসার অচল। নারীর গুরুত্ব অধিকার পুরুষের থেকেও বেশি। কিন্তু একশ্রেণির লোক ভুল ব‍্যাখ‍্যা দিয়ে নারীদের অবজ্ঞা করে। সমাজে নারী পুরুষের সমান অধিকার আছে। কবিতা টা চমৎকার লিখেছেন আপু। খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আসলে নারী এবং পুরুষ একই পরিবারের অবিচ্ছেদ্য অংশ।একজন আরেকজনের পরিপূরক।

ঠিক বলেছেন আপু আপনি নারী এবং পুরুষ একজন আরেকজনের উপর নির্ভরশীল। কবি নিজেই বলেছিলেন অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার করিয়াছেন নর। কবিতার মাঝে এক জায়গায় লেখা আছে নারী তুমি আছো বলে পৃথিবী এত সুন্দর আসলে এই কথাটি আমার কাছে মনে হয় একদম ঠিক নারী না থাকলে হয়তো পৃথিবী এত সুন্দর হতো না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40