꧁সাথী কাব্যে ✍🏻 "সুন্দর সম্ভাবনার দিকে""꧂
☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆
꧁সাথী কাব্যে ✍🏻 "সুন্দর সম্ভাবনার দিকে""꧂
আমি সেলিনা সাথী
আঁধার ঘরে জ্বলে ওঠা
নিয়ন আলোর বাতি। 🥀
একগুচ্ছ রজনীগন্ধার সুঘ্রান ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়।আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা রেখে গেলাম।বন্ধুরা আজ নতুন একটি গদ্য কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।অনেকদিন হয়ে গেল তেমন কোন গদ্য কবিতা লেখা হয়ে ওঠে না। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজ করার পর মনে মনে ভাবলাম আজকে একটি গদ্য কবিতা লিখব।যেই ভাবা সেই কাজ।লিখে ফেললাম চমৎকার একটি গদ্য কবিতা জানিনা আপনাদের কেমন লাগবে।তবে আমি আশা নয় বিশ্বাস করি নিশ্চয়ই আপনাদের কাছে কবিতাটি ভালো লাগবে।
খুবই চমৎকার রোমান্টিক প্রেমময় একটি কবিতা।খুবই সুন্দর আগামীর প্রত্যাশায় নাগরিক শিহরিত করার মতোই কবিতাটি।কবিতাটি যখন লিখতে বসেছি তখন মনের অজান্তেই কবিতাটির প্রেমে পড়ে গেছে বারবার।কবিতাটির মধ্যে মনের মানুষকে একান্ত আপন করে নেয়ার তীব্র আবেদন খুঁজে পাওয়া যায়।সেই সাথে আকাঙ্ক্ষা ও প্রবল।কবিতাটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে।আর আপনাদের কাছে ভালো লাগলে আমারও ভালো লাগবে।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কবিতাটি পড়ে আসি।এবং কবিতাটি পড়ে তার অনুভূতি ব্যক্ত করি সুন্দর মন্তব্যের মাধ্যমে।
"সুন্দর সম্ভাবনার দিকে"
🥀সেলিনা সাথী🥀
"সুন্দর সম্ভাবনার দিকে"
সেলিনা সাথী
সেই তোমার মনে অনবরত বাজে
বেদনার অশ্রুবাঁশি
আর আমার ঠোঁটে মুখে ঈষৎ হাসিতে
বিচিত্র ব্যাকুলতা এই জগত সংসারে
তোমার মায়াবী কন্ঠে রকমারি আবেদন
সময়ে কিংবা অসময়ে অর্ধপূর্ণ হয়ে ওঠে
অনুভূতির দ্বার প্রান্তে।
শূন্যের মিনারে ভেসে বেড়াও তুমি
তৃণমূলের সুন্দর ও কষ্টের বাসনা বিলাসী
স্মৃতির গভীরতায়
শুধুই অন্ধকারে আমার বুক কাঁপিয়ে
লুকোচুরি খেলো মিছেমিছি
কল্পনার ছেঁড়া পাতায়।
তোমাকে আপন করে বুঝে নিতে চাই
পড়ন্ত বিকেলে খন্ডিত জীবনে
জীবনের পূর্ণতায়
সন্ধ্যা প্রদীপ করে,
সুন্দরের আলোকবর্তিকায়-
তোমাকে খুঁজে পেতে চাই।
তোমাকে খুঁজে পেতে চাই
ভাসমান মেঘের আকাশে
কবির দুঃখবোধে কবিতারা
যেখানে প্রাণ পায়।
তোমাকে বুঝে নিতে চাই শীতল
ছায়ার সুন্দরতম গভীর স্পর্শে।
যেখানে জীবনের হিসেব হবে
তোমার আমার গরমিল জীবন কাব্যের।
তুমি কি আসবে চরাঞ্চলের
ক্ষুধার্ত এই কষ্টের পিরামিড দেখতে-?
নিপীড়িত বঞ্চিত মনের
আর্তনাদ ও হাহাকার দেখতে-?
তোমাকে একান্ত আপন করে বুঝে নিতে চাই-
মধ্যরাতে বৃষ্টির রিমঝিম টুপটাপ শব্দে
একাত্ম হয়ে ভালোবাসবো
ভালবাসার গ্রন্থিত বর্ণমালায় চিরকাল।
তুমি কি আসবে-?
জেগে উঠবে স্বপ্নে স্বপ্নে
অলিখিত কবিতাগুলো
নীল আকাশে রোদ্দুর
হাসবে কাব্যিক ঢঙ্গে।
যেখানে হেঁটে যাবো তুমি আর আমি
সবুজের আঁকাবাঁকা মেঠো পথে
আগামী সম্ভবনার দিকে,,,,,
তুমি কি আসবে-?
...........................................
১৭ নভেম্বর ২০২৩
সময় সকাল ১০:১৫
কবিতা কুটির-নীলফামারী
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: স্বরচিত কবিতা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
আপনার কবিতা মানেই অসাধারণ এবং ইউনিক আর আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে এবং অনেক শিক্ষনীয় কিছু বিষয় থাকে।কারণ আমিও তো কবিতা লিখি আর আপনার কবিতাগুলোকে আমি অনেক সময় ফলো করি।
আমার কবিতা আপনার ভালো লাগে জেনে অনেক বেশি খুশি হলাম আপু। প্রথম দিন থেকেই আপনি আমার কবিতা অনুসরণ করেন, সেটা আমি অনেক ভালো করেই জানি।♥♥
সাথী আপুর কবিতা মানে নতুন কিছু আর সেই কবিতা আবৃত্তি করার জন্য প্রতি সপ্তাহে পথ চেয়ে থাকার মত চেয়ে থাকি। গত সপ্তাহের মত আজকেও অসাধারণ একটি কবিতা পেয়ে গেলাম আর কবিতাটি চেষ্টা করলাম নিজের কন্ঠে আবৃত্তি করার জন্য। বেশ ভালো লাগলো সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই।
চাতক পাখির মত চেয়ে থাকেন আমার কবিতার জন্য জেনে খুশি হলাম।সেই সাথে আমার কবিতা বেশ কয়েকবার উচ্চারণ করেছেন বলে আরও বেশি খুশি হলাম।।আমিও চেষ্টা করি নতুন নতুন কবিতা দিয়ে আপনাদের মন ভরে তুলতে।!♥♥