সাথী কন্ঠে কবিতা আবৃত্তি || ভিডিওগ্রাফি||~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ আমি আবারো শিশুতোষ একটি কবিতা লিচু চোর এর ভিডিওগ্রাফি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যে আমি অসুস্থ অবস্থায় একটি প্রোগ্রামে গিয়েছিলাম।সেখানে অনেকের অনুরোধেই আমি কবিতা আবৃত্তি করেছিলাম।স্বরচিত কবিতা আবৃত্তি করার পরেই ছোট ছোট বাচ্চারা আবদার করে বসল লিচু চোর কবিতাটির কয়েকটি লাইন শোনানোর জন্য।তাইতো তাদের আবদার মেটানোর জন্য কয়েক লাইন কবিতা আবৃত্তি করলাম।কাজী নজরুল ইসলামের খুবই চমৎকার একটি কবিতা লিচু চোর।ছোটবেলায় অনেক পড়েছিলাম।আমার আগেও এই মঞ্চের ছোট্ট একটি সোনামণি এই কবিতাটি আবৃত্তি করেছিল।সেই সোনামনিটি ও আমাকে খুব করে ধরেছিল আপু তোমার কাছে লিচু চোর কবিতাটি শুনতে চাই।কি আর করা বাচ্চাদের আবদার মেটানোর জন্যই শুরু করলাম লিচু চোর কবিতাটি।বিশ্বাস করুন আমি এতোটুকু প্রস্তুত ছিলাম না এই কবিতাটি পড়ার জন্য।তবে কবিতাটি অনেক মজার এবং আমার খুবই প্রিয় একটি কবিতা।আগে সুযোগ পেলেই পড়তাম। সেই কবিতাটি নিয়ে হাজির হলাম আজকের আয়োজনে।আশা করি আপনাদের ভালো লাগবে। চলে তাহলে কবিতাটি শুনে আসি।
কবিতা - লিচু চোর –
কাজী নজরুল ইসলাম
কন্ঠে-সেলিনা সাথী
ভিডিও লিংক
কবিতার লিরিক্স
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল্-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া!
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গ্যে’ যেই চ’ড়েছি
ছোট এক ডাল ধ’রেছি,
ও বাবা মড়াৎ করে
প’ড়েছি সরাৎ জোরে!
পড়বি পড়্ মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার,
দিলে খুব কিল ও ঘুসি
একদম জোরসে ঠুসি!
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাগিয়ে
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: কবিতা আবৃত্তি
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
হায়রে আপু ছেলেবেলায় এই কবিতাটি নিয়ে কত যে মজা করতাম। অনেক মজার আজকের আবৃত্তি করা কবিতাটি। আর আপনি তো এতো সুন্দর করে আবৃত্তি করলেন যে মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিলো কবি মনে হয় কবিতাটি আপনার জন্যই লিখেছিলেন।
ঠিক বলেছেন আপু ছোটবেলায় এই কবিতাটি নিয়ে অনেক বেশি মজা করেছিলাম আমরাও।♥♥
আপু আপনার কবিতা এবং কবিতা আবৃত্তি এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার ওই পোস্টটি আমি পড়েছিলাম অসুস্থ থাকা অবস্থা আপনি কবিতা আবৃত্তি করেছেন। যাক ছোট বাচ্চাদের অনুরোধ রেখেছেন শুনে খুব ভালো লাগলো। তবে আজকে আপনার ভিডিওগ্রাফি মধ্যে দেখতেছি কবিতাটি খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। সত্যি বলতে আপনার কবিতা পড়ে এবং ভিডিওগ্রাফি দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতা আবৃত্তিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় একটি কবিতা আবৃত্তি করেছেন।
এই কবিতাটি আমিও ছোটবেলায় অনেকবার পড়েছি। কিন্তু বড় হয়ে তেমন আর পড়া হয়ে ওঠেনি।
ধন্যবাদ♥♥
আপু এর আগে আপনার কবিতা আবৃতি এবং ভিডিওগ্রাফিটি আমি দেখেছি। একটি অনুষ্ঠান ও অসুস্থ অবস্থায় গিয়ে কবিতা আবৃত্তি করেছেন। সত্যি শুনে খুব ভালো লাগলো ছোট বাচ্চাদের অনুরোধে আজকে আপনি কবিতা আবৃত্তি করেছেন। তবে আপনার কবিতা এবং কবিতা আবৃতি আমার কাছে অসম্ভব ভালো লাগে। তবে আজকে আপনি কাজী নজরুল ইসলামের খুব জনপ্রিয় একটি কবিতা আবৃতি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে কবিতা আবৃত্তি করার জন্য আমাদের মাঝে।
অনেক অনেক ধন্যবাদ আমার কবিতা আবৃত্তি আপনার ভালো লেগেছে জন্য♥♥