আর্জেন্টিনার জয়োৎসবে || স্বরচিত কবিতা "সেতুবন্ধন"🇧🇩🇦🇷🇧🇩

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


উষ্ণতার পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙিনায়। আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি।আপনারা সব সময়ই সকলেই ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।


Screenshot_2022-12-23-00-07-02-01_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

বিশেষ দ্রষ্টব্যঃ এই ছবিটি আমার ফোন থেকে স্ক্রিনশট নেওয়া।
ডিভাইস-OPPO A5


বন্ধুরা বেশ ব্যস্ত সময় পার করছি এই মুহূর্তে।শিপু ভর্তি পরীক্ষার কোচিং এর জন্য ঢাকায় চলে যাবে। তার প্রস্তুতিমূলক অনেক কাজ হাতে।তাইতো কেনাকাটা থেকে শুরু করে সব গোছগাছ করা,,মনে হয় নতুন এক সংসার।যাইহোক বিকেলবেলা বেড়াতে গিয়েছিলাম বোনের বাড়িতে।শিপু সহ।রাত 9 টা 45 পর্যন্ত ওদের বাড়িতেই ছিলাম।এরপর বাসায় এসে হ্যাংআউট বিনোদন পর্বে প্রিয় শুভ ভাইয়ের সাথে সহযোগী হিসেবে কাজ করলাম।আর আজ এখনো পোস্ট করা হয়ে ওঠে নাই।তাই মনে মনে ভাবলাম ছোট একটি কবিতা লিখে পোস্ট করে ফেলি।যেই ভাবা সেই কাজ।এখন পোস্ট করতে বসলাম মাত্র কবিতা এখনো লিখি নাই।এখনো ভাবতেছি কি বিষয় নিয়ে কবিতা লিখবো।হঠাৎ করে মনে পড়ে গেল, আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যে এবার বিশ্বকাপ ফুটবল এর ওসিলায় যে সেতুবন্ধন তৈরি হচ্ছে। সেটা নিয়ে ঝটপট একটি কবিতা লিখলে কেমন হয়। দেখি চেষ্টা করি পারি কিনা।তবে এটা সত্য কথা এবার আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ ফুটবল খেলাটি আমাকে অনেক বিনোদন দিয়েছে।এই বিনোদনের ছিল হাসি-কান্না উচ্ছ্বাস উত্তেজনা এবং হাজারো বেদনা।সবমিলিয়ে কাতার বিশ্বকাপ ফুটবল 2022।আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যে খুবই চমৎকার বন্ধুসুলভ একটি সম্পর্ক তৈরী হতে আমরা সোশ্যাল মিডিয়াতে একের পর এক দেখেছি।যে বিষয়টি আমার কাছে অনেক গর্বের মনে হয়েছে।আর্জেন্টিনার দেশে যখন লাল-সবুজের পতাকা উড়ছে তখন সেটা দেখে আসলেই গর্বে বুকটা ভরে যায়।এটা অনেকটাই প্রশান্তির বিষয়।এই প্রশান্তির ছোঁয়ায় ছোট্ট একটি কবিতা লেখার প্রচেষ্টা করছি।আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে।চলুন তবে শুরু করা যাক।



বিশ্বকাপে🇧🇩🇦🇷🇧🇩 সেতুবন্ধন

♥🇧🇩🇦🇷🇧🇩♥

সেলিনা সাথী


আর্জেন্টিনার জয়োৎসবে
বাংলাদেশের জয়,,
লাল সবুজ আর আকাশি
আজ মনের কথা কয়।

আর্জেন্টিনার মাটিতে আজ
লাল সবুজের ঢেউ,,
এমন চিত্র দেখার আগে
ভেবেছিলেন কেউ-??

অনন্য এই ভালোবাসা
থাকবে চিরদিন,,
আর্জেন্টিনার উল্লাসে যে
বাংলাদেশের বিন।

ফিফা বিশ্বকাপে হলো
দুই দেশেরই জয়,,
আর্জেন্টিনায় বাংলাদেশ
কত মধুময়।

এত প্রেম-ভালোবাসা
ফুটবল দিল এনে,,
লাল সবুজের বাংলাদেশ
বিশ্ব গেল জেনে।

দুই হাজার বাইশ বিশ্বকাপটা
ইতিহাসে সেরা,,
আনন্দ আর উচ্ছ্বাসেতে
লাল সবুজে ঘেরা।

লক্ষ-কোটি বাংলাদেশি
আর্জেন্টিনার ভক্ত,
ভালোবেসে ফুটবলকে
দিয়েছে অনেক রক্ত।

তাইতো আজ আর্জেন্টিনা
দিল প্রতিদান,,
মন থেকে ভালোবাসা আর
হাজারো সম্মান।🇧🇩🇦🇷🇧🇩

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
Loading...
 2 years ago 

আসলেই এই বিশ্বকাপ আশার কারণে আর্জেন্টিনা আর বাংলাদেশের মানুষের মধ্যেও একটা সেতুবন্ধন তৈরি হয়েছে। আর আপনি সেটাই এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনি তো একদম কবিতা লেখার পটু তো আপনাকে আর কবিতা লেখার টপিক নিয়ে ভাবতে হয় নাকি। যাই হোক কবিতাটি দারুন লিখেছেন আপু। হ্যাঁ এই ফিফা বিশ্বকাপ জয় যেন আর্জেন্টিনা আর বাংলাদেশ মিলিয়ে জয় করেছে যেমন আর্জেন্টিনার প্রতিটি সাপোর্টার বাংলাদেশের মানুষের কাছে দোয়া চেয়েছিল।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন। এই বিশ্বকাপ ফুটবল খেলা বাংলাদেশের সাথে আর্জেন্টিনার খুবই চমৎকার একটা সেতুবন্ধন তৈরি করেছে। যা, আমাদের কাছে অনেকটা গর্বের বিষয়।♥♥

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66