কবি "মহাদেব সাহা" রচিত মন ভালো নেই কবিতা টির আবৃত্তি~~~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আর সকলেই সবসময়ই খুব ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ সারাদিন আমার মন ভাল ছিলনা।কেমন যেন উদাস উদাস লাগছিল।মনে হচ্ছিল আমার চারিদিকটা মনে হয় শুন্য। আমি শূন্যতায় হারিয়ে যাচ্ছি।রান্নাবান্না করে গোসল করে সব কাজ,,,যেন একটি ঘোরের মধ্যে করে নিলাম।এছাড়া সকাল থেকে বিদ্যুৎ কিংবা ওয়াইফাই লাইন থেকে বিচ্যুত ছিলাম।সব মিলিয়ে আজকের দিনটি কেমন যেন হ য ব র ল।তারপর যখন নেট এলো তখন ফোনটিকে হাতে নিলাম।বিশ্বাস করুন কিছুই করতে ইচ্ছে হচ্ছিল না।তারপর ব্লাক্স দাদার আজকে ওই পোস্ট টার দিকে দৃষ্টি গেল।
এক কোটি টাকা পেলে আপনি কি করতেন??
তারপর সেই পোস্টে ছড়া আকারের একটি কমেন্ট করলাম যা আমার মনের ভাব।আসলে অনেক বড় বড় স্বপ্ন দেখি আমি।তাই যেহেতু একটু সুযোগ পেলাম মনের ভাব কিছু স্বপ্ন তুলে ধরার চেষ্টা করলাম।তবে অনেকের মন্তব্য পড়ে বেশ ভালো লাগছিল।আর মনে মনে ভাবছিলাম সত্যিই যদি আমরা সবাই এক কোটি টাকা করে পেতাম তবে মজাই হত।
"ব্লাক্স" দাদার পোস্টে আমার করা মন্তব্য,,
পেলে কোটি টাকা,,
পূরণ করব স্বপ্ন আমার
যেগুলো আছে ফাঁকা।
বেকারত্ব কমিয়ে আনতে
করতাম কর্মসংস্থান,,
কমে যেত সমাজ থেকে
নেশাখোর আর মাস্তান।
ঝরে পড়া শিশুদের জন্য
বাড়িয়ে দিতাম হাত,
রাত কাটাতে দিতাম না আর
কোনো ফুটপাত।
অসহায় নারীদের জন্য
নিতাম পদক্ষেপ,,
ভুলে যায় যেন আত্মহত্যা
যত আক্ষেপ।।
আরো অনেক স্বপ্ন আমার
সমাজটাকে ঘিরে,
লেখিয়েদের বই করতাম
প্রেরণা পেত ফিরে।
আমার বাংলা ব্লগে যারা
আছি একসাথে,
সুখে দুখে থাকতাম পাশে
আমি দিবা রাতে।
হয়ত আমার স্বপ্নগুলো
পূরণ হবে একদিন,,
অনেক অনেক টাকা আমার
হাতে থাকবে যেদিন।
তবে যাই হোক। বন্ধুরা, বেশ কিছু পোস্টে মন্তব্য করে। অবশেষে,, কবি মহাদেব সাহার রচিত মন ভালো নেই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করলাম। কতটুকু পেরেছি জানি না।আর সেই আবৃত্তি আপনাদের সাথে শেয়ার করলাম।
কবিতার নামঃ মন ভালো নেই
কবিঃ মহাদেব সাহা
আবৃত্তিঃ সেলিনা সাথী
ভিডিও লিংক-
কবিতার লিরিক্স-
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো
নেই,মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ
পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে
তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
এই শূন্য ঘরে, এই নির্বসনে
কতোকাল, আর কতোকাল!
আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি,
উদ্যানে উঠেছে ক্যাকটাস
কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই,
শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি।
টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত
ডাকতে ডাকতে একশেষ;
কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না
এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি।
এ কী শান্তি তুমি আমাকে দিচ্ছো ঈশ্বর,
এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা!
তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই
আমি ভালোবাসতে চাই, পাগলের মতো
ভালোবাসতে চাই-
এই কি আমার অপরাধ!
আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক
মন ভালো নেই, মন ভালো নেই;
তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার
কথা ছিল-
আসা-যাওয়ার পথের ধারে
ফুল ফোটানো কথা ছিলো
সেসব কিছুই হলো না, কিছুই হলো না;
আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত
শুধু হাহাকার
শুধু শূন্যতা, শূন্যতা।
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে
দুই চোখ অন্ধ হয়ে গেলো,
সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না-
আজ সারাদিন বিষাদপর্ব, সারাদিন তুষারপাত-
মন ভালো নেই, মন ভালো নেই।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপু আপনার ব্লাক্স" দাদার পোস্টে আপনার করা মন্তব্য অনেক ভালো লাগল। আসলে মন্তব্য করতে গিয়ে অসাধারণ কবিতা লিখেছেন। ঠিক বলেছেন আপু স্বপ্ন আমার অনেক বড় পূরণ করব কোটি টাকা পেলে।মন ভালো নেই কবিতার প্রতিটি লাইনি শূন্যতা রয়েছে। আপনার কবিতা গুলো অনেক সুন্দর হয়। মন ভালো নেই কবিতাটি অসাধারণ হয়েছে।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥
বাহ খুব অসাধারণ আপনি অনেক সুন্দর করে ব্লাক্স দাদার পোস্টে আপনার করা মন্তব্য খুবই ভালো লাগলো। অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। সত্যি অসাধারণ কোটি টাকা পেলে কি করবেন কবিতার মাঝে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপু সুন্দরবন তবু করে পাশে থাকার জন্য।
♥♥
খুল সুন্দর ছিল কবিতাটি মিষ্টি সুরে বাজনা টাও ভালো ছিল ৷ সর্বোপরি আপনার মন ভাল হোক এমনটাই প্রতার্শা৷
গোপী ভাইয়া, খুব চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দু-একটা বানানে একটু সমস্যা হয়েছে, প্লিজ ঠিক করে নেবেন ভাইয়া।♥♥
মনটা আমারও খারাপ আপু। আমারও বেশ উদাশ উদাশ লাগছে। ব্ল্যাকস দাদার করা এবিবি ফ্যান প্রশ্নের উওরে আপনার কবিতা টা চমৎকার হয়েছে। আমার কাছে অসাধারণ লেগেছে।
মহাদেব সাহা এর মন ভালো নেই কবিতা টা দারুণ আবৃত্তি করেছেন💕।।
আমি মন থেকে দোয়া করি আপনার মন যেন খুব দ্রুত ভালো হয়ে যায়।।হাসি খুশিতে ভরে উঠে হৃদয়।♥♥
এটা আপু,স্বপ্ন আর যদি সত্যিই আমরা সবাই কোটি টাকা পেয়ে যেতাম তাহলে আমরা প্রত্যেকটা মানুষই কোটিপতি হয়ে যেতাম কিন্তু এটা তো সম্ভব না এটা স্বপ্ন স্বপ্নের মধ্যেই থেকে যাক😔 আপু,আমি তোমার কবিতাটা পড়েছি আসলে আপু তুমি কমেন্টগুলো করো কমেন্ট গুলোর সাথে যে কবিতাগুলো লিখ এগুলো সত্যি মনকে ছুঁয়ে দেয়।আজ তুমি অনেক সুন্দর একটি কবিতা আবৃতি করেছ এই কবিতাটা আমি আরো একবার পড়েছি। তবে তোমার আবৃত্তি শুনে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, আপু তুমি এত গুণের অধিকারী কিভাবে হলে? ধন্যবাদ আপু❤❤
আপু আমার কবিতা স্বরূপ মন্তব্যগুলো তোমার খুব ভালো লাগে। তোমার হৃদয় ছুঁয়ে যায়।,,জন্য নিজেকে ধন্য মনে করছি। ভালো থেকো সব সময়। প্রিয় আপু মনি♥ ♥
আপনার কবিতা এবং কবিতা আবৃতি দুটিই আমাকে ভীষণ ভালো লাগে এবং উৎসাহিত করে তাইতো আপনার আবৃতির প্রশংসা লিখে শেষ করতে পারবো না।
আপনার সুসজ্জিত মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে প্রিয় আপু মনি। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে♥♥