মজার ফান কবিতা "মুলা এবং মেকআপ" উৎসর্গ- হাফিজুল্লাহ ভাই।
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
বন্ধুরা আজ মজা করে আমি একটি ফান কবিতা লিখেছি।@hafizullah ভাইকে উৎসর্গ করে।আমি একটা বিষয় লক্ষ করে দেখেছি যে, আমাদের সকলের শ্রদ্ধাভাজন রোমান্টিক হাফিজুললা ভাই সবসময় ""ম" বর্ণ টিকে ভীষণ পছন্দ করে। এবং ম বর্ণের প্রতি তার বিশেষ একটা আকর্ষণ।বিশেষ করে মহিলাদের মেকআপ এবং মুলা।ওনার এত বেশি প্রিয় যা বলে বোঝানো যাবে না।এমন রোমান্টিক মেন আমি খুব কম দেখেছি জীবনে।আমার বাংলা ব্লগে যিনি সবাইকে আনন্দে মাতিয়ে রাখেন।আমি যখন ফার্স্ট আমার বাংলা ব্লগের জয়েন করি এবং ডিসকর্ডে আড্ডা দেই। তখন থেকে দেখেছি হাফিজুল্লাহ ভাই আমাকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন।সত্যিই এমন মাই ডিয়ার মানুষ এই সমাজে বিরল।তাইতো বিনোদনের ছলে,,ভাইয়ার প্রাণপ্রিয় বর্ণ দিয়ে মুলা এবং মেকআপ,, নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছি।জাস্ট বিনোদনের ছলে কেউ কিছু মনে করবেন না কিন্তু। ভাইয়া যেভাবে মেকআপ নিয়ে কথা বলেন, আমার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে, মেকাপ নিয়ে এত মাতামাতি কেন?? হাফিজুললা ভাইয়ের।নিশ্চয়ই এর মধ্যে অন্তর্নিহিত কোন কারণ আছে।যাইহোক কবিতাটি যদি আপনাদের কাছে ভাল লাগে তবেই আমার আজকের এই আয়োজন সার্থকভাবে।
প্রিয় হাফিজুল্লাহ ভাই, আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই চমৎকার বিনোদনমুলক কবিতাটি লেখার জন্য।
বিশেষ আকর্ষণ,,
মেকআপ আর মুলা নাকি
খুবই প্রয়োজন।
মেকাপ নিয়ে কৌতুহল
মাথায় অনেক বেশি,,
কখনো মেঘ কখনো বৃষ্টি
প্রেমিকা খুঁজে দেশি।
ভাবির নাকি মেকাপ লাগে
সে ও নিত্যদিন,,
রোজ সন্ধ্যায় ফেরার সময়
মেকআপ অনার রুটিন।
মহিলারা হাফিজ ভাইয়ের
আসলে মনের মতন,,
মেকআপ দিয়ে দিবানিশি
করে তাদের যতন।
মুলা যে তার প্রথম প্রেম
ছোট্টবেলা থেকে,,,
শিশুবেলায় হাফিজুল্লাহ ভাই
গিয়েছে অনেক পেকে।
মুলার শরবত মুলার জুস
আরো কত কি?
মুলা নাকি আরো মজা
দিয়ে রাঁধলে ঘি।
মুলার সাথে প্রেমের কথা
লিখে হবেনা শেষ,,
মুলা এবং মেকাপ নিয়ে
ভাইটি আছেন বেশ।
মনের মাঝে "ম" য়ের প্রতি
এত বেশি টান,,
মাঝে মধ্যে বৃষ্টি কে
বলে শুধু জান।।
জিহ্বায় কামড় দিয়ে
চিমটি কাটে কান,,
মধু এবং মিতা ও নাকি
গভীর প্রেমের টান।
মহিলাদের প্রেমে পড়ে
হয়েছেন আজ কবি,,
মহাপ্রেমিক উপাধি দিলাম
এঁকে দিলাম ছবি।
মজা করে লিখলাম ভাই
করে দিও মাফ,,,
ফুল করতে না পারলেও
করে দিও হাফ।
হাসবে নাকি কাঁদবে তুমি
বুঝতে পারছ না,,
মুলা এবং মেকাপ নিয়ে
একি যাতনা।।
"নুসরা নূর" আপুর জানি
লাগবে অনেক ভালো,,
দোহাই লাগে ভাইটি আমার
মুখ করোনা কালো।♥|
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
সত্যিই আপু বেশ মজা পেলাম হাফিজুল্লাহ ভাইকে নিয়ে মজার কবিতাটি পড়ে। মহিলা , মুলা, মেকআপ বেশ মজা পেলাম ম এমন কথাগুলো শুনে। মজার ছলে খুব সুন্দর একটি মজার কবিতা লিখেছেন আপু । আপনাকে ধন্যবাদ সুন্দর এই কবিতাটির জন্য।
মজার ছলে ম দিয়ে
মজার কবিতা,,
মেকআপ করে মুলা দিয়ে
খেলো মৌমিতা.।
♥♥
দারুন হয়েছে হাফিজুল্লাহ ভাইকে উৎসর্গ কবিতাটি।ম এর প্রতি আকর্ষণ ম,
মূলা,মেকাপ,অসাধারণ । ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতাটি উপহার দেওয়ার জন্য আপু।
কবিতাটি আপনার কাছে ভাল লেগেগেছে এটাই আমার পরম পাওয়া। শুধু বিনোদনের জন্য এই কবিতাটি লিখেছেি।অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।♥♥
হ্যাঁ আপু ঠিকই বলেছেন হাফিজ ভাই খুবই রোমান্টিক মানুষ । সব সময় মানুষকে হাসাইতে বিনোদন দিতে খুবই পছন্দ করেন। আজকে ম বর্ণের ওপর আকর্ষণ বিষয়টি নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। এই কবিতার মাধ্যমে হাফিজ ভাইয়ের পছন্দনীয় এবং তার কিছু গোপন কথাও আপনি প্রকাশ করে দিলেন ।আপনি যা বলেন তাই কবিতা হয়ে যায় এটাই আমার অনেক ভালো লাগে।
মন মাতানো হাফিজ ভাই
রোমান্টিকতার জুড়ি নাই।
মায়া ঘেরা মন, মুলার প্রয়োজন।
♥♥
আপু দারুন হয়েছে কবিতাটি সত্যি কবিতাটি পড়ল আমার অনেক হাসলাম। এত সুন্দর একটি কবিতা, অনেক মজার কবিতা ছিল। হাফিজুল ভাইকে কবিতাটি উৎসর্গ করেছেন, খুবই ভালো লাগলো কবিতাটি।
"ম" বর্ণের প্রতি হাফিজুল্লাহ ভাইয়ের বিশেষ আকর্ষণ। তাই ভাবলাম ম বর্ণ দিয়ে একটি কবিতা হয়ে যাক। যে কবিতা এতোটুকু হলেও সবার মুখে হাসির ঝিলিক বয়ে আনবে। ধন্যবাদ♥♥
ম নিয়ে মাতামাতি পাশে হাফেজ ভাই
মেকআপ ছাড়া ভাবির কোন তুলনা নাই
সাথী আপু "ম" দিয়ে লিখেছে মজার কবিতা
সাথে আবার টাঙ্গিয়ে দিয়েছে হাফিজ ভাইয়ের ছবিটা
আমিও হাসি, সাথী আপু হাসে, হাসে হাফিজ ভাই
এত সুন্দর কবিতাখানি সত্যিই যার তুলনা নাই।
বাহ্ বাহ্ বাহ্!!
মনটা আমার ভরে গেল
কবিতা গুলো পড়ে,,,
আমার বাংলা ব্লগ এখন
কবিদের তরে।
♥♥
হাফিজ ভাই আপনি নিশ্চিই দেখছেন আপনাকে নিয়ে কী কবিতা বানিয়ে ফেললো ৷
যা হোক আপু ঠিক বলেছেন হাফিজ ভাই কিন্তু অনেক মজার একটা মানুষ আর তার কথা গুলো সত্যিই অনেক হাসায় ৷ আর এ রকমি মানুষ তো দরকার যে আমাদের সবাই কে আনন্দে রাখবে ৷ আপু আপনি সত্যি পারেনও বটে ৷ এতো সুন্দর কবিতা লিখেছেন সত্যি অসাধারণ অসাধারণ ৷
না জানি হাফিজ ভাই নির্ঘাত ভাববে আমাকে নিয়ে কবিতা ৷
হাহাহাহাহা হিহিহিহিিহিহ !!!!!
রোমান্টিক পুরুষ হাফিজ ভাই
ইয়াং জেনারেশন,,
তাইতো আজ কবিতায়
দিলাম তাকে মেনশন।
কবিতা দিয়ে জবাব দেবে
তাই হচ্ছে দেরি,
না জানি কি ভাগ্যে আছে
হাতে পায়ে বেরি।
♥♥
খুবই মজার কবিতা লিখেছেন আপু। আসলে আপনার কবিতাটি পড়ে অনেক হাসলাম। আসলে এই কবিতাটি আপনি হাফিজুর ভাইকে উদ্দেশ্য করে উৎসর্গ করেছেন। সত্যিই আমার কবিতাটি অনেক মজার ছিলো।
আমার আজকের মজার কবিতা পড়ে আপনি অনেক হেসেছেন,,জেনে খুশি হলাম।♥
আসলে আমাদের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের মুলা এবং মেক আপ এই দুইটা বিষয় নিয়ে অনেক কথা বলতে শুনেছি। কিন্তু আপনি যে এই বিষয়টাকে কেন্দ্র করে কবিতা লিখে ফেলবেন এটা আসলে কখনো ভাবিনি। তবে কবিতার লাইনগুলো ছিল একদম সেরকম। ম দিয়ে লেখা কবিতার লাইনগুলো সত্যিই ভীষণ ভালো লেগেছে।। একদম যেন ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটা লাইন।
মুখ কেন করবে কালো,
মুখের হাসিতে লাগবে অনেক ভালো।
মুখে একটুখানি মেকআপ দিলে,
মুখের সৌন্দর্যটা ফুটিয়ে তোলে।
হাফিজুল্লাহ ভাই বুঝবে কি করে,
মুলায় আছে সুভাস ছড়িয়ে।
হা হা হা,, হি হি হি,,,বাহ দারুন করে কবিতা লিখে ফেলেছেন আপু। অনেক সুন্দর লাগলো আপনার কবিতা পড়ে, আমি হাসতে হাসতে প্রায় ফিট হয়ে যাচ্ছি।♥♥
সত্যিই খুব মজার একটি কবিতা লিখেছেন আপু হাফিজুল্লাহ ভাইকে নিয়ে। কবিতাটি পড়ে অনেক মজা লাগলো। আপনি অনেক সুন্দর একটি মজার কবিতা লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
মজার এই কবিতাটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।♥♥