স্বরচিত কবিতা "বাংলার নারী" || সেলিনা সাথী

in আমার বাংলা ব্লগ3 years ago

বাংলার নারী
সেলিনা সাথী

ছবি আমি কবি আমি
আমিই বাংলাদেশ,
অপরুপা দেখতে আমি
রুপের নেইকো শেষ।

গ্রামে আমি শহরে আমি
আমিই ফুটপাতে
গরিব-দুঃখি সবার আমি
আমিই আমাতে।

নদী আমি,সাগর আমি
আছি ঝর্নাধারায়
প্রকৃতিতে চিরদিন'ই
মনটা আমার হাড়ায়।

লাল সবুজের পতাকা আমি
আমিই মানচিত্র
সবাই আমার অতি প্রিয়
সবার আমি মিত্র।

ভীষন ভালোবাসি আমি
রাখাল বাঁশির সুর,
ভাওআইয়া আর পল্লিগিতীর
ভান্ডার রংপুর।

বাংলাদেশের রংপুর
রঙ্গে রসে ভরপুর
বিভাগ আমার ভাই
এর তুলনা নাই।

নীলফামারী জেলা আমার
নীলের সাথে বাস
নিজের রাজ্যে রাজা হব
রইব নাতো দাস।

চন্দ্র- সূর্যের আলোক আমি
ঘুঁচাবো সকল আঁধার,
মরে গিয়েও আসব ফিরে
কাজের মাঝে আবার।

অকুতোভয়ে বিরামহীন
কাজ করে যাই তাই
কৌতূহলী হয়েছি বলে
অনুপ্রেণা পাই।

তৃনমূলের কন্যা আমি
""এই বাংলার নারী""
তৃণমুলকে সঙ্গে নিয়েই
বিশ্বে দিব পাড়ি।

received_207029814699583.webp

IMG_20210801_201123.jpg

IMG_20210801_201526.jpg

IMG_20210801_203214.jpg



IMG_20210105_173224.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks



Cc:

@rme
@blacks


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

অসাধারন কবিতা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ।

কবিতাটা অনেক সুন্দর হয়েছে আপু। আপনার শেষের ছবিগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। আপনার মতো একজন গুণি ব্যক্তি আমাদের সাথে তার সময়টা ভাগ করছে ভেবে।
ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা অবিরাম।

❤️❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67319.79
ETH 2629.90
USDT 1.00
SBD 2.67