স্বরচিত কবিতা "বাংলার নারী" || সেলিনা সাথী
সেলিনা সাথী
ছবি আমি কবি আমি
আমিই বাংলাদেশ,
অপরুপা দেখতে আমি
রুপের নেইকো শেষ।
গ্রামে আমি শহরে আমি
আমিই ফুটপাতে
গরিব-দুঃখি সবার আমি
আমিই আমাতে।
নদী আমি,সাগর আমি
আছি ঝর্নাধারায়
প্রকৃতিতে চিরদিন'ই
মনটা আমার হাড়ায়।
লাল সবুজের পতাকা আমি
আমিই মানচিত্র
সবাই আমার অতি প্রিয়
সবার আমি মিত্র।
ভীষন ভালোবাসি আমি
রাখাল বাঁশির সুর,
ভাওআইয়া আর পল্লিগিতীর
ভান্ডার রংপুর।
বাংলাদেশের রংপুর
রঙ্গে রসে ভরপুর
বিভাগ আমার ভাই
এর তুলনা নাই।
নীলফামারী জেলা আমার
নীলের সাথে বাস
নিজের রাজ্যে রাজা হব
রইব নাতো দাস।
চন্দ্র- সূর্যের আলোক আমি
ঘুঁচাবো সকল আঁধার,
মরে গিয়েও আসব ফিরে
কাজের মাঝে আবার।
অকুতোভয়ে বিরামহীন
কাজ করে যাই তাই
কৌতূহলী হয়েছি বলে
অনুপ্রেণা পাই।
তৃনমূলের কন্যা আমি
""এই বাংলার নারী""
তৃণমুলকে সঙ্গে নিয়েই
বিশ্বে দিব পাড়ি।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
Cc:
Cc:
অসাধারন কবিতা।
অসংখ্য ধন্যবাদ।
কবিতাটা অনেক সুন্দর হয়েছে আপু। আপনার শেষের ছবিগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। আপনার মতো একজন গুণি ব্যক্তি আমাদের সাথে তার সময়টা ভাগ করছে ভেবে।
ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা অবিরাম।
❤️❤️